রমজানে মধ্যপ্রাচ্যে নিত্যপণ্যের দাম কমলো, থাকছে ৭৫ শতাংশ পর্যন্ত বিশেষ মূল্যছাড়
পবিত্র রমজান উপলক্ষে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যে ব্যাপক মূল্যছাড় দেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে নেওয়া এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য স্বস্তির বার্তা বয়ে এনেছে। সুপারমার্কেট, চেইনশপ থেকে শুরু করে ছোট দোকানগুলোতেও চলছে বিশেষ ছাড়ের প্রতিযোগিতা, যেখানে কোনো কোনো প্রতিষ্ঠান ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যহ্রাস করেছে।
সৌদি আরবে ৯ ফেব্রুয়ারি থেকে রমজান ও ঈদ উপলক্ষে এই ছাড় কার্যকর হয়েছে, যা চলবে ৩ এপ্রিল পর্যন্ত। সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, দেশটির বাণিজ্য মন্ত্রণালয় ছাড়কৃত মূল্যে পণ্য বিক্রির অনুমোদন দিয়েছে। শুধু স্টোর নয়, অনলাইন শপিংয়েও থাকছে এই সুবিধা। ক্যারিফোরসহ বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠান রমজানের জন্য অত্যাবশ্যকীয় ২০০টির বেশি খাদ্যপণ্যে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে, যার মধ্যে রয়েছে ভোজ্যতেল, ওটস, পাস্তা, কফি ইত্যাদি।
কাতারে প্রতিবছর রমজান এলেই সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দেয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। দ্য পেনিনসুলার প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক হাজারের বেশি পণ্যে বিশেষ মূল্যছাড় দিয়েছে, যা রমজান মাসজুড়ে কার্যকর থাকবে। চাল, ময়দা, দুধ, চিনি, মাংস, ডিম, চা, ফল-সবজিসহ নিত্যপণ্য এতে অন্তর্ভুক্ত। একইসঙ্গে দেশটিতে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান বিনামূল্যে খাবার বিতরণ করছে।
সংযুক্ত আরব আমিরাতেও (ইউএই) ব্যাপক মূল্যছাড়ের ঘোষণা এসেছে। খালিজ টাইমসের তথ্য অনুযায়ী, ৬৪৪টি সুপারমার্কেট ১০ হাজার পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। লুলু হাইপারমার্কেট একাই ৫,৫০০ পণ্যে ৬৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিয়েছে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাজার তদারকি করা হবে যাতে কেউ অবৈধভাবে মূল্য বৃদ্ধি করতে না পারে।
রমজানজুড়ে এই মূল্যছাড়ের উদ্যোগ মধ্যপ্রাচ্যের মুসলিম জনগোষ্ঠীর জন্য স্বস্তি এনে দিয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্তদের জন্য এই ছাড় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।