শিরোনাম :
নাইজেরিয়া থেকে আসা বন্দুকধারীদের হামলায় ক্যামেরুনে ৫ সেনা নিহত
নাইজেরিয়া থেকে আসা সশস্ত্র বন্দুকধারীরা ক্যামেরুনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আকওয়ায়া জেলার সীমান্তবর্তী বাকিঞ্জাও গ্রামে হামলা চালিয়ে অন্তত ৫ জন সেনাকে হত্যা করেছে। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় এমপি আকা মার্টিন টায়োগো জানিয়েছেন, শুক্রবার ভোরে নাইজেরিয়ার তারাবা রাজ্য থেকে কয়েকশো সশস্ত্র ফুলানি পশুপালক সীমান্ত অতিক্রম করে ক্যামেরুনের সামরিক পোস্টে হামলা চালায়। টায়োগোর মতে, এর আগের দিন ক্যামেরুন সেনারা কয়েকজন নাইজেরীয় পশুপালককে হত্যা করেছিল, যা এই হামলার পেছনে প্রতিশোধের কারণ বলে ধারণা করা হচ্ছে।
সম্প্রতি নাইজেরিয়ার বন্দুকধারীরা ক্যামেরুনের সীমান্তবর্তী গ্রামগুলোর ভূখণ্ড দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ হামলা সেই ধারাবাহিকতারই অংশ। সীমান্ত এলাকায় উত্তেজনা বাড়ায় দুই দেশের মধ্যে সংঘাতের আশঙ্কা তীব্র হচ্ছে।