এইচএসসি পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ৩৩ নির্দেশনা জারি

- আপডেট সময় ০৮:১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / 7
আগামী ২৬ জুন থেকে শুরু হতে যাচ্ছে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শৃঙ্খলাবদ্ধভাবে সম্পন্ন করতে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য ৩৩ দফা নির্দেশনা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড।
শনিবার (২৪ মে) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক নিয়োগ দিতে হবে, তবে প্রতিটি কক্ষে ন্যূনতম দুইজন পরিদর্শক উপস্থিত থাকতে হবে। পরীক্ষাকেন্দ্রে সব ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস নিষিদ্ধ থাকবে এবং ছবি তোলা যাবে না। শুধুমাত্র ভারপ্রাপ্ত কর্মকর্তারা ছবি তোলা যায় না এমন মোবাইল ব্যবহার করতে পারবেন।
পরীক্ষার্থীদের মধ্যে অন্তত তিন ফুট দূরত্ব রেখে আসন বিন্যাস করতে হবে। প্রশ্নপত্র ব্যবস্থাপনায়ও কঠোরতা আরোপ করা হয়েছে—পরীক্ষার দিন সকালে প্রাপ্ত এসএমএস অনুযায়ী নির্ধারিত সেট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে এবং অব্যবহৃত সেট অক্ষত অবস্থায় বোর্ডে ফেরত পাঠাতে হবে।
প্রশ্নপত্র কেন্দ্রে আনার সময় থানার ট্যাগ অফিসার ও পুলিশের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে। পরীক্ষার ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ নিশ্চিত করতে হবে। দেরিতে আসা পরীক্ষার্থীর তথ্য রেজিস্টারে লিপিবদ্ধ করে তা বোর্ডে জমা দিতে হবে।
পরীক্ষাকেন্দ্রের বাইরে ভিড় ও জটলা এড়াতে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে। প্রয়োজনে হ্যান্ড মাইকে প্রচার চালিয়ে জনসচেতনতা বাড়াতে হবে। সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং বোর্ড থেকে সরবরাহকৃত নকল প্রতিরোধ পোস্টার দৃশ্যমান স্থানে টানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রবেশপত্রে ভুল থাকলে চার কর্মদিবসের মধ্যে তা সংশোধনের ব্যবস্থা নিতে হবে। পরীক্ষাকেন্দ্রে শুধুমাত্র এনালগ কাটাযুক্ত ঘড়ি ব্যবহার করা যাবে। বর্ষা মৌসুমে বিদ্যুৎবিভ্রাট ঠেকাতে স্থানীয় বিদ্যুৎ অফিসকে আগাম ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।
পরীক্ষা শেষে উত্তরপত্র যথাযথভাবে গুছিয়ে বোর্ডে পাঠাতে হবে। সিকিউ ও এমসিকিউ আলাদা খামে, ইংরেজি ভার্সনের জন্য পৃথক খাতা ব্যবস্থাপনার বিষয়েও নির্দিষ্ট নির্দেশনা রয়েছে।
পরীক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় অনলাইন তথ্য ব্যবস্থাপনাতেও বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। সর্বশেষে, ২০২৫ সালের পরীক্ষার জন্য নির্ধারিত নীতিমালা কঠোরভাবে অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।