নির্বাচনী অনুদানের বড় অংশ ফেরত দিলেন তাসনূভা জাবীন
- আপডেট সময় ০৭:২৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / 35
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর নির্বাচনী তহবিল হিসেবে পাওয়া অনুদান ফেরত দিতে শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগকারী নেত্রী তাসনূভা জাবীন। এখন পর্যন্ত তিনি মোট অনুদানের প্রায় ৫৭ শতাংশ, অর্থাৎ ৮ লাখ ৭৭ হাজার ১১২ টাকা ফেরত দিয়েছেন।
বুধবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান তাসনূভা জাবীন। তিনি জানান, যেসব অনুদানদাতাকে শনাক্ত করা সম্ভব হয়েছে, তাঁদের সবাইকে টাকা ফেরত দেওয়া হয়েছে। তবে বিশেষ করে ব্যাংকের মাধ্যমে যাঁরা অনুদান দিয়েছেন, তাঁদের ক্ষেত্রে অনুদানদাতাদের সহযোগিতা প্রয়োজন হচ্ছে।
ফেসবুক পোস্টে তাসনূভা জাবীন লেখেন, নির্বাচনী অনুদানের মোট অর্থের একটি বড় অংশ ইতোমধ্যে ফেরত দেওয়া হয়েছে। বিকাশের মাধ্যমে এক হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত যাঁরা অনুদান পাঠিয়েছিলেন, তাঁদের অধিকাংশকেই টাকা ফেরত দেওয়া সম্ভব হয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে যাঁরা এখনো অনুদান ফেরত পাননি, তাঁদের দ্রুত শনাক্ত করে অর্থ ফেরত দিতে অনুদানদাতাদের সহযোগিতা কামনা করেন তিনি। প্রবাস থেকে রেমিট্যান্স পাঠানো অনুদানের ক্ষেত্রে স্থানীয় ব্যাংক হিসাবের তথ্য প্রয়োজন বলেও উল্লেখ করেন তাসনূভা জাবীন।
অনুদান ফেরত দিতে গিয়ে নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন এনসিপির সাবেক এই নেত্রী। তিনি জানান, অনেক অনুদানদাতার সঙ্গে সরাসরি কথা হয়েছে, তবে কাউকেই টাকা ফেরত চাওয়ার কথা বলতে শোনেননি। বরং সবাই তাঁকে শুভকামনা জানিয়েছেন এবং ভবিষ্যতের পথচলায় সাহস জুগিয়েছেন।
তিনি এসব অনুদানদাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাকি অনুদানও দ্রুততম সময়ের মধ্যে ফেরত দেওয়ার চেষ্টা চলছে। যারা এখনো টাকা ফেরত পাননি, তাঁদের নির্দিষ্ট ফরম পূরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে অনুদান ফেরতের প্রক্রিয়া সহজ হবে।
























