ঢাকা ০৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
‘নৌকা’ বাদ দিয়ে শাপলা প্রতীক তালিকাভুক্ত করার দাবি এনসিপির মেঘনা তেতুলীয়ার ভাঙ্গনে দিশেহারা কয়েক হাজার মানুষ জবিতে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম সেনাবাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও ২ মাস বাড়াল সরকার গাজার পানির লাইনে ইসরায়েলি ড্রোন হামলায় ৬ শিশুসহ নিহত ১০ বাগেরহাটে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সুন্দরবনে টহল দলের বনকর্মীদের ওপর দুষ্কৃতকারীদের হামলা, আহত ২ পীরগঞ্জে বজ্রঘাতে কৃষকের মৃত্যু বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি কৌতুক অভিনেতা দিলদারের মৃত্যুবার্ষিকী আজ সোহাগ হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

টানা পঞ্চম ম্যাচে জোড়া গোলের কীর্তি, নতুন উচ্চতায় লিওনেল মেসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 4

ছবি সংগৃহীত

 

 

মেজর লিগ সকারে (এমএলএস) প্রতিপক্ষ মানেই লিওনেল মেসির জন্য যেন গোলের উৎসব। আগের চার ম্যাচের ধারাবাহিকতা বজায় রেখে এবারও জোড়া গোল করলেন আর্জেন্টাইন মহাতারকা। এবার তাঁর শিকার ন্যাশভিল। ফ্লোরিডার ফোর্ড লডারডেলের চেজ স্টেডিয়ামে মেসির এই দারুণ নৈপুণ্যে ইন্টার মায়ামি জয় তুলে নেয় ২-১ ব্যবধানে।

মেসি এর আগে জোড়া গোল করেছিলেন মন্ট্রিয়ল, কলম্বাস, আবার মন্ট্রিয়ল ও নিউ ইংল্যান্ড রেভ্যুলুশনের বিপক্ষে। টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে নতুন এক রেকর্ড গড়লেন তিনি এমএলএসে এমন কীর্তি আগে আর কেউ করেননি।

ম্যাচে মেসির প্রথম গোল আসে ১৭তম মিনিটে এক অসাধারণ ফ্রি কিক থেকে। ফাউলের শিকার হয়ে পাওয়া সুযোগে মানবদেয়ালের মাঝ দিয়ে নিচু শটে বল পাঠান গোলকিপারের কাছের পোস্ট দিয়ে, যেন তাঁর সেট-পিস দক্ষতার আরেকটি উজ্জ্বল উদাহরণ।

দ্বিতীয়ার্ধে, ৬২তম মিনিটে মেসির দ্বিতীয় গোলটি আসে ন্যাশভিল গোলরক্ষকের চরম ভুলে। জো উইলিস সতীর্থের ব্যাক পাস পেয়ে তালগোল পাকিয়ে বসেন এবং বল চলে আসে মেসির পায়ে। এত সহজ সুযোগ কি আর হাতছাড়া করেন তিনি? ঠান্ডা মাথায় বল জড়িয়ে দেন জালে।

ন্যাশভিল অবশ্য ম্যাচে একটি গোল শোধ করে ৪৯তম মিনিটে, হ্যানি মুখতারের দারুণ প্রচেষ্টায়। তবে শেষ পর্যন্ত ইন্টার মায়ামি ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে।

এই ম্যাচে জোড়া গোলের পাশাপাশি আরেকটি উল্লেখযোগ্য কীর্তিও গড়েছেন মেসি। তাঁর প্রথম গোলটি ছিল ক্যারিয়ারের ৬৯তম ফ্রি কিক গোল, যা তাঁকে এই তালিকায় চতুর্থ স্থানে তুলে দিয়েছে। পেছনে ফেলেছেন ব্রাজিলিয়ান মার্কোস আসুনসিওকে (৬৮)। মেসির সামনে এখন কেবল জুনিনিও (৭২), রবার্তো দিনামাইট (৭৫) ও মার্সেলিনো কারিওকা (৭৮)।

এই জয়ে লিগে টানা ছয় ম্যাচ অপরাজিত থাকল ইন্টার মায়ামি। ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তারা এখন ইস্টার্ন কনফারেন্সের পঞ্চম স্থানে। ন্যাশভিল আছে তৃতীয় স্থানে, যদিও তারা খেলেছে ৩ ম্যাচ বেশি এবং পেয়েছে ৩ পয়েন্ট বেশি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ২২ ম্যাচে ৪৩।

