ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই চ্যাটবট নিয়ে গুরুতর তথ্য ফাঁস স্বীকার করল মেটা নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক সংগ্রাম-শ্রদ্ধা-ভালোবাসায় ৮১ বছরে খালেদা জিয়া রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র খুলছে লিথুয়ানিয়া এআই–ভিত্তিক হার্ডওয়্যারে বড় উদ্যোগ নিচ্ছে অ্যাপল জেরুজালেমকে চিরতরে ছিনিয়ে নিতে ই-ওয়ান বসতি প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ সিরিয়ার পুনর্গঠনে ইদলিব হবে কেন্দ্রবিন্দু: প্রেসিডেন্ট শারআ নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন

কাশ্মীর সংকটে হস্তক্ষেপে আগ্রহী ট্রাম্প, ভারত-পাকিস্তানের সঙ্গে কাজ করার আহ্বান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 30

ছবি সংগৃহীত

 

কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছিল। ভূস্বর্গখ্যাত এই অঞ্চল নিয়ে দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র একাধিকবার মুখোমুখি হয়েছে যুদ্ধের। গত মাসে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, দুই দেশের জনগণ পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়ে।

চারদিন ধরে চলা পাল্টাপাল্টি হামলার পর অবশেষে ইসলামাবাদ ও নয়াদিল্লি সাময়িকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই অবস্থায় কাশ্মীর সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (১১ মে) নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, “এখনই আগ্রাসন থামানো উচিত। দুই দেশের নেতারা যে তা বুঝতে পেরেছেন, এতে আমি গর্বিত। এই সংঘাতে বহু নিরীহ প্রাণ ঝরে যেত। কিন্তু তারা যেভাবে এগিয়ে এসে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।”

ট্রাম্প আরও বলেন, “কাশ্মীর নিয়ে কয়েক দশক ধরে চলা সমস্যার একটি স্থায়ী সমাধান খুঁজতে আমি ভারত ও পাকিস্তান দুই দেশের সঙ্গেই কাজ করতে আগ্রহী। এই উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র যে ভূমিকা রেখেছে, সে বিষয়ে আমি গর্ব অনুভব করছি।”

পোস্টে ট্রাম্প বাণিজ্যিক সম্পর্ক নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, “যদিও এখনো কোনো আলোচনা হয়নি, তবে আমি এই দুটি দেশের সঙ্গেই উল্লেখযোগ্যভাবে বাণিজ্য বৃদ্ধি করতে যাচ্ছি।”

তবে ট্রাম্পের এই মধ্যস্থতার প্রস্তাবে ভারত কিংবা পাকিস্তান এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। বিশেষজ্ঞদের মতে, বিষয়টি ভারতের জন্য কিছুটা অস্বস্তিকর হতে পারে। কারণ, কাশ্মীর ইস্যুতে ভারতের দীর্ঘদিনের নীতি হলো কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।

কাশ্মীর সংকটে সাময়িক শান্তি এলেও, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনার পেছনের শিকড় বহু গভীরে। আর তাই, একটি স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে হলে কূটনৈতিক পরিসরে আরও আন্তরিক উদ্যোগ প্রয়োজন।

সূত্র: টিআরটি

 

নিউজটি শেয়ার করুন

কাশ্মীর সংকটে হস্তক্ষেপে আগ্রহী ট্রাম্প, ভারত-পাকিস্তানের সঙ্গে কাজ করার আহ্বান

আপডেট সময় ০৩:৩২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

 

কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছিল। ভূস্বর্গখ্যাত এই অঞ্চল নিয়ে দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র একাধিকবার মুখোমুখি হয়েছে যুদ্ধের। গত মাসে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, দুই দেশের জনগণ পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়ে।

চারদিন ধরে চলা পাল্টাপাল্টি হামলার পর অবশেষে ইসলামাবাদ ও নয়াদিল্লি সাময়িকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই অবস্থায় কাশ্মীর সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (১১ মে) নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, “এখনই আগ্রাসন থামানো উচিত। দুই দেশের নেতারা যে তা বুঝতে পেরেছেন, এতে আমি গর্বিত। এই সংঘাতে বহু নিরীহ প্রাণ ঝরে যেত। কিন্তু তারা যেভাবে এগিয়ে এসে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।”

ট্রাম্প আরও বলেন, “কাশ্মীর নিয়ে কয়েক দশক ধরে চলা সমস্যার একটি স্থায়ী সমাধান খুঁজতে আমি ভারত ও পাকিস্তান দুই দেশের সঙ্গেই কাজ করতে আগ্রহী। এই উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র যে ভূমিকা রেখেছে, সে বিষয়ে আমি গর্ব অনুভব করছি।”

পোস্টে ট্রাম্প বাণিজ্যিক সম্পর্ক নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, “যদিও এখনো কোনো আলোচনা হয়নি, তবে আমি এই দুটি দেশের সঙ্গেই উল্লেখযোগ্যভাবে বাণিজ্য বৃদ্ধি করতে যাচ্ছি।”

তবে ট্রাম্পের এই মধ্যস্থতার প্রস্তাবে ভারত কিংবা পাকিস্তান এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। বিশেষজ্ঞদের মতে, বিষয়টি ভারতের জন্য কিছুটা অস্বস্তিকর হতে পারে। কারণ, কাশ্মীর ইস্যুতে ভারতের দীর্ঘদিনের নীতি হলো কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।

কাশ্মীর সংকটে সাময়িক শান্তি এলেও, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনার পেছনের শিকড় বহু গভীরে। আর তাই, একটি স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে হলে কূটনৈতিক পরিসরে আরও আন্তরিক উদ্যোগ প্রয়োজন।

সূত্র: টিআরটি