ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ডিএমপির ট্রাফিক বিভাগের দুই দিনে ৩,৬২২ মামলা চাঁদপুরে সেরা সাঁতারু বাছাইয়ে ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত, অংশগ্রহণ ২ শতাধিক সাঁতারু ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত অন্তত ১৫ জন আশুরা আমাদের সত্য ও ন্যায়ের পথে সাহস জোগায়: প্রধান উপদেষ্টা হাতিরঝিলে ‘এগিয়ে বাংলাদেশ’ দৌড় প্রতিযোগিতা, অংশগ্রহণে ৮০০ প্রতিযোগী ইসলামবিরোধী কার্যকলাপে কঠোর অবস্থানের হুঁশিয়ারি খেলাফত আমিরের শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতা, ২৪৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ জামালপুরে নগর মাতৃসদনে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যু, আটক ২ নার্স দেশে করোনায় ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬ আওয়ামী নেতাদের দমন-পীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান

নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতা করাও অপরাধের শামিল : অ্যাটর্নি জেনারেল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 2

ছবি সংগৃহীত

 

 

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগকে কোনোভাবে সহযোগিতা করা অপরাধের শামিল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শনিবার (৫ জুলাই) সকালে গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। একইসঙ্গে আওয়ামী লীগকে ‘নিষিদ্ধ সংগঠন’ আখ্যা দিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, “এই নিষিদ্ধ সত্তাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা সহযোগিতা করছে, তারাও অপরাধী হিসেবে গণ্য হবে।”

রাজনৈতিক অঙ্গনের বিভাজন প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা মতপার্থক্য থাকলেও দেশে ফ্যাসিস্ট শক্তির পুনরাবির্ভাবের কোনো আশঙ্কা নেই।

সংবিধান প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, “সংবিধান নতুন করে লেখা যেতেই পারে। এতে কোনো আপত্তি নেই। তবে আমাদের সংবিধান রক্তের বিনিময়ে অর্জিত, ১৯৭২ সালের সংবিধান। আমি মনে করি, এটি এখনও বিশ্বের অন্যতম উৎকৃষ্ট সংবিধানগুলোর একটি। বিতর্কিত সংশোধনীগুলো বাদ দিয়ে এটিকে আরও আধুনিক ও সময়োপযোগী করা সম্ভব।”

এ সময় সাংবাদিকরা জানতে চান, আসন্ন নির্বাচনের আগে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে কি না। জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, “এটি সরকারের নীতি-নির্ধারণী বিষয়, এ নিয়ে এখনই কোনো মন্তব্য করা সঙ্গত নয়।”

তিনি আরও বলেন, “আইনের শাসন ও গণতন্ত্রের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। তাই আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে কাউকে নির্বাচন থেকে বঞ্চিত করার কোনো ইচ্ছে সরকারের নেই।”

অ্যাটর্নি জেনারেল আশা প্রকাশ করেন, সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং দেশের জনগণ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দল ও প্রার্থীকে মূল্যায়ন করবে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অ্যাটর্নি জেনারেলের বক্তব্যে রাজনৈতিক মাঠের উত্তাপ আরও বাড়তে পারে। বিশেষ করে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

তবে সরকারপক্ষ জানিয়েছে, সবকিছুই সংবিধান ও আইনের আওতায় থেকে বিবেচনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতা করাও অপরাধের শামিল : অ্যাটর্নি জেনারেল

আপডেট সময় ০২:৫৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

 

 

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগকে কোনোভাবে সহযোগিতা করা অপরাধের শামিল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শনিবার (৫ জুলাই) সকালে গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। একইসঙ্গে আওয়ামী লীগকে ‘নিষিদ্ধ সংগঠন’ আখ্যা দিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, “এই নিষিদ্ধ সত্তাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা সহযোগিতা করছে, তারাও অপরাধী হিসেবে গণ্য হবে।”

রাজনৈতিক অঙ্গনের বিভাজন প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা মতপার্থক্য থাকলেও দেশে ফ্যাসিস্ট শক্তির পুনরাবির্ভাবের কোনো আশঙ্কা নেই।

সংবিধান প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, “সংবিধান নতুন করে লেখা যেতেই পারে। এতে কোনো আপত্তি নেই। তবে আমাদের সংবিধান রক্তের বিনিময়ে অর্জিত, ১৯৭২ সালের সংবিধান। আমি মনে করি, এটি এখনও বিশ্বের অন্যতম উৎকৃষ্ট সংবিধানগুলোর একটি। বিতর্কিত সংশোধনীগুলো বাদ দিয়ে এটিকে আরও আধুনিক ও সময়োপযোগী করা সম্ভব।”

এ সময় সাংবাদিকরা জানতে চান, আসন্ন নির্বাচনের আগে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে কি না। জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, “এটি সরকারের নীতি-নির্ধারণী বিষয়, এ নিয়ে এখনই কোনো মন্তব্য করা সঙ্গত নয়।”

তিনি আরও বলেন, “আইনের শাসন ও গণতন্ত্রের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। তাই আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে কাউকে নির্বাচন থেকে বঞ্চিত করার কোনো ইচ্ছে সরকারের নেই।”

অ্যাটর্নি জেনারেল আশা প্রকাশ করেন, সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং দেশের জনগণ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দল ও প্রার্থীকে মূল্যায়ন করবে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অ্যাটর্নি জেনারেলের বক্তব্যে রাজনৈতিক মাঠের উত্তাপ আরও বাড়তে পারে। বিশেষ করে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

তবে সরকারপক্ষ জানিয়েছে, সবকিছুই সংবিধান ও আইনের আওতায় থেকে বিবেচনা করা হবে।