০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

কারওয়ান বাজারে ব্যবসায়ীদের লাঠিমিছিল, ধাওয়া-পাল্টাধাওয়ায়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪০:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / 157

ছবি সংগৃহীত

 

রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। পরে ব্যবসায়ী ও হামলাকারীদের মধ্যে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার সৃষ্টি হয়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কারওয়ান বাজার সংলগ্ন কাঁচামালের আড়ত এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, চাঁদাবাজির প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন চলাকালে হঠাৎ একদল দুর্বৃত্ত সেখানে হামলা চালায়। হামলার পর বিক্ষুব্ধ ব্যবসায়ীরা লাঠিসোঁটা নিয়ে প্রতিরোধ গড়ে তুললে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় বিক্ষোভকারীরা ‘চাঁদাবাজের আস্তানা ভেঙে দাও’, ‘এই বাংলায় চাঁদাবাজের ঠাঁই নেই’—এমন নানা স্লোগান দেন। ব্যবসায়ীরা অভিযোগ করেন, স্থানীয় চাঁদাবাজ আব্দুর রহমানের লোকজনই তাদের মানববন্ধনে হামলা চালিয়েছে।

ব্যবসায়ীদের আরও অভিযোগ, হামলার সময় ঘটনাস্থলের কাছেই পুলিশের সদস্যরা উপস্থিত থাকলেও দুর্বৃত্তরা হামলা চালাতে পিছপা হয়নি। পরে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে হামলাকারীদের প্রতিহত করেন।

ঘটনার বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা বলেন, সকালে কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীরা মানববন্ধন করছিলেন। এ সময় একটি পক্ষ বাধা দিলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

কারওয়ান বাজারে ব্যবসায়ীদের লাঠিমিছিল, ধাওয়া-পাল্টাধাওয়ায়

আপডেট সময় ০৫:৪০:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

 

রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। পরে ব্যবসায়ী ও হামলাকারীদের মধ্যে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার সৃষ্টি হয়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কারওয়ান বাজার সংলগ্ন কাঁচামালের আড়ত এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, চাঁদাবাজির প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন চলাকালে হঠাৎ একদল দুর্বৃত্ত সেখানে হামলা চালায়। হামলার পর বিক্ষুব্ধ ব্যবসায়ীরা লাঠিসোঁটা নিয়ে প্রতিরোধ গড়ে তুললে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় বিক্ষোভকারীরা ‘চাঁদাবাজের আস্তানা ভেঙে দাও’, ‘এই বাংলায় চাঁদাবাজের ঠাঁই নেই’—এমন নানা স্লোগান দেন। ব্যবসায়ীরা অভিযোগ করেন, স্থানীয় চাঁদাবাজ আব্দুর রহমানের লোকজনই তাদের মানববন্ধনে হামলা চালিয়েছে।

ব্যবসায়ীদের আরও অভিযোগ, হামলার সময় ঘটনাস্থলের কাছেই পুলিশের সদস্যরা উপস্থিত থাকলেও দুর্বৃত্তরা হামলা চালাতে পিছপা হয়নি। পরে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে হামলাকারীদের প্রতিহত করেন।

ঘটনার বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা বলেন, সকালে কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীরা মানববন্ধন করছিলেন। এ সময় একটি পক্ষ বাধা দিলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।