ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানে ধ/র্ষ/ণে/র দায়ে ৩ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর শ্রমিকদের কঠোর পরিশ্রম ও অবদানে দেশ এগিয়ে যাচ্ছে: প্রাণিসম্পদ উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে আগামী দিনের লক্ষ্য: জামায়াত আমির মানবাধিকারের পক্ষে থাকুন, ঘেটো বানাবেন না: তথ্য উপদেষ্টা ইরানে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২১ জন নিহত, আহত অন্তত ২৯ শিশুদের মাঝে গড়ে তুলতে হবে পরিবেশ সচেতনতা: রিজওয়ানা হাসান বাংলাদেশে মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের নতুন মিশন চালু: প্রেস উইং দেশজুড়ে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯৪ জন আর কোনো ‘গডফাদার’ বাংলাদেশে সৃষ্টি হতে দেওয়া হবে না: হুঁশিয়ারি নাহিদ ইসলামের শ্রমিকদের কালো তালিকাভুক্ত করার অধিকার নেই মালিকদের: শ্রম উপদেষ্টা

কাশ্মীর সীমান্তে রাতভর গোলাগুলি, পাকিস্তানি হামলায় ভারতীয় চেকপোস্ট ধ্বংস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / 32

ছবি সংগৃহীত

 

কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে রাতভর তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারতীয় সেনাবাহিনীর একাধিক চেকপোস্ট ও বাঙ্কার ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। বুধবার (৩০ এপ্রিল) পাকিস্তান সেনাবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সেনারা বিনা উসকানিতে ছোট অস্ত্র দিয়ে গুলি চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করলে পাল্টা জবাবে পাকিস্তান সেনাবাহিনী তীব্র গোলাবর্ষণ শুরু করে। এর জেরে নিয়ন্ত্রণ রেখার কিয়ানি ও মন্ডল সেক্টরে উভয় পক্ষের মধ্যে রাতভর গোলাগুলি চলে।

জিও নিউজ জানিয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমন প্রেক্ষাপটে পাকিস্তান দাবি করে, ২৯ থেকে ৩০ এপ্রিল গভীর রাতে চালানো প্রতিশোধমূলক হামলায় ভারতীয় সেনাবাহিনীর একটি চেকপোস্ট ধ্বংস করে দেওয়া হয়েছে।

নিরাপত্তা সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি আরও জানায়, পাক বাহিনীর অভিযানে জম্মু ও কাশ্মীরের ‘চকপুত্র পোস্ট’-সহ বেশ কয়েকটি ভারতীয় বাঙ্কার কার্যকরভাবে ধ্বংস হয়। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা ভারতীয় হুমকিকে প্রতিহত করে অপারেশনাল প্রস্তুতির যথার্থতা প্রমাণ করেছে।

দেশটির সেনাবাহিনীর সূত্রগুলো জানায়, সীমান্তে প্রতিক্রিয়া ছিল ‘দ্রুত ও পরিমিত’। পাকিস্তান সব সময় দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও দাবি করা হয়।

এদিকে, প্রতিবেদনটিতে আরও বলা হয় যে ভারত সীমান্তবর্তী এলাকাগুলো খালি করে ফেলছে এবং কাশ্মীরি মুসলমানদের ওপর নিপীড়ন চালিয়ে যাচ্ছে। পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেন, এসব উসকানিমূলক পদক্ষেপ নয়াদিল্লির যুদ্ধপ্রবণ আচরণের ইঙ্গিত দেয় এবং পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে।

কাশ্মীর পরিস্থিতি ঘিরে নতুন করে দুই দেশের মধ্যে যে উত্তেজনার আগুন জ্বলছে, তা দুই প্রতিবেশীর ভবিষ্যৎ সম্পর্কের ওপর গাঢ় ছায়া ফেলছে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

নিউজটি শেয়ার করুন

কাশ্মীর সীমান্তে রাতভর গোলাগুলি, পাকিস্তানি হামলায় ভারতীয় চেকপোস্ট ধ্বংস

আপডেট সময় ১০:০৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

 

কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে রাতভর তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারতীয় সেনাবাহিনীর একাধিক চেকপোস্ট ও বাঙ্কার ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। বুধবার (৩০ এপ্রিল) পাকিস্তান সেনাবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সেনারা বিনা উসকানিতে ছোট অস্ত্র দিয়ে গুলি চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করলে পাল্টা জবাবে পাকিস্তান সেনাবাহিনী তীব্র গোলাবর্ষণ শুরু করে। এর জেরে নিয়ন্ত্রণ রেখার কিয়ানি ও মন্ডল সেক্টরে উভয় পক্ষের মধ্যে রাতভর গোলাগুলি চলে।

জিও নিউজ জানিয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমন প্রেক্ষাপটে পাকিস্তান দাবি করে, ২৯ থেকে ৩০ এপ্রিল গভীর রাতে চালানো প্রতিশোধমূলক হামলায় ভারতীয় সেনাবাহিনীর একটি চেকপোস্ট ধ্বংস করে দেওয়া হয়েছে।

নিরাপত্তা সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি আরও জানায়, পাক বাহিনীর অভিযানে জম্মু ও কাশ্মীরের ‘চকপুত্র পোস্ট’-সহ বেশ কয়েকটি ভারতীয় বাঙ্কার কার্যকরভাবে ধ্বংস হয়। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা ভারতীয় হুমকিকে প্রতিহত করে অপারেশনাল প্রস্তুতির যথার্থতা প্রমাণ করেছে।

দেশটির সেনাবাহিনীর সূত্রগুলো জানায়, সীমান্তে প্রতিক্রিয়া ছিল ‘দ্রুত ও পরিমিত’। পাকিস্তান সব সময় দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও দাবি করা হয়।

এদিকে, প্রতিবেদনটিতে আরও বলা হয় যে ভারত সীমান্তবর্তী এলাকাগুলো খালি করে ফেলছে এবং কাশ্মীরি মুসলমানদের ওপর নিপীড়ন চালিয়ে যাচ্ছে। পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেন, এসব উসকানিমূলক পদক্ষেপ নয়াদিল্লির যুদ্ধপ্রবণ আচরণের ইঙ্গিত দেয় এবং পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে।

কাশ্মীর পরিস্থিতি ঘিরে নতুন করে দুই দেশের মধ্যে যে উত্তেজনার আগুন জ্বলছে, তা দুই প্রতিবেশীর ভবিষ্যৎ সম্পর্কের ওপর গাঢ় ছায়া ফেলছে বলে আশঙ্কা বিশ্লেষকদের।