ঢাকা ১১:০৬ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ডিএমপির ট্রাফিক বিভাগের দুই দিনে ৩,৬২২ মামলা চাঁদপুরে সেরা সাঁতারু বাছাইয়ে ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত, অংশগ্রহণ ২ শতাধিক সাঁতারু ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত অন্তত ১৫ জন আশুরা আমাদের সত্য ও ন্যায়ের পথে সাহস জোগায়: প্রধান উপদেষ্টা হাতিরঝিলে ‘এগিয়ে বাংলাদেশ’ দৌড় প্রতিযোগিতা, অংশগ্রহণে ৮০০ প্রতিযোগী ইসলামবিরোধী কার্যকলাপে কঠোর অবস্থানের হুঁশিয়ারি খেলাফত আমিরের শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতা, ২৪৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ জামালপুরে নগর মাতৃসদনে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যু, আটক ২ নার্স দেশে করোনায় ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬ আওয়ামী নেতাদের দমন-পীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান

নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ডিএমপির ট্রাফিক বিভাগের দুই দিনে ৩,৬২২ মামলা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫২:০৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 2

ছবি সংগৃহীত

 

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গত দুই দিনে পরিচালিত এই অভিযানে ৩ হাজার ৬২২টি মামলা করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

শনিবার (৫ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকা মহানগরীর বিভিন্ন সড়কে ট্রাফিক আইন ভঙ্গের ঘটনায় এই মামলাগুলো করা হয়। পাশাপাশি অভিযান চলাকালে ৪৮৪টি যানবাহন ডাম্পিং করা হয় এবং ২১৭টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর সড়ক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলা সকল নাগরিকের দায়িত্ব। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, যান চলাচলের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

সড়কে চলাচলকারী গাড়ির ফিটনেস, লাইসেন্স, রুট পারমিটসহ বিভিন্ন নিয়ম-কানুন পরীক্ষা করে দেখা হচ্ছে এবং কোথাও অনিয়ম পেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিএমপির এক কর্মকর্তা বলেন, “সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক বিভাগের অভিযান আরও কঠোর করা হবে। আইন লঙ্ঘনকারীদের কোন ছাড় দেওয়া হবে না।”

এ ছাড়া রাজধানীতে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সবার প্রতি ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শহরের প্রতিটি সড়কে সুষ্ঠু যানবাহন ব্যবস্থাপনা এবং দুর্ঘটনাজনিত ক্ষতি কমাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ডিএমপির ট্রাফিক বিভাগের দুই দিনে ৩,৬২২ মামলা

আপডেট সময় ০৭:৫২:০৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

 

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গত দুই দিনে পরিচালিত এই অভিযানে ৩ হাজার ৬২২টি মামলা করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

শনিবার (৫ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকা মহানগরীর বিভিন্ন সড়কে ট্রাফিক আইন ভঙ্গের ঘটনায় এই মামলাগুলো করা হয়। পাশাপাশি অভিযান চলাকালে ৪৮৪টি যানবাহন ডাম্পিং করা হয় এবং ২১৭টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর সড়ক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলা সকল নাগরিকের দায়িত্ব। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, যান চলাচলের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

সড়কে চলাচলকারী গাড়ির ফিটনেস, লাইসেন্স, রুট পারমিটসহ বিভিন্ন নিয়ম-কানুন পরীক্ষা করে দেখা হচ্ছে এবং কোথাও অনিয়ম পেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিএমপির এক কর্মকর্তা বলেন, “সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক বিভাগের অভিযান আরও কঠোর করা হবে। আইন লঙ্ঘনকারীদের কোন ছাড় দেওয়া হবে না।”

এ ছাড়া রাজধানীতে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সবার প্রতি ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শহরের প্রতিটি সড়কে সুষ্ঠু যানবাহন ব্যবস্থাপনা এবং দুর্ঘটনাজনিত ক্ষতি কমাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।