মেসির এমন পারফরম্যান্স যেন প্রতিটি ম্যাচেই নতুন করে প্রমাণ করছে, বয়স শুধু সংখ্যা ফুটবল মাঠে এখনও তিনিই রাজা।

নিউজটি শেয়ার করুন

টানা পঞ্চম ম্যাচে জোড়া গোলের কীর্তি, নতুন উচ্চতায় লিওনেল মেসি

আপডেট সময় ১১:১১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

 

 

মেজর লিগ সকারে (এমএলএস) প্রতিপক্ষ মানেই লিওনেল মেসির জন্য যেন গোলের উৎসব। আগের চার ম্যাচের ধারাবাহিকতা বজায় রেখে এবারও জোড়া গোল করলেন আর্জেন্টাইন মহাতারকা। এবার তাঁর শিকার ন্যাশভিল। ফ্লোরিডার ফোর্ড লডারডেলের চেজ স্টেডিয়ামে মেসির এই দারুণ নৈপুণ্যে ইন্টার মায়ামি জয় তুলে নেয় ২-১ ব্যবধানে।

মেসি এর আগে জোড়া গোল করেছিলেন মন্ট্রিয়ল, কলম্বাস, আবার মন্ট্রিয়ল ও নিউ ইংল্যান্ড রেভ্যুলুশনের বিপক্ষে। টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে নতুন এক রেকর্ড গড়লেন তিনি এমএলএসে এমন কীর্তি আগে আর কেউ করেননি।

ম্যাচে মেসির প্রথম গোল আসে ১৭তম মিনিটে এক অসাধারণ ফ্রি কিক থেকে। ফাউলের শিকার হয়ে পাওয়া সুযোগে মানবদেয়ালের মাঝ দিয়ে নিচু শটে বল পাঠান গোলকিপারের কাছের পোস্ট দিয়ে, যেন তাঁর সেট-পিস দক্ষতার আরেকটি উজ্জ্বল উদাহরণ।

দ্বিতীয়ার্ধে, ৬২তম মিনিটে মেসির দ্বিতীয় গোলটি আসে ন্যাশভিল গোলরক্ষকের চরম ভুলে। জো উইলিস সতীর্থের ব্যাক পাস পেয়ে তালগোল পাকিয়ে বসেন এবং বল চলে আসে মেসির পায়ে। এত সহজ সুযোগ কি আর হাতছাড়া করেন তিনি? ঠান্ডা মাথায় বল জড়িয়ে দেন জালে।

ন্যাশভিল অবশ্য ম্যাচে একটি গোল শোধ করে ৪৯তম মিনিটে, হ্যানি মুখতারের দারুণ প্রচেষ্টায়। তবে শেষ পর্যন্ত ইন্টার মায়ামি ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে।

এই ম্যাচে জোড়া গোলের পাশাপাশি আরেকটি উল্লেখযোগ্য কীর্তিও গড়েছেন মেসি। তাঁর প্রথম গোলটি ছিল ক্যারিয়ারের ৬৯তম ফ্রি কিক গোল, যা তাঁকে এই তালিকায় চতুর্থ স্থানে তুলে দিয়েছে। পেছনে ফেলেছেন ব্রাজিলিয়ান মার্কোস আসুনসিওকে (৬৮)। মেসির সামনে এখন কেবল জুনিনিও (৭২), রবার্তো দিনামাইট (৭৫) ও মার্সেলিনো কারিওকা (৭৮)।

এই জয়ে লিগে টানা ছয় ম্যাচ অপরাজিত থাকল ইন্টার মায়ামি। ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তারা এখন ইস্টার্ন কনফারেন্সের পঞ্চম স্থানে। ন্যাশভিল আছে তৃতীয় স্থানে, যদিও তারা খেলেছে ৩ ম্যাচ বেশি এবং পেয়েছে ৩ পয়েন্ট বেশি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ২২ ম্যাচে ৪৩।

মেসির এমন পারফরম্যান্স যেন প্রতিটি ম্যাচেই নতুন করে প্রমাণ করছে, বয়স শুধু সংখ্যা ফুটবল মাঠে এখনও তিনিই রাজা।