জাতীয় ঐকমত্য গঠনে রাজনৈতিক দলের ভূমিকা জরুরি: বদিউল আলম

- আপডেট সময় ০৪:৩৬:২১ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
- / 3
জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐকমত্যের ঘাটতি রয়েছে। অনেক রাজনৈতিক দল আদর্শের কাছাকাছিও নেই। তবে, মতের ও আদর্শের পার্থক্য থাকা সত্ত্বেও যদি রাজনৈতিক দলগুলো কাঁধে কাঁধ মিলিয়ে একটি যৌথ ঐকমত্যে পৌঁছাতে পারে, তাহলে শেখ হাসিনার শাসন পরবর্তী যে সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে, তা বাস্তবে রূপ নেয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।
শনিবার (৫ জুলাই) সকালে নারায়ণগঞ্জের চাষাঢ়ার একটি কনভেনশন সেন্টারে সুজন নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ শীর্ষক জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা বিষয়ক নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন।
ড. বদিউল আলম মজুমদার আরও বলেন, দেশের রাজনৈতিক দলগুলো যদি কিছু মৌলিক বিষয়ের ওপর একমত হয়ে একটি জাতীয় সনদ প্রণয়ন করে এবং তাতে স্বাক্ষর করে, তাহলে সেই ভিত্তিতে অদূর ভবিষ্যতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, তার মাধ্যমে গঠিত সরকার স্বৈরাচারের পুনঃপ্রবর্তন রোধ করতে সক্ষম হবে। তিনি বলেন, ‘সম্ভাবনার এই দ্বার খুলেছে এক সাগর রক্তের বিনিময়ে, তাই তা রক্ষার দায়িত্ব সবার।’
অনুষ্ঠানে সুজনের কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেন, জনগণের সচেতনতা ও সংগঠিত ভূমিকা ছাড়া গণতন্ত্রকে সুরক্ষা দেয়া সম্ভব নয়। জমির উদ্দিন সরকার এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বিও নিজেদের বক্তব্যে রাজনৈতিক সংস্কৃতি, নাগরিক দায়িত্ব ও অংশগ্রহণমূলক গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরেন।
সুজন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ধীমান সাহা জুয়েল বলেন, সুস্থ রাজনৈতিক চর্চা ও জনগণের সক্রিয় ভূমিকা ছাড়া গণতন্ত্রের শিকড় দৃঢ় হয় না।
নাগরিক সংলাপে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে একটি ন্যায্য ও সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থার পথে জাতীয় ঐকমত্য গঠনের প্রয়োজনীয়তার কথা জোরালোভাবে উঠে আসে। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।