সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

- আপডেট সময় ১২:৩৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- / 41
চার দিনের সরকারি সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাত একটায় তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নিতে দাভোসের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সফর শেষে ২৫ জানুয়ারি দেশে ফিরবেন তিনি।
গতকাল (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
তিনি জানান, সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ড. ইউনূস দাভোসে ফোরামের সাইডলাইনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সঙ্গে বৈঠক করবেন। এর মধ্যে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া, তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ডসহ বিভিন্ন সংস্থার প্রধান ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। আন্তর্জাতিক গণমাধ্যমেও তার সাক্ষাৎকার দেওয়ার পরিকল্পনা রয়েছে।