খেলার খবর
টানা দ্বিতীয় জয় সিলেটের, জাকিরের দুর্দান্ত ইনিংসে ঘরের মাঠে উচ্ছ্বাস
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার (১২ জানুয়ারি) দর্শকদের সামনে সিলেট স্ট্রাইকার্স তাদের দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে খুলনা টাইগার্সকে ৮ রানের ব্যবধানে হারিয়েছে।
প্রথমে ব্যাট করতে নেমে টস হারের ধাক্কা সামলাতে বেশ বেগ পেতে হয় সিলেটকে। দলীয় ৭ রানে রাকিম কর্নওয়াল (৪) ও জর্জ মুনসে (২) দ্রুত সাজঘরে ফিরে গেলে চাপের মুখে পড়ে দল। তবে রনি তালুকদার ও জাকির হাসানের অনবদ্য পার্টনারশিপে ঘুরে দাঁড়ায় সিলেট। দুজনের ৬২ বলে ১০৬ রানের জুটি দলকে শক্ত ভিত গড়ে দেয়।
রনি ৪৪ বলে ৫৬ রান করে আউট হলেও জাকির হাসান থেকে যান অপরাজিত। তার ৪৬ বলে ৭৫ রানের ঝকঝকে ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা। শেষদিকে অ্যারন জোন্সের ৬ বলে ২০ রানের ক্যামিওতে সিলেট ২০ ওভারে তোলে ১৮২ রান। খুলনার পক্ষে আবু হায়দার রনি ও জিয়াউর রহমান দুটি করে উইকেট নেন।
১৮৩ রানের লক্ষ্যে খেলতে নেমে খুলনার ইনিংস শুরুটা ছিল ধীরগতির। ওপেনার উইলিয়াম বোসিস্টো চেষ্টা করলেও অন্য প্রান্তে ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতা খুলনাকে চাপে ফেলে। বোসিস্টো ৪০ বলে ৪৩ রান করে আউট হন।
শেষদিকে মোহাম্মদ নাওয়াজের ১৮ বলে ৩৩ রানের ঝড় খুলনার জয়ের সম্ভাবনা জাগালেও তা যথেষ্ট ছিল না। শেষ ওভারে মাহিদুল ইসলাম অঙ্কনের রানআউট খুলনার পরাজয় নিশ্চিত করে। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৭৪ রানেই থেমে যায় তাদের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট স্ট্রাইকার্স: ২০ ওভারে ১৮২/৫
জাকির হাসান ৭৫(৪৬), রনি তালুকদার ৫৬(৪৪)
আবু হায়দার রনি ২/২৫, জিয়াউর রহমান ২/৩৯