ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন ইউক্রেন যুদ্ধ সমাধানে ফিলিস্তিনের পশ্চিম তীর মডেলের প্রস্তাব ডিএমপি আবারো রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে যান চলাচল বন্ধ, যমুনা সেতুতে শিক্ষার্থীদের ব্লকেড ঢাকা-খুলনা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কারখানায় রাশিয়ার হামলা নির্বাচন ফেব্রুয়ারি মাস যেন ক্রস না করে : শামসুজ্জামান দুদু ভোলাগঞ্জে সাদা পাথর লুট: দায়ীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট, শুনানি ১৭ আগস্ট ত্রিদেশীয় জয় শেষে ইংল্যান্ড সফরে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল

মে মাসেই আসতে পারে ঘূর্ণিঝড়, শিলা-বজ্রসহ কালবৈশাখীর আশঙ্কা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / 22

ছবি: সংগৃহীত

 

টানা কয়েকদিনের বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরলেও দেশের ওপর গরমের প্রভাব এখনো টিকে আছে। দেশের অনেক অঞ্চলে তাপমাত্রা এখনো ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে। এই অবস্থার মধ্যেই চলতি মে মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশজুড়ে কালবৈশাখী, বজ্রঝড় ও শিলাবৃষ্টির পূর্বাভাসও দিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে এই মাসে ১ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে ১ বা ২টি নিম্নচাপে পরিণত হয়ে পরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ ছাড়া, এ মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় এবং ৩ থেকে ৫ দিন হালকা ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।

বৃষ্টিপাত নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও ভারি বৃষ্টিপাত হতে পারে, যা নদ-নদীর পানি সমতলে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের নদীগুলোতে পানি সমতল সময়বিশেষে বেড়ে যেতে পারে।

তাপমাত্রা প্রসঙ্গে আবহাওয়া অফিস জানায়, চলতি মাসে দেশের কোথাও কোথাও ১ থেকে ৩ দিন মৃদু (৩৬-৩৭.৯° সে.), মাঝারি (৩৮-৩৯.৯° সে.) এবং ১ থেকে ২ দিন তীব্র (>৪০° সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।

এদিকে দেশের প্রধান নদ-নদীগুলোয় স্বাভাবিক পানি প্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সব মিলিয়ে মে মাসে আবহাওয়ার বৈচিত্র্য থাকবে বেশ উল্লেখযোগ্য। জনগণকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

মে মাসেই আসতে পারে ঘূর্ণিঝড়, শিলা-বজ্রসহ কালবৈশাখীর আশঙ্কা

আপডেট সময় ০২:০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

 

টানা কয়েকদিনের বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরলেও দেশের ওপর গরমের প্রভাব এখনো টিকে আছে। দেশের অনেক অঞ্চলে তাপমাত্রা এখনো ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে। এই অবস্থার মধ্যেই চলতি মে মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশজুড়ে কালবৈশাখী, বজ্রঝড় ও শিলাবৃষ্টির পূর্বাভাসও দিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে এই মাসে ১ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে ১ বা ২টি নিম্নচাপে পরিণত হয়ে পরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ ছাড়া, এ মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় এবং ৩ থেকে ৫ দিন হালকা ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।

বৃষ্টিপাত নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও ভারি বৃষ্টিপাত হতে পারে, যা নদ-নদীর পানি সমতলে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের নদীগুলোতে পানি সমতল সময়বিশেষে বেড়ে যেতে পারে।

তাপমাত্রা প্রসঙ্গে আবহাওয়া অফিস জানায়, চলতি মাসে দেশের কোথাও কোথাও ১ থেকে ৩ দিন মৃদু (৩৬-৩৭.৯° সে.), মাঝারি (৩৮-৩৯.৯° সে.) এবং ১ থেকে ২ দিন তীব্র (>৪০° সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।

এদিকে দেশের প্রধান নদ-নদীগুলোয় স্বাভাবিক পানি প্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সব মিলিয়ে মে মাসে আবহাওয়ার বৈচিত্র্য থাকবে বেশ উল্লেখযোগ্য। জনগণকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।