ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মশার উপদ্রব থেকে বাঁচার সহজ ও ঘরোয়া উপায় ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৬ জন হত্যা ও খুন মামলাসহ পুরনো মামলা দ্রুত নিষ্পত্তি হবে: অ্যাটর্নি জেনারেল বিদেশফেরত রংমিস্ত্রি থেকে সফল কৃষি উদ্যোক্তা: আফজাল শেখের রাম্বুটান বিপ্লব কলটি বিবিসি উদ্ধার করেনি, এটা ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি: চিফ প্রসিকিউটর ১ লাখ শিক্ষক নিয়োগে পুলিশের ভেরিফিকেশন: শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা দুর্নীতিবাজ, দখলদার ও চাঁদাবাজদের না বলুন, যারা ওদের পক্ষে তাঁদের বয়কট করুন: নাহিদ ইসলাম রাজস্থানে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত: নিহত দুই পাইলট বাগেরহাটে ডাকাতিকৃত মালামাল সহ ৭ ডাকাত আটক বাংলাদেশ-চীন-পাকিস্তান ঘনিষ্ঠতায় নিরাপত্তা নিয়ে উদ্বেগে ভারতীয় প্রতিরক্ষা প্রধান

চীন সফরে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমিরসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩১:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 5

ছবি সংগৃহীত

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছে। চীন সরকারের আমন্ত্রণে আগামী ১১ থেকে ১৫ জুলাই পর্যন্ত এই সফর অনুষ্ঠিত হবে।

বুধবার (৯ জুলাই) জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফরে অংশ নেবে।

দলটির বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৯ সদস্য বিশিষ্ট একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীন সরকারের আমন্ত্রণে আগামী ১১ থেকে ১৫ জুলাই চীন সফর করবে ইনশাআল্লাহ।”

চীন সফরের আগেই বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাস জামায়াত প্রতিনিধিদলের সম্মানে একটি সংবর্ধনার আয়োজন করে। মঙ্গলবার (৮ জুলাই) রাতে রাজধানী ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মান্যবর মি. ইয়াও ওয়েন।

সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সদস্যরা চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আঞ্চলিক স্থিতিশীলতা ও দ্বিপাক্ষিক সহযোগিতা বিষয়ে আলোচনায় অংশ নেন বলে জানা গেছে।

চীন সরকারের আমন্ত্রণে জামায়াতের এই সফর রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতের এমন উচ্চপর্যায়ের সফরকে অনেকেই গুরুত্ব সহকারে দেখছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় কৌশলগত সম্পর্ক জোরদারে চীন বেশ সক্রিয় ভূমিকা পালন করছে। এরই অংশ হিসেবে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নিয়মিত সংলাপ ও যোগাযোগ রাখছে দেশটি। জামায়াতে ইসলামীর এই সফর সেই ধারাবাহিকতারই অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

চীন সফরে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমিরসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

আপডেট সময় ০২:৩১:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছে। চীন সরকারের আমন্ত্রণে আগামী ১১ থেকে ১৫ জুলাই পর্যন্ত এই সফর অনুষ্ঠিত হবে।

বুধবার (৯ জুলাই) জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফরে অংশ নেবে।

দলটির বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৯ সদস্য বিশিষ্ট একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীন সরকারের আমন্ত্রণে আগামী ১১ থেকে ১৫ জুলাই চীন সফর করবে ইনশাআল্লাহ।”

চীন সফরের আগেই বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাস জামায়াত প্রতিনিধিদলের সম্মানে একটি সংবর্ধনার আয়োজন করে। মঙ্গলবার (৮ জুলাই) রাতে রাজধানী ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মান্যবর মি. ইয়াও ওয়েন।

সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সদস্যরা চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আঞ্চলিক স্থিতিশীলতা ও দ্বিপাক্ষিক সহযোগিতা বিষয়ে আলোচনায় অংশ নেন বলে জানা গেছে।

চীন সরকারের আমন্ত্রণে জামায়াতের এই সফর রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতের এমন উচ্চপর্যায়ের সফরকে অনেকেই গুরুত্ব সহকারে দেখছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় কৌশলগত সম্পর্ক জোরদারে চীন বেশ সক্রিয় ভূমিকা পালন করছে। এরই অংশ হিসেবে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নিয়মিত সংলাপ ও যোগাযোগ রাখছে দেশটি। জামায়াতে ইসলামীর এই সফর সেই ধারাবাহিকতারই অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।