বন্যা পরিস্থিতিতে বৃহস্পতিবার কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

- আপডেট সময় ০৯:৪৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- / 5
টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন বৃহস্পতিবারের (১০ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এদিন বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ম. শামছুল ইসলাম। তিনি জানান, বন্যা পরিস্থিতির কারণে ফেনী ও নোয়াখালী জেলার বেশ কয়েকটি অঞ্চলে জনদুর্ভোগ বেড়েছে। এসব এলাকার পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সুবিধার কথা বিবেচনা করে পরীক্ষাটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চেয়ারম্যান আরও জানান, কুমিল্লা বোর্ডের আওতায় মোট ছয়টি জেলা থাকলেও ফেনী ও নোয়াখালীতে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বিশেষ করে ফেনীর ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী উপজেলাসহ বিভিন্ন এলাকায় পানি ঢুকে গেছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেও ঢুকেছে বন্যার পানি, ফলে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের যেন ঝুঁকির মুখে পড়তে না হয়, সে কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরীক্ষার পরবর্তী তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। ইতোমধ্যে পরীক্ষা স্থগিত সংক্রান্ত একটি নোটিশ জারির প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, গত কয়েক দিনের টানা বর্ষণে ফেনী ও আশপাশের অঞ্চলে নদী-খাল উপচে পানি লোকালয়ে ঢুকে পড়ে। এতে অনেক এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কার্যত অচল হয়ে পড়েছে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ না করার সম্ভাবনাও রয়েছে বলে বোর্ড সূত্রে জানা গেছে।
শিক্ষার্থীদের বোর্ডের ওয়েবসাইট ও গণমাধ্যমের মাধ্যমে পরীক্ষার নতুন সময়সূচির বিষয়ে আপডেট জানতে বলা হয়েছে।