ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাপানের সহায়তা ও বিনিয়োগে জোর দিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান সংস্কার সহায়তায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি, দ্রুত নির্বাচনের আশা: পররাষ্ট্র উপদেষ্টা চলতি ২০২৫-২৬ অর্থবছর শেষে দেশে খাদ্য মজুদ বেড়েছে: প্রেস উইং সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১,৪৪৩ যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী ঘোষণা ব্রিটিশ পার্লামেন্টের বিচার ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে ঐকমত্য তৈরি হয়েছে: জামায়াতে নায়েবে আমির তিন দফা দাবিতে উত্তাল রুয়েট নওগাঁর পোরশা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত নতুন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক, থাকছে ঋণ গ্রহীতাদের জন্য সুখবর সুনামগঞ্জে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যানকে‘অবিলম্বে’ পদত্যাগের আহ্বান ট্রাম্পের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 0

ছবি সংগৃহীত

 

 

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলকে ‘অবিলম্বে’ পদত্যাগের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বুধবার (২ জুলাই) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, “দেরি হয়ে যাচ্ছে, পাওয়েলকে দ্রুত পদত্যাগ করতে হবে।” এর আগেও তিনি একাধিকবার পাওয়েলকে পদত্যাগের জন্য চাপ দিয়েছেন।

এছাড়া ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির পরিচালক বিল পুল্টও এক্সে (পূর্বের টুইটার) এক পোস্টে জেরোম পাওয়েলের কর্মকাণ্ডের তদন্তের আহ্বান জানান। তিনি দাবি করেন, ওয়াশিংটন ডিসির ফেডারেল রিজার্ভ সদর দফতরের সংস্কার নিয়ে পাওয়েল রাজনৈতিকভাবে পক্ষপাতিত্ব করেছেন এবং বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছেন।

প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে জেরোম পাওয়েলকে ফেডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। তবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর তিনি বারবার সুদের হার কমানোর আহ্বান জানান। কিন্তু ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখে। বর্তমানে সুদের হার ৪.২৫ থেকে ৪.৫ শতাংশের মধ্যে রয়েছে।

ফেডের ব্যাখ্যায় বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি মূল্যস্ফীতি ও বেকারত্বের ঝুঁকি তৈরি করেছে এবং মার্কিন অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়িয়েছে।

ট্রাম্প চলতি সপ্তাহেই আবারও পাওয়েলকে চিঠি দিয়ে সুদের হার আরও কমানোর দাবি তোলেন। তার মতে, ফেডের অতিরিক্ত সতর্কতা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ব্যাহত করছে এবং মুদ্রাস্ফীতির আশঙ্কা অতিরঞ্জিত।

তবে ট্রাম্পের চাপের পরও সুদের হার কমানোর কোনো পদক্ষেপ নেননি পাওয়েল। ট্রাম্পের মতে, তার পদত্যাগেই এ সমস্যার সমাধান সম্ভব।

বিবিসি জানায়, ট্রাম্পের পোস্টের পর এ বিষয়ে জানতে ফেডারেল রিজার্ভের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানটি কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে, পাওয়েলের পদত্যাগের সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। বছরের শুরুতে এক বক্তব্যে তিনি স্পষ্ট করেন, প্রেসিডেন্ট তাকে পদত্যাগ করতে বললেও তিনি পদত্যাগ করবেন না। কারণ, আইনের বিধান অনুযায়ী প্রেসিডেন্টের তাকে অপসারণের ক্ষমতা নেই।

খবরঃ আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যানকে‘অবিলম্বে’ পদত্যাগের আহ্বান ট্রাম্পের

আপডেট সময় ০১:৫২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

 

 

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলকে ‘অবিলম্বে’ পদত্যাগের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বুধবার (২ জুলাই) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, “দেরি হয়ে যাচ্ছে, পাওয়েলকে দ্রুত পদত্যাগ করতে হবে।” এর আগেও তিনি একাধিকবার পাওয়েলকে পদত্যাগের জন্য চাপ দিয়েছেন।

এছাড়া ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির পরিচালক বিল পুল্টও এক্সে (পূর্বের টুইটার) এক পোস্টে জেরোম পাওয়েলের কর্মকাণ্ডের তদন্তের আহ্বান জানান। তিনি দাবি করেন, ওয়াশিংটন ডিসির ফেডারেল রিজার্ভ সদর দফতরের সংস্কার নিয়ে পাওয়েল রাজনৈতিকভাবে পক্ষপাতিত্ব করেছেন এবং বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছেন।

প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে জেরোম পাওয়েলকে ফেডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। তবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর তিনি বারবার সুদের হার কমানোর আহ্বান জানান। কিন্তু ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখে। বর্তমানে সুদের হার ৪.২৫ থেকে ৪.৫ শতাংশের মধ্যে রয়েছে।

ফেডের ব্যাখ্যায় বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি মূল্যস্ফীতি ও বেকারত্বের ঝুঁকি তৈরি করেছে এবং মার্কিন অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়িয়েছে।

ট্রাম্প চলতি সপ্তাহেই আবারও পাওয়েলকে চিঠি দিয়ে সুদের হার আরও কমানোর দাবি তোলেন। তার মতে, ফেডের অতিরিক্ত সতর্কতা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ব্যাহত করছে এবং মুদ্রাস্ফীতির আশঙ্কা অতিরঞ্জিত।

তবে ট্রাম্পের চাপের পরও সুদের হার কমানোর কোনো পদক্ষেপ নেননি পাওয়েল। ট্রাম্পের মতে, তার পদত্যাগেই এ সমস্যার সমাধান সম্ভব।

বিবিসি জানায়, ট্রাম্পের পোস্টের পর এ বিষয়ে জানতে ফেডারেল রিজার্ভের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানটি কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে, পাওয়েলের পদত্যাগের সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। বছরের শুরুতে এক বক্তব্যে তিনি স্পষ্ট করেন, প্রেসিডেন্ট তাকে পদত্যাগ করতে বললেও তিনি পদত্যাগ করবেন না। কারণ, আইনের বিধান অনুযায়ী প্রেসিডেন্টের তাকে অপসারণের ক্ষমতা নেই।

খবরঃ আল জাজিরা