ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন ইউক্রেন যুদ্ধ সমাধানে ফিলিস্তিনের পশ্চিম তীর মডেলের প্রস্তাব ডিএমপি আবারো রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে যান চলাচল বন্ধ, যমুনা সেতুতে শিক্ষার্থীদের ব্লকেড ঢাকা-খুলনা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কারখানায় রাশিয়ার হামলা নির্বাচন ফেব্রুয়ারি মাস যেন ক্রস না করে : শামসুজ্জামান দুদু ভোলাগঞ্জে সাদা পাথর লুট: দায়ীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট, শুনানি ১৭ আগস্ট ত্রিদেশীয় জয় শেষে ইংল্যান্ড সফরে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল

টেক্সাসে ভয়াবহ আকস্মিক বন্যায় ১০ জনের প্রাণহানি, নিখোঁজ একাধিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 40

ছবি সংগৃহীত

 

 

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় টেক্সাস অঙ্গরাজ্যে টানা ভারি বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। এ ঘটনায় এখনো একাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে টেক্সাসের সান অ্যান্টোনিও শহরে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। অল্প সময়ের মধ্যেই সড়কগুলো পানিতে তলিয়ে যায়। সৃষ্ট প্রবল জলপ্রবাহে অনেক গাড়ি রাস্তায় থেকে ছিটকে গিয়ে পাশের খালের তলদেশে গিয়ে পড়ে।

স্থানীয় সংবাদমাধ্যম কেইএনএস৫ এক প্রতিবেদনে জানিয়েছে, সান অ্যান্টোনিও ফায়ার ডিপার্টমেন্ট অন্তত চারজন নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলে উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে শতাধিক কর্মী।

শুক্রবার দুপুর নাগাদ শহর কর্তৃপক্ষ মৃতের সংখ্যা ১০ জনে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে। সান অ্যান্টোনিওর মেয়র রন নরেনবার্গ এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে বলেন, “এই সপ্তাহের আকস্মিক বন্যায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। যারা এখনো নিখোঁজ, তাদের স্বজনদের পাশে আছি।”

তিনি আরও বলেন, “বিপর্যয়ের মুহূর্তে প্রতিকার ও উদ্ধারকাজে যুক্ত আমাদের প্রথম সাড়া-দানকারী (First Responders) সদস্যদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

শহর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, বন্যা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৭০টিরও বেশি জলাবদ্ধ এলাকা থেকে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়াও ১৬টি উচ্চ ঝুঁকিপূর্ণ পানিবাহিত ঘটনার তদন্ত করা হয়েছে।

এদিকে আবহাওয়াবিদ ও জলবায়ু বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন যে, জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার ও অন্যান্য মানবসৃষ্ট কারণে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ঘটছে। এর ফলে অতিবৃষ্টি, তীব্র তাপপ্রবাহ ও আকস্মিক বন্যার মতো চরম আবহাওয়া দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে।

সূত্র: এএফপি

নিউজটি শেয়ার করুন

টেক্সাসে ভয়াবহ আকস্মিক বন্যায় ১০ জনের প্রাণহানি, নিখোঁজ একাধিক

আপডেট সময় ০১:১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

 

 

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় টেক্সাস অঙ্গরাজ্যে টানা ভারি বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। এ ঘটনায় এখনো একাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে টেক্সাসের সান অ্যান্টোনিও শহরে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। অল্প সময়ের মধ্যেই সড়কগুলো পানিতে তলিয়ে যায়। সৃষ্ট প্রবল জলপ্রবাহে অনেক গাড়ি রাস্তায় থেকে ছিটকে গিয়ে পাশের খালের তলদেশে গিয়ে পড়ে।

স্থানীয় সংবাদমাধ্যম কেইএনএস৫ এক প্রতিবেদনে জানিয়েছে, সান অ্যান্টোনিও ফায়ার ডিপার্টমেন্ট অন্তত চারজন নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলে উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে শতাধিক কর্মী।

শুক্রবার দুপুর নাগাদ শহর কর্তৃপক্ষ মৃতের সংখ্যা ১০ জনে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে। সান অ্যান্টোনিওর মেয়র রন নরেনবার্গ এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে বলেন, “এই সপ্তাহের আকস্মিক বন্যায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। যারা এখনো নিখোঁজ, তাদের স্বজনদের পাশে আছি।”

তিনি আরও বলেন, “বিপর্যয়ের মুহূর্তে প্রতিকার ও উদ্ধারকাজে যুক্ত আমাদের প্রথম সাড়া-দানকারী (First Responders) সদস্যদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

শহর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, বন্যা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৭০টিরও বেশি জলাবদ্ধ এলাকা থেকে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়াও ১৬টি উচ্চ ঝুঁকিপূর্ণ পানিবাহিত ঘটনার তদন্ত করা হয়েছে।

এদিকে আবহাওয়াবিদ ও জলবায়ু বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন যে, জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার ও অন্যান্য মানবসৃষ্ট কারণে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ঘটছে। এর ফলে অতিবৃষ্টি, তীব্র তাপপ্রবাহ ও আকস্মিক বন্যার মতো চরম আবহাওয়া দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে।

সূত্র: এএফপি