ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ডিএমপির ট্রাফিক বিভাগের দুই দিনে ৩,৬২২ মামলা চাঁদপুরে সেরা সাঁতারু বাছাইয়ে ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত, অংশগ্রহণ ২ শতাধিক সাঁতারু ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত অন্তত ১৫ জন আশুরা আমাদের সত্য ও ন্যায়ের পথে সাহস জোগায়: প্রধান উপদেষ্টা হাতিরঝিলে ‘এগিয়ে বাংলাদেশ’ দৌড় প্রতিযোগিতা, অংশগ্রহণে ৮০০ প্রতিযোগী ইসলামবিরোধী কার্যকলাপে কঠোর অবস্থানের হুঁশিয়ারি খেলাফত আমিরের শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতা, ২৪৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ জামালপুরে নগর মাতৃসদনে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যু, আটক ২ নার্স দেশে করোনায় ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬ আওয়ামী নেতাদের দমন-পীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান

পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না: সচিবের হুঁশিয়ারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪২:৫২ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 3

ধন্যবাদ ।

 

পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।

শনিবার (৫ জুলাই) সকালে রাজধানীর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের পাশে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরুর আগে তিনি এ কথা বলেন। সচিব আরও জানান, ডেঙ্গু প্রতিরোধ এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া জানান, ওয়ার্ডভিত্তিক মনিটরিং টিম গঠন করা হয়েছে এবং প্রয়োজন হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘বিশেষ করে নির্মাণাধীন ভবনগুলোতে পানি জমে থাকার ঝুঁকি বেশি থাকে, তাই সেগুলোতেও নজরদারি বাড়ানো হবে।’

তিনি আরও জানান, জনসচেতনতা বৃদ্ধির জন্য র‍্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে। জনগণকে নিজ নিজ বাসাবাড়ি, আঙ্গিনা এবং আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

এরপরই র‍্যালি বের করা হয় এবং শুরু হয় মশক নিধন কার্যক্রম। এ সময় মশার স্প্রে ছিটানো হয়, ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং জমে থাকা পানি অপসারণের ব্যবস্থা নেওয়া হয়, যাতে এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করা যায়।

সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে নগরবাসীর সক্রিয় সহযোগিতা প্রয়োজন। শুধু সরকারি সংস্থার একক প্রচেষ্টা যথেষ্ট নয়, বরং সকলকে স্বেচ্ছায় পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত হতে হবে। নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে অভিযান চালানোর পাশাপাশি স্কুল, কলেজ ও স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে সচেতনতামূলক কর্মসূচিও চালানো হবে।

সচিব রেজাউল মাকছুদ জাহেদী বলেন, ‘পরিচ্ছন্নতা কার্যক্রমে কোনো অবহেলা বরদাশত করা হবে না। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ডেঙ্গু প্রতিরোধে সরকারের এ ধরনের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারাও। তাদের আশা, এই অভিযান চলমান থাকলে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না: সচিবের হুঁশিয়ারি

আপডেট সময় ১২:৪২:৫২ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

 

পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।

শনিবার (৫ জুলাই) সকালে রাজধানীর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের পাশে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরুর আগে তিনি এ কথা বলেন। সচিব আরও জানান, ডেঙ্গু প্রতিরোধ এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া জানান, ওয়ার্ডভিত্তিক মনিটরিং টিম গঠন করা হয়েছে এবং প্রয়োজন হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘বিশেষ করে নির্মাণাধীন ভবনগুলোতে পানি জমে থাকার ঝুঁকি বেশি থাকে, তাই সেগুলোতেও নজরদারি বাড়ানো হবে।’

তিনি আরও জানান, জনসচেতনতা বৃদ্ধির জন্য র‍্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে। জনগণকে নিজ নিজ বাসাবাড়ি, আঙ্গিনা এবং আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

এরপরই র‍্যালি বের করা হয় এবং শুরু হয় মশক নিধন কার্যক্রম। এ সময় মশার স্প্রে ছিটানো হয়, ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং জমে থাকা পানি অপসারণের ব্যবস্থা নেওয়া হয়, যাতে এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করা যায়।

সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে নগরবাসীর সক্রিয় সহযোগিতা প্রয়োজন। শুধু সরকারি সংস্থার একক প্রচেষ্টা যথেষ্ট নয়, বরং সকলকে স্বেচ্ছায় পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত হতে হবে। নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে অভিযান চালানোর পাশাপাশি স্কুল, কলেজ ও স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে সচেতনতামূলক কর্মসূচিও চালানো হবে।

সচিব রেজাউল মাকছুদ জাহেদী বলেন, ‘পরিচ্ছন্নতা কার্যক্রমে কোনো অবহেলা বরদাশত করা হবে না। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ডেঙ্গু প্রতিরোধে সরকারের এ ধরনের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারাও। তাদের আশা, এই অভিযান চলমান থাকলে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।