১০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন ৬ কোটি টন ধ্বংসস্তূপের নিচে গা*জা, অপসারণে লাগবে কমপক্ষে সাত বছর ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে কঠোর ট্রাম্প: বিরোধী দেশে শুল্ক আরোপের হুমকি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে অপ্রয়োজনীয় বিমান সরিয়ে নেওয়া হচ্ছে গাজা প্রশাসনের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন বেসামরিক কমিটি গঠন গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন বিবেচনা করছে জার্মানি

জিকে শামীম অর্থ পাচার মামলায় খালাস, বা ১০ বছরের সাজা বাতিল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / 103

ছবি: সংগৃহীত

 

টাকা বিদেশে পাচারের অভিযোগে দায়ের করা মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা জিকে শামীমকে খালাস দিয়েছেন হাইকোর্ট।১৯৫ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ১০ বছরের কারাদণ্ড দণ্ডিত হয়েছিলেন তিনি। একইসঙ্গে চার বছরের সাজা পাওয়া তার সাত দেহরক্ষীও একই মামলায় খালাস পেয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো. যাবিদ হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

বিজ্ঞাপন

খালাসপ্রাপ্ত সাত দেহরক্ষী হলেন: মো. দেলোয়ার হোসেন, মো. মোরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম ওরফে শরীফ, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন এবং মো. আনিছুল ইসলাম।

এর আগে, ঢাকার বিশেষ জজ আদালত-১০ গত বছরের ১৭ জুলাই জিকে শামীমকে ১০ বছরের কারাদণ্ড ও সাত দেহরক্ষীকে চার বছরের করে কারাদণ্ড দেন। একইসঙ্গে তাদের সম্মিলিতভাবে তিন কোটি ৮৩ লাখ ৩৫ হাজার ৮১৪ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সাজা ঘোষণা করেন আদালত।

সেই রায়ে জিকে শামীমের ব্যাংক হিসাব ও জব্দ সম্পদ অবমুক্ত করার আদেশও দেওয়া হয়।

পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা। হাইকোর্টে শুনানিতে তাদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস, পারভেজ হোসেন, জাহিদ হোসেন দোলন, জোবায়ের হোসেন সজিব ও জিয়াউর রশিদ টিপু।

আইনজীবী পারভেজ হোসেন জানিয়েছেন, হাইকোর্টে করা আপিল মঞ্জুর করে সব আসামিকে খালাস দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

জিকে শামীম অর্থ পাচার মামলায় খালাস, বা ১০ বছরের সাজা বাতিল

আপডেট সময় ০৭:৩৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

 

টাকা বিদেশে পাচারের অভিযোগে দায়ের করা মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা জিকে শামীমকে খালাস দিয়েছেন হাইকোর্ট।১৯৫ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ১০ বছরের কারাদণ্ড দণ্ডিত হয়েছিলেন তিনি। একইসঙ্গে চার বছরের সাজা পাওয়া তার সাত দেহরক্ষীও একই মামলায় খালাস পেয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো. যাবিদ হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

বিজ্ঞাপন

খালাসপ্রাপ্ত সাত দেহরক্ষী হলেন: মো. দেলোয়ার হোসেন, মো. মোরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম ওরফে শরীফ, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন এবং মো. আনিছুল ইসলাম।

এর আগে, ঢাকার বিশেষ জজ আদালত-১০ গত বছরের ১৭ জুলাই জিকে শামীমকে ১০ বছরের কারাদণ্ড ও সাত দেহরক্ষীকে চার বছরের করে কারাদণ্ড দেন। একইসঙ্গে তাদের সম্মিলিতভাবে তিন কোটি ৮৩ লাখ ৩৫ হাজার ৮১৪ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সাজা ঘোষণা করেন আদালত।

সেই রায়ে জিকে শামীমের ব্যাংক হিসাব ও জব্দ সম্পদ অবমুক্ত করার আদেশও দেওয়া হয়।

পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা। হাইকোর্টে শুনানিতে তাদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস, পারভেজ হোসেন, জাহিদ হোসেন দোলন, জোবায়ের হোসেন সজিব ও জিয়াউর রশিদ টিপু।

আইনজীবী পারভেজ হোসেন জানিয়েছেন, হাইকোর্টে করা আপিল মঞ্জুর করে সব আসামিকে খালাস দেওয়া হয়েছে।