ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
২১ আগস্ট মামলায় খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু শ্রীমঙ্গলে করলা চাষে বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ জীবন গণতন্ত্রের পথে ঐকমত্য প্রয়োজন, মতপার্থক্য নয়: আলী রীয়াজ মেয়র পদে ইশরাক হোসেনকে বসানো নিয়ে উত্তপ্ত গুলিস্তান, চলছেই লাগাতার অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের হামলার নিন্দা সারজিস আলমের, ‘ধিক্কার জানাই এমন আচরণে’ সিন্ধু চুক্তি ভাঙার চিন্তা করবেন না, নয়াদিল্লিকে হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর বাল্যবিবাহ বিরোধী পোস্টের জেরে প্রাণ গেল তরুণের: গ্রেফতার ৬ জন বাজেটে মৎস্য-প্রাণিসম্পদে বাড়তি ভর্তুকি ও ঋণ সুবিধা চান খাতসংশ্লিষ্টরা কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে ১ বিজিবি সদস্য নিহত, আহত আরো ৪ কোটচাঁদপুরে ট্রেনে অভিযান, ৩ কোটির হেরোইন উদ্ধার
চ্যাম্পিয়নস ট্রফি

চ্যাম্পিয়নস ট্রফিতে আজ হাই ভোল্টেজ ম্যাচ, মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বি ভারত-পাকিস্তান    

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 40

ছবি সংগৃহীত

 

ঘরের মাঠে টুর্নামেন্ট, অথচ ক্রিকেট বাণিজ্যে ভারতের প্রভাবের সামনে পাকিস্তানকে একপ্রকার মাথা নত করতে হয়েছে! পাকিস্তান ক্রিকেট বোর্ড, আয়োজক হলেও, নিজেদের মাঠে ভারতের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছে না। আজ, দুবাইয়ে মুখোমুখি হতে চলেছে পাকিস্তান ও ভারত। এ কারণে তারা সমালোচিত হচ্ছে দেশীয় সমর্থক এবং সাবেক ক্রিকেটারদের কাছে। তবে এসব সমালোচনা শুনতে পাত্তা দেয় না বাবর আজমের দল, যাদের চোখ শুধু জয়ের দিকে।

চ্যাম্পিয়নস ট্রফির টিকেট পেতে পাকিস্তানের জন্য এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১৭ সালে ভারতকে হারিয়ে সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল পাকিস্তান। তারপর থেকে ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচে কোনো জয় নেই তাদের, তবে সামগ্রিক পরিসংখ্যানে এগিয়ে রয়েছে পাকিস্তান, যেখানে ১৩৫ ম্যাচে ৭৩টি জয় তাদের।

ভারত অবশ্য বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী। বিপরীতে, পাকিস্তান নিউজিল্যান্ডের কাছে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করেছে খারাপ অবস্থায়। তবে হারিস রউফ জানিয়েছেন, অতীত ভুলে এখন শুধুই ভারতের বিপক্ষে ম্যাচে মনোযোগী তারা। সেমিফাইনালের পথ বাঁচিয়ে রাখতে জয় খুবই প্রয়োজন তাদের জন্য।

ভারত-পাকিস্তান ম্যাচের আগে কৌশল নিয়ে কথা বলেছেন ভারতের ওপেনার শুভমান গিল। তিনি জানিয়েছেন, “এই ধরনের ম্যাচে চাপ সামলাতে পারাই মূল চ্যালেঞ্জ।” এদিকে, পাকিস্তানের বোলিং শক্তি নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষত, স্পিনারদের নিয়ে কিছুটা অস্বস্তিতে তারা। ভারতের বিপক্ষে পাকিস্তানের সুযোগ কতটা, তা নিয়ে সংশয় রয়েই গেছে।

পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শোয়েব মালিক দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেছেন, “ভারতের বিপক্ষে জয়ের সামর্থ্য রয়েছে, তবে সিনিয়রদের দায়িত্ব নিতে হবে। এই ম্যাচ জিতলে রাতারাতি তারা মহাতারকা হয়ে উঠতে পারে!”

নিউজটি শেয়ার করুন

চ্যাম্পিয়নস ট্রফি

চ্যাম্পিয়নস ট্রফিতে আজ হাই ভোল্টেজ ম্যাচ, মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বি ভারত-পাকিস্তান    

আপডেট সময় ০২:৫১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

 

ঘরের মাঠে টুর্নামেন্ট, অথচ ক্রিকেট বাণিজ্যে ভারতের প্রভাবের সামনে পাকিস্তানকে একপ্রকার মাথা নত করতে হয়েছে! পাকিস্তান ক্রিকেট বোর্ড, আয়োজক হলেও, নিজেদের মাঠে ভারতের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছে না। আজ, দুবাইয়ে মুখোমুখি হতে চলেছে পাকিস্তান ও ভারত। এ কারণে তারা সমালোচিত হচ্ছে দেশীয় সমর্থক এবং সাবেক ক্রিকেটারদের কাছে। তবে এসব সমালোচনা শুনতে পাত্তা দেয় না বাবর আজমের দল, যাদের চোখ শুধু জয়ের দিকে।

চ্যাম্পিয়নস ট্রফির টিকেট পেতে পাকিস্তানের জন্য এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১৭ সালে ভারতকে হারিয়ে সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল পাকিস্তান। তারপর থেকে ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচে কোনো জয় নেই তাদের, তবে সামগ্রিক পরিসংখ্যানে এগিয়ে রয়েছে পাকিস্তান, যেখানে ১৩৫ ম্যাচে ৭৩টি জয় তাদের।

ভারত অবশ্য বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী। বিপরীতে, পাকিস্তান নিউজিল্যান্ডের কাছে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করেছে খারাপ অবস্থায়। তবে হারিস রউফ জানিয়েছেন, অতীত ভুলে এখন শুধুই ভারতের বিপক্ষে ম্যাচে মনোযোগী তারা। সেমিফাইনালের পথ বাঁচিয়ে রাখতে জয় খুবই প্রয়োজন তাদের জন্য।

ভারত-পাকিস্তান ম্যাচের আগে কৌশল নিয়ে কথা বলেছেন ভারতের ওপেনার শুভমান গিল। তিনি জানিয়েছেন, “এই ধরনের ম্যাচে চাপ সামলাতে পারাই মূল চ্যালেঞ্জ।” এদিকে, পাকিস্তানের বোলিং শক্তি নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষত, স্পিনারদের নিয়ে কিছুটা অস্বস্তিতে তারা। ভারতের বিপক্ষে পাকিস্তানের সুযোগ কতটা, তা নিয়ে সংশয় রয়েই গেছে।

পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শোয়েব মালিক দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেছেন, “ভারতের বিপক্ষে জয়ের সামর্থ্য রয়েছে, তবে সিনিয়রদের দায়িত্ব নিতে হবে। এই ম্যাচ জিতলে রাতারাতি তারা মহাতারকা হয়ে উঠতে পারে!”