ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কচুরিপানার নিচে শিশুর মরদেহ জয়পুরহাটে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু সারাদেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২১ জন সিলেট-সুনামগঞ্জ সীমান্ত ৫৫ বাংলাদেশিকে পুশ-ইন করলো বিএসএফ গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে: অন্তর্বর্তী সরকার ট্রাম্প প্রশাসন পুড়িয়ে ফেলছে ৫০০ টন জরুরি খাদ্য গোপালগঞ্জ যেন মুজিববাদীদের ঘাঁটি না হয়ে ওঠে: ঘোষণা নাহিদ ইসলামের গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মশাল মিছিল ও দেশব্যাপী ব্লকেড কর্মসূচির ডাক এনসিপির উত্তেজনায় রণক্ষেত্রে পরিণত গোপালগঞ্জ, ১৪৪ ধারা জারি মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা রাজনৈতিক নয়, ব্যক্তিগত ও ব্যবসায়িক দ্বন্দ্বে: ডিএমপি

রসুনের ভালো ফলনেও লোকসানের শঙ্কায় খানসামার কৃষকরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / 46

ছবি সংগৃহীত

 

দিনাজপুরের খানসামা উপজেলায় রসুনের ভালো ফলন হলেও কাঙ্ক্ষিত লাভের মুখ দেখার আশায় ভরসা পাচ্ছেন না কৃষকরা। তাদের অভিযোগ, উৎপাদন খরচের তুলনায় বাজারদর এতটাই কম যে লোকসানের মুখোমুখি হতে হচ্ছে।

কৃষকরা জানান, প্রতি কেজি রসুন ৭০ থেকে ৯০ টাকায় বিক্রি হলেও সার, বীজ, কীটনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির কারণে উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। ফলে লাভ তো দূরের কথা, নিজেদের মূলধন ফেরত পেতেও বিপাকে পড়ছেন তারা।

দক্ষিণ আগ্রা এলাকার চাষিরা বলেন, রসুন মাঠ থেকে সংগ্রহের পরপরই ন্যূনতম দামে বিক্রি করতে হয়, অথচ পরে বাজারদর বাড়ে। এতে মূলত মধ্যস্বত্বভোগীরা লাভবান হয়, কৃষকের ভাগ্যে জোটে হতাশা। কৃষকদের দাবি, রসুনের ন্যায্য মূল্য নিশ্চিত করতে দ্রুত উদ্যোগ নিতে হবে এবং রপ্তানির সুযোগ তৈরি করতে হবে।

এই পরিস্থিতি উত্তরণে কৃষকরা উৎপাদিত রসুন বিদেশে রপ্তানির ব্যবস্থা করার জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, অভ্যন্তরীণ বাজারের নির্ভরশীলতা কমিয়ে আন্তর্জাতিক বাজারে রসুন বিক্রি করা গেলে কৃষকরা ন্যায্য মূল্য পাবেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, অল্প কিছুদিনের মধ্যে রসুনের বাজারদর বাড়বে বলে আশা করা হচ্ছে। তিনি কৃষকদেরকে পরামর্শ দিয়েছেন, যেন তারা রসুন মজুত করে বাজারের চাহিদা ও দামের পরিস্থিতি বুঝে বিক্রি করেন। এছাড়া মজুতকৃত রসুন বীজ হিসেবেও ব্যবহার করা সম্ভব, যা ভবিষ্যতের জন্য লাভজনক হতে পারে বলে জানান তিনি।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছর দিনাজপুর জেলায় ৩ হাজার ৮৭৬ হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে। এ থেকে প্রায় ৪১ হাজার ৮৫ মেট্রিক টন রসুন উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

চাষিরা এখন অধীর অপেক্ষায় রয়েছেন বাজার কবে তাদের কষ্টের মূল্য দেবে।

নিউজটি শেয়ার করুন

রসুনের ভালো ফলনেও লোকসানের শঙ্কায় খানসামার কৃষকরা

আপডেট সময় ১২:৫৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

 

দিনাজপুরের খানসামা উপজেলায় রসুনের ভালো ফলন হলেও কাঙ্ক্ষিত লাভের মুখ দেখার আশায় ভরসা পাচ্ছেন না কৃষকরা। তাদের অভিযোগ, উৎপাদন খরচের তুলনায় বাজারদর এতটাই কম যে লোকসানের মুখোমুখি হতে হচ্ছে।

কৃষকরা জানান, প্রতি কেজি রসুন ৭০ থেকে ৯০ টাকায় বিক্রি হলেও সার, বীজ, কীটনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির কারণে উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। ফলে লাভ তো দূরের কথা, নিজেদের মূলধন ফেরত পেতেও বিপাকে পড়ছেন তারা।

দক্ষিণ আগ্রা এলাকার চাষিরা বলেন, রসুন মাঠ থেকে সংগ্রহের পরপরই ন্যূনতম দামে বিক্রি করতে হয়, অথচ পরে বাজারদর বাড়ে। এতে মূলত মধ্যস্বত্বভোগীরা লাভবান হয়, কৃষকের ভাগ্যে জোটে হতাশা। কৃষকদের দাবি, রসুনের ন্যায্য মূল্য নিশ্চিত করতে দ্রুত উদ্যোগ নিতে হবে এবং রপ্তানির সুযোগ তৈরি করতে হবে।

এই পরিস্থিতি উত্তরণে কৃষকরা উৎপাদিত রসুন বিদেশে রপ্তানির ব্যবস্থা করার জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, অভ্যন্তরীণ বাজারের নির্ভরশীলতা কমিয়ে আন্তর্জাতিক বাজারে রসুন বিক্রি করা গেলে কৃষকরা ন্যায্য মূল্য পাবেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, অল্প কিছুদিনের মধ্যে রসুনের বাজারদর বাড়বে বলে আশা করা হচ্ছে। তিনি কৃষকদেরকে পরামর্শ দিয়েছেন, যেন তারা রসুন মজুত করে বাজারের চাহিদা ও দামের পরিস্থিতি বুঝে বিক্রি করেন। এছাড়া মজুতকৃত রসুন বীজ হিসেবেও ব্যবহার করা সম্ভব, যা ভবিষ্যতের জন্য লাভজনক হতে পারে বলে জানান তিনি।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছর দিনাজপুর জেলায় ৩ হাজার ৮৭৬ হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে। এ থেকে প্রায় ৪১ হাজার ৮৫ মেট্রিক টন রসুন উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

চাষিরা এখন অধীর অপেক্ষায় রয়েছেন বাজার কবে তাদের কষ্টের মূল্য দেবে।