০৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
গ্রিনল্যান্ড ইস্যুতে কঠোর ট্রাম্প: বিরোধী দেশে শুল্ক আরোপের হুমকি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে অপ্রয়োজনীয় বিমান সরিয়ে নেওয়া হচ্ছে গাজা প্রশাসনের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন বেসামরিক কমিটি গঠন গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন বিবেচনা করছে জার্মানি চীনা বৈদ্যুতিক গাড়ির উপর শুল্ক কমালো কানাডা খালে পড়ে ট্রাক, পাকিস্তানে একই পরিবারের ১৪ জনের মৃত্যু সিলেটে তিন বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ২, আহত ১০ ঢাকায় আংশিক মেঘলা ও কুয়াশার সম্ভাবনা অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ ঢাকায় সকাল কুয়াশা, দিনের বেলা শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস

এফএ কাপে হামজার লেস্টারের জয়, বর্তমান চ্যাম্পিয়ন প্যালেসকে হারিয়ে ম্যাকলসফিল্ডের ইতিহাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০০:১১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / 51

ছবি: সংগৃহীত

 

এফএ কাপের একটি রোমাঞ্চকর দিনে বড় অঘটনগুলা ছাপিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে হামজা চৌধুরীর লেস্টার সিটি। নিচু সারির দল চেল্টেনহাম টাউনকে ২-০ ব্যবধানে হারিয়েছে সাবেক লিগ জয়ী লেস্টার। তবে দিনের সবচেয়ে বড় চমক দেখিয়েছে ইংলিশ ফুটবলের ষষ্ঠ স্তরের অখ্যাত ক্লাব ম্যাকলসফিল্ড, তারা বর্তমান চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেসকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়ে ফুটবল বিশ্বে চমক সৃষ্টি করেছে।

ইংলিশ ফুটবলের ষষ্ঠ স্তরের দল ম্যাকলসফিল্ড এবং প্রিমিয়ার লিগের ক্রিস্টাল প্যালেসের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্য ১১৭ ধাপ। এই বিশাল ব্যবধান পেরিয়ে ম্যাকলসফিল্ড যে জয় পেয়েছে, তা এফএ কাপের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি।

বিজ্ঞাপন

আইজ্যাক বাকলি-রিকেটস গোল করে দলকে ২–০ ব্যবধানে এগিয়ে নেওয়ার সাথে সাথেই উৎসবে মেতে ওঠেন ম্যাকলসফিল্ডের খেলোয়াড়রা। মাঠের সেই মুহূর্তটি ছিল উদযাপনের এক চূড়ান্ত বহিঃপ্রকাশ।

পল ডসন ও বাকলি-রিকেটসের দারুণ দুটি গোলে ২-১ ব্যবধানে জিতেছে ম্যাকলসফিল্ড। ২০২০ সালে নতুন যাত্রা শুরু করা ক্লাবটি ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত প্যালেসকে আটকে রেখেছিল; শেষ মিনিটে প্যালেস একটি গোল দেয়।

 

অন্য একটি ম্যাচে চেল্টেনহাম টাউনের বিপক্ষে প্রথমার্ধেই নিজেদের জয় নিশ্চিত করে ফেলে লেস্টার সিটি। ম্যাচের ২৩ মিনিটে প্যাটসন ডাকার গোলে লিড নেওয়ার পর বিরতির ঠিক আগে (৪৫ মিনিটে) ব্যবধান দ্বিগুণ করেন স্তেফি মাভিদিদি। র‍্যাঙ্কিংয়ে ৫৪ ধাপ পিছিয়ে থাকা চেল্টেনহামের বিপক্ষে এই ম্যাচে লেস্টারের নেতৃত্ব দেন বাংলাদেশি বংশোদ্ভূত তারকা হামজা চৌধুরী।

আটটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেও গ্লস্টারশায়ারে আধিপত্য দেখিয়েছে লেস্টার সিটি। ম্যাচের প্রথম সুযোগেই গোল আদায় করে নিয়ে নিজেদের সহজ জয় নিশ্চিত করে হামজাবাহিনী। চেল্টেনহামের আক্রমণগুলো লেস্টারের জন্য বড় কোনো হুমকি হতে পারেনি। এদিকে, চতুর্থ রাউন্ডে লেস্টারের পরবর্তী প্রতিপক্ষ কে হবে, তা নির্ধারিত হবে আসছে সোমবার।

নিউজটি শেয়ার করুন

এফএ কাপে হামজার লেস্টারের জয়, বর্তমান চ্যাম্পিয়ন প্যালেসকে হারিয়ে ম্যাকলসফিল্ডের ইতিহাস

আপডেট সময় ০২:০০:১১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

 

এফএ কাপের একটি রোমাঞ্চকর দিনে বড় অঘটনগুলা ছাপিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে হামজা চৌধুরীর লেস্টার সিটি। নিচু সারির দল চেল্টেনহাম টাউনকে ২-০ ব্যবধানে হারিয়েছে সাবেক লিগ জয়ী লেস্টার। তবে দিনের সবচেয়ে বড় চমক দেখিয়েছে ইংলিশ ফুটবলের ষষ্ঠ স্তরের অখ্যাত ক্লাব ম্যাকলসফিল্ড, তারা বর্তমান চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেসকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়ে ফুটবল বিশ্বে চমক সৃষ্টি করেছে।

ইংলিশ ফুটবলের ষষ্ঠ স্তরের দল ম্যাকলসফিল্ড এবং প্রিমিয়ার লিগের ক্রিস্টাল প্যালেসের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্য ১১৭ ধাপ। এই বিশাল ব্যবধান পেরিয়ে ম্যাকলসফিল্ড যে জয় পেয়েছে, তা এফএ কাপের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি।

বিজ্ঞাপন

আইজ্যাক বাকলি-রিকেটস গোল করে দলকে ২–০ ব্যবধানে এগিয়ে নেওয়ার সাথে সাথেই উৎসবে মেতে ওঠেন ম্যাকলসফিল্ডের খেলোয়াড়রা। মাঠের সেই মুহূর্তটি ছিল উদযাপনের এক চূড়ান্ত বহিঃপ্রকাশ।

পল ডসন ও বাকলি-রিকেটসের দারুণ দুটি গোলে ২-১ ব্যবধানে জিতেছে ম্যাকলসফিল্ড। ২০২০ সালে নতুন যাত্রা শুরু করা ক্লাবটি ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত প্যালেসকে আটকে রেখেছিল; শেষ মিনিটে প্যালেস একটি গোল দেয়।

 

অন্য একটি ম্যাচে চেল্টেনহাম টাউনের বিপক্ষে প্রথমার্ধেই নিজেদের জয় নিশ্চিত করে ফেলে লেস্টার সিটি। ম্যাচের ২৩ মিনিটে প্যাটসন ডাকার গোলে লিড নেওয়ার পর বিরতির ঠিক আগে (৪৫ মিনিটে) ব্যবধান দ্বিগুণ করেন স্তেফি মাভিদিদি। র‍্যাঙ্কিংয়ে ৫৪ ধাপ পিছিয়ে থাকা চেল্টেনহামের বিপক্ষে এই ম্যাচে লেস্টারের নেতৃত্ব দেন বাংলাদেশি বংশোদ্ভূত তারকা হামজা চৌধুরী।

আটটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেও গ্লস্টারশায়ারে আধিপত্য দেখিয়েছে লেস্টার সিটি। ম্যাচের প্রথম সুযোগেই গোল আদায় করে নিয়ে নিজেদের সহজ জয় নিশ্চিত করে হামজাবাহিনী। চেল্টেনহামের আক্রমণগুলো লেস্টারের জন্য বড় কোনো হুমকি হতে পারেনি। এদিকে, চতুর্থ রাউন্ডে লেস্টারের পরবর্তী প্রতিপক্ষ কে হবে, তা নির্ধারিত হবে আসছে সোমবার।