ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাপানের সহায়তা ও বিনিয়োগে জোর দিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান সংস্কার সহায়তায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি, দ্রুত নির্বাচনের আশা: পররাষ্ট্র উপদেষ্টা চলতি ২০২৫-২৬ অর্থবছর শেষে দেশে খাদ্য মজুদ বেড়েছে: প্রেস উইং সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১,৪৪৩ যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী ঘোষণা ব্রিটিশ পার্লামেন্টের বিচার ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে ঐকমত্য তৈরি হয়েছে: জামায়াতে নায়েবে আমির তিন দফা দাবিতে উত্তাল রুয়েট নওগাঁর পোরশা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত নতুন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক, থাকছে ঋণ গ্রহীতাদের জন্য সুখবর সুনামগঞ্জে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

রাশিয়ায় আরও ৩০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: ইউক্রেনের গোয়েন্দা দাবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 2

ছবি সংগৃহীত

 

 

ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাশিয়ার সমর্থনে লড়াই করতে উত্তর কোরিয়া ২৫ থেকে ৩০ হাজার অতিরিক্ত সেনা রাশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছে। এ পদক্ষেপের মাধ্যমে ইউক্রেন সীমান্তে রুশ বাহিনীর শক্তি তিনগুণ বাড়ানোর কৌশল নিয়েছে পিয়ংইয়ং।

সিএনএনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই এই সেনারা রাশিয়ায় পৌঁছাতে পারে। এর আগে ২০২৪ সালের নভেম্বরে উত্তর কোরিয়া গোপনে ১১ হাজার সেনা রাশিয়ায় পাঠিয়েছিল। তারা মূলত রুশ ভূখণ্ডের কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশ ঠেকাতে সহায়তা করেছিল। পশ্চিমা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ওই সময় প্রায় চার হাজার উত্তর কোরিয়ান সেনা নিহত ও আহত হয়।

প্রতিবেদনটি আরও জানায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় উত্তর কোরিয়ান এই বাহিনীকে প্রয়োজনীয় অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জাম সরবরাহ করতে প্রস্তুত রয়েছে। এমনকি তাদের রুশ সামরিক ইউনিটে একীভূত করারও পরিকল্পনা করছে মস্কো।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, রাশিয়া অধিকৃত ইউক্রেনের বিভিন্ন এলাকায় উত্তর কোরিয়ার সেনারা সরাসরি যুদ্ধে অংশ নিতে পারে, বিশেষ করে রাশিয়ার বড় ধরনের সামরিক অভিযানের সময়।

এদিকে রুশ সামরিক বিমানগুলোকে সেনা পরিবহনের জন্য উপযোগী করে তোলা হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর ফলে উত্তর কোরিয়ার দক্ষিণ-পশ্চিম সীমান্ত দিয়ে সাইবেরিয়া হয়ে বিপুল সংখ্যক সেনা রাশিয়ায় আনা সম্ভব হবে।

উত্তর কোরিয়ার সুনান বিমানবন্দর এবং রাশিয়ার একটি বন্দরনগরীতে সৈন্য পরিবহনের জন্য ব্যবহৃত জাহাজ ও কার্গো বিমানের উপস্থিতি ধরা পড়েছে স্যাটেলাইট চিত্রে। বিশেষজ্ঞদের মতে, এটি নতুন করে সেনা মোতায়েনের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।

২০২৪ সালের শরতে রাশিয়ায় প্রথম দফায় ১১ হাজার উত্তর কোরিয়ান সেনা পাঠানোর ঘটনা গোপন থাকলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২৫ সালের এপ্রিলের শেষ দিকে প্রকাশ্যে বিষয়টি স্বীকার করেন।

সূত্র: সিএনএন

নিউজটি শেয়ার করুন

রাশিয়ায় আরও ৩০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: ইউক্রেনের গোয়েন্দা দাবি

আপডেট সময় ১০:৫৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

 

 

ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাশিয়ার সমর্থনে লড়াই করতে উত্তর কোরিয়া ২৫ থেকে ৩০ হাজার অতিরিক্ত সেনা রাশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছে। এ পদক্ষেপের মাধ্যমে ইউক্রেন সীমান্তে রুশ বাহিনীর শক্তি তিনগুণ বাড়ানোর কৌশল নিয়েছে পিয়ংইয়ং।

সিএনএনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই এই সেনারা রাশিয়ায় পৌঁছাতে পারে। এর আগে ২০২৪ সালের নভেম্বরে উত্তর কোরিয়া গোপনে ১১ হাজার সেনা রাশিয়ায় পাঠিয়েছিল। তারা মূলত রুশ ভূখণ্ডের কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশ ঠেকাতে সহায়তা করেছিল। পশ্চিমা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ওই সময় প্রায় চার হাজার উত্তর কোরিয়ান সেনা নিহত ও আহত হয়।

প্রতিবেদনটি আরও জানায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় উত্তর কোরিয়ান এই বাহিনীকে প্রয়োজনীয় অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জাম সরবরাহ করতে প্রস্তুত রয়েছে। এমনকি তাদের রুশ সামরিক ইউনিটে একীভূত করারও পরিকল্পনা করছে মস্কো।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, রাশিয়া অধিকৃত ইউক্রেনের বিভিন্ন এলাকায় উত্তর কোরিয়ার সেনারা সরাসরি যুদ্ধে অংশ নিতে পারে, বিশেষ করে রাশিয়ার বড় ধরনের সামরিক অভিযানের সময়।

এদিকে রুশ সামরিক বিমানগুলোকে সেনা পরিবহনের জন্য উপযোগী করে তোলা হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর ফলে উত্তর কোরিয়ার দক্ষিণ-পশ্চিম সীমান্ত দিয়ে সাইবেরিয়া হয়ে বিপুল সংখ্যক সেনা রাশিয়ায় আনা সম্ভব হবে।

উত্তর কোরিয়ার সুনান বিমানবন্দর এবং রাশিয়ার একটি বন্দরনগরীতে সৈন্য পরিবহনের জন্য ব্যবহৃত জাহাজ ও কার্গো বিমানের উপস্থিতি ধরা পড়েছে স্যাটেলাইট চিত্রে। বিশেষজ্ঞদের মতে, এটি নতুন করে সেনা মোতায়েনের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।

২০২৪ সালের শরতে রাশিয়ায় প্রথম দফায় ১১ হাজার উত্তর কোরিয়ান সেনা পাঠানোর ঘটনা গোপন থাকলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২৫ সালের এপ্রিলের শেষ দিকে প্রকাশ্যে বিষয়টি স্বীকার করেন।

সূত্র: সিএনএন