০৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
শিরোনাম :
কেনিয়ায় ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ১২ জনের সবাই নিহত হওয়ার আশঙ্কা ইলন মাস্কের নতুন উদ্যোগ — এআই-চালিত “Grokipedia” চালু বিপুল সংখ্যক জামিন দেওয়ায় ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি নির্বাচনে প্রতি কেন্দ্রে আনসার থাকবে ১৩ জন: স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনা হবে: আমীর খসরু শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ পারমাণবিক চালিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার ঘোষণা পুতিনের নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার।

দুর্নীতি বন্ধের দাবি: ফাওজুল কবির খানের মন্তব্য

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • / 86

ছবি সংগৃহীত

 

দেশের রাজনীতিবিদ কিংবা আমলাদের কেউই দুর্নীতি বন্ধের ক্ষেত্রে আন্তরিক নন—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তাঁর ভাষায়, অপচয়ের শেষ নেই; ভবিষ্যতে যাতে এসব পুনরাবৃত্তি না ঘটে, সে দিকেই দৃষ্টি দেওয়া হচ্ছে।

শুক্রবার ঢাকার সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ অর্থনৈতিক সমিতির বাজেট–পরবর্তী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অপচয়, দুর্নীতি ও অদক্ষতাই বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রধান বাধা। উদাহরণ টেনে জানান, মাত্র একজন মন্ত্রীর সুবিধার জন্য পানির উৎস থেকে ছয় কিলোমিটার দূরে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে; আবার অপ্রয়োজনীয় সড়ক নির্মাণে রাষ্ট্রের বিপুল অর্থ নষ্ট হয়েছে।

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের লক্ষ্য সম্পর্কে ফাওজুল কবির খান বলেন, ‘আমরা আত্মীয়স্বজনকে নিয়োগ বা ব্যবসায়িক সুবিধা না দিয়ে এমন দৃষ্টান্ত স্থাপন করতে চাই, যা ভবিষ্যতে ইতিবাচক উদাহরণ হিসেবে থাকবে।’

বিদ্যুৎখাত–সংক্রান্ত আলোচনায় তিনি জানান, দেশীয় গ্যাসের মজুত কমে আসায় আমদানিকৃত এলএনজির ওপর নির্ভরতা বাড়ছে—যার ফলে সরকারকে বিপুল ভর্তুকি দিতে হচ্ছে। এই চাপ কমাতে সব সরকারি ভবনের ছাদে সৌর প্যানেল বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যা জাতীয় গ্রিডে সংযুক্ত করা যাবে। বেসরকারি খাতের ছাদেও সৌরশক্তি স্থাপন করে অন্তত ২,০০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ করার সুযোগ আছে বলে মনে করেন তিনি।

সমিতির সদস্যসচিব হেলাল উদ্দিন অনুষ্ঠানে বলেন, বাংলাদেশ অর্থনৈতিক সমিতি ভবিষ্যতে দেশের অর্থনৈতিক বিতর্ক ও বিকল্প ভাবনার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হবে, যেখানে বিভিন্ন ইস্যুতে পক্ষে–বিপক্ষে যুক্তিসম্মত আলোচনা চালানো হবে—কোনো নির্দিষ্ট পক্ষের পক্ষপাত ছাড়াই।

 

নিউজটি শেয়ার করুন

দুর্নীতি বন্ধের দাবি: ফাওজুল কবির খানের মন্তব্য

আপডেট সময় ০৫:১৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

 

দেশের রাজনীতিবিদ কিংবা আমলাদের কেউই দুর্নীতি বন্ধের ক্ষেত্রে আন্তরিক নন—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তাঁর ভাষায়, অপচয়ের শেষ নেই; ভবিষ্যতে যাতে এসব পুনরাবৃত্তি না ঘটে, সে দিকেই দৃষ্টি দেওয়া হচ্ছে।

শুক্রবার ঢাকার সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ অর্থনৈতিক সমিতির বাজেট–পরবর্তী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অপচয়, দুর্নীতি ও অদক্ষতাই বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রধান বাধা। উদাহরণ টেনে জানান, মাত্র একজন মন্ত্রীর সুবিধার জন্য পানির উৎস থেকে ছয় কিলোমিটার দূরে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে; আবার অপ্রয়োজনীয় সড়ক নির্মাণে রাষ্ট্রের বিপুল অর্থ নষ্ট হয়েছে।

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের লক্ষ্য সম্পর্কে ফাওজুল কবির খান বলেন, ‘আমরা আত্মীয়স্বজনকে নিয়োগ বা ব্যবসায়িক সুবিধা না দিয়ে এমন দৃষ্টান্ত স্থাপন করতে চাই, যা ভবিষ্যতে ইতিবাচক উদাহরণ হিসেবে থাকবে।’

বিদ্যুৎখাত–সংক্রান্ত আলোচনায় তিনি জানান, দেশীয় গ্যাসের মজুত কমে আসায় আমদানিকৃত এলএনজির ওপর নির্ভরতা বাড়ছে—যার ফলে সরকারকে বিপুল ভর্তুকি দিতে হচ্ছে। এই চাপ কমাতে সব সরকারি ভবনের ছাদে সৌর প্যানেল বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যা জাতীয় গ্রিডে সংযুক্ত করা যাবে। বেসরকারি খাতের ছাদেও সৌরশক্তি স্থাপন করে অন্তত ২,০০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ করার সুযোগ আছে বলে মনে করেন তিনি।

সমিতির সদস্যসচিব হেলাল উদ্দিন অনুষ্ঠানে বলেন, বাংলাদেশ অর্থনৈতিক সমিতি ভবিষ্যতে দেশের অর্থনৈতিক বিতর্ক ও বিকল্প ভাবনার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হবে, যেখানে বিভিন্ন ইস্যুতে পক্ষে–বিপক্ষে যুক্তিসম্মত আলোচনা চালানো হবে—কোনো নির্দিষ্ট পক্ষের পক্ষপাত ছাড়াই।