ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আওয়ামী লীগের আমলে ব্যাংকের ৮০ শতাংশ অর্থ পাচার হয়ে গেছে অর্থ উপদেষ্টা রেলপথ গুলোকে নতুন করে ঢেলে সাজাতে চায় সরকার আরো ১৪ রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা কুষ্টিয়ায় হত্যা মামলার আসামি ধরতে গিয়ে গোয়েন্দা পুলিশের ওপর হামলা, এসআই গুরুতর আহত নোয়াখালীতে ৬ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় নিশ্চিত করতেই চার্জশীট দিতে দেরী হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভারত নদীর পাড়ে,জঙ্গলে মানুষ ফেলে যাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ লোহাগড়ায় সাপের কামড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সকল পাবলিক পরীক্ষার খাতা দেখা থেকে ৮ শিক্ষককে আজীবনের জন্য অব্যাহতি

“মিরপুরের উইকেট নিয়ে লিটনের ভিন্ন সুর”

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / 6

ছবি: সংগৃহীত

 

সম্প্রতি শেষ হওয়া সিরিজে মিরপুর শেরে-ই-বাংলার উইকেট নিয়ে নানা আলোচনা ও বিতর্ক দেখা গেছে। সিরিজের শুরুতেই পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন প্রথম ম্যাচের পর সংবাদ সম্মেলনে মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা করেন।

গতকাল তৃতীয় ও শেষ ম্যাচের পর পাকিস্তান দলের অধিনায়ক সালমান আগা বলেন, এমন ধরনের উইকেট আসন্ন এশিয়া কাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য উপযোগী নয়—এভাবেই প্রকাশ করেন নিজের অসন্তোষ।

অন্যদিকে, বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস উইকেট নিয়ে উল্টো মত দেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “না, উইকেটটি ভালো ছিল। আগের দুটি ম্যাচের তুলনায় এই উইকেট অনেক বেশি ব্যাটিং সহায়ক ছিল।”

তিনি আরও বলেন, “আমাদের বোলিং ইউনিট চমৎকার করেছে। আমি মনে করি, ১৮০ রানের লক্ষ্য তাড়া করার মতো পরিস্থিতি ছিল। তবে ব্যাটাররা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেনি।”

লিটন উদাহরণ টেনে বলেন, “সেন্ট ভিনসেন্টে সদ্য সমাপ্ত বিশ্বকাপে একই রকম উইকেটে খেলেছি। সেখানে ১৩০ বা ১৪০ রানের স্কোরও বড় মনে হয়েছে। ক্রিকেটে এমন দিন আসবেই। একজন খেলোয়াড় হিসেবে আমাদের সেসব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে জানতে হবে।”

তিনি বলেন, “প্রথম দুই ম্যাচে আমরা মানিয়ে নিয়েছিলাম, ওরা পারেনি। আজকে উল্টোটা হয়েছে—ওরা ভালো খেলেছে, আমরা পারিনি।”

টপ অর্ডারের ব্যর্থতা নিয়ে প্রশ্নে লিটন বলেন, “এটাকে আমি কোনো দুঃসংবাদ মনে করি না, বরং আমরা ভালো ক্রিকেট খেলিনি। আগের চার ম্যাচে আমাদের টপ অর্ডারে কেউ না কেউ রান করেছে। শুধু শেষ ম্যাচেই ব্যাটিং ব্যর্থ হয়েছে।”

তিনি যোগ করেন, “ক্রিকেট এমন একটা খেলা যেখানে কাউকে এককভাবে দোষারোপ করা উচিত নয়। প্রত্যেকেই সুযোগ পেলে ভালো পারফরম্যান্স করতে হবে। আজকের উইকেট আসলে বেশ ভালো ছিল, তবে ব্যাটিং ইউনিট ভালো খেলতে পারেনি।”

অবশেষে, এই ধরনের উইকেট ভবিষ্যতের টুর্নামেন্টগুলোতে কাজে লাগবে কি না—এমন প্রশ্নে লিটনের জবাব, “নিশ্চয়ই, এমন উইকেটে খেলে গেলে তা আমাদের ব্যাটিং ও বোলিং—দুই ক্ষেত্রেই উপকারে আসবে। আমি মনে করি এটা সাহায্য করবে।”

বিষয় :

নিউজটি শেয়ার করুন

“মিরপুরের উইকেট নিয়ে লিটনের ভিন্ন সুর”

আপডেট সময় ১১:৪৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

 

সম্প্রতি শেষ হওয়া সিরিজে মিরপুর শেরে-ই-বাংলার উইকেট নিয়ে নানা আলোচনা ও বিতর্ক দেখা গেছে। সিরিজের শুরুতেই পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন প্রথম ম্যাচের পর সংবাদ সম্মেলনে মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা করেন।

গতকাল তৃতীয় ও শেষ ম্যাচের পর পাকিস্তান দলের অধিনায়ক সালমান আগা বলেন, এমন ধরনের উইকেট আসন্ন এশিয়া কাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য উপযোগী নয়—এভাবেই প্রকাশ করেন নিজের অসন্তোষ।

অন্যদিকে, বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস উইকেট নিয়ে উল্টো মত দেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “না, উইকেটটি ভালো ছিল। আগের দুটি ম্যাচের তুলনায় এই উইকেট অনেক বেশি ব্যাটিং সহায়ক ছিল।”

তিনি আরও বলেন, “আমাদের বোলিং ইউনিট চমৎকার করেছে। আমি মনে করি, ১৮০ রানের লক্ষ্য তাড়া করার মতো পরিস্থিতি ছিল। তবে ব্যাটাররা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেনি।”

লিটন উদাহরণ টেনে বলেন, “সেন্ট ভিনসেন্টে সদ্য সমাপ্ত বিশ্বকাপে একই রকম উইকেটে খেলেছি। সেখানে ১৩০ বা ১৪০ রানের স্কোরও বড় মনে হয়েছে। ক্রিকেটে এমন দিন আসবেই। একজন খেলোয়াড় হিসেবে আমাদের সেসব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে জানতে হবে।”

তিনি বলেন, “প্রথম দুই ম্যাচে আমরা মানিয়ে নিয়েছিলাম, ওরা পারেনি। আজকে উল্টোটা হয়েছে—ওরা ভালো খেলেছে, আমরা পারিনি।”

টপ অর্ডারের ব্যর্থতা নিয়ে প্রশ্নে লিটন বলেন, “এটাকে আমি কোনো দুঃসংবাদ মনে করি না, বরং আমরা ভালো ক্রিকেট খেলিনি। আগের চার ম্যাচে আমাদের টপ অর্ডারে কেউ না কেউ রান করেছে। শুধু শেষ ম্যাচেই ব্যাটিং ব্যর্থ হয়েছে।”

তিনি যোগ করেন, “ক্রিকেট এমন একটা খেলা যেখানে কাউকে এককভাবে দোষারোপ করা উচিত নয়। প্রত্যেকেই সুযোগ পেলে ভালো পারফরম্যান্স করতে হবে। আজকের উইকেট আসলে বেশ ভালো ছিল, তবে ব্যাটিং ইউনিট ভালো খেলতে পারেনি।”

অবশেষে, এই ধরনের উইকেট ভবিষ্যতের টুর্নামেন্টগুলোতে কাজে লাগবে কি না—এমন প্রশ্নে লিটনের জবাব, “নিশ্চয়ই, এমন উইকেটে খেলে গেলে তা আমাদের ব্যাটিং ও বোলিং—দুই ক্ষেত্রেই উপকারে আসবে। আমি মনে করি এটা সাহায্য করবে।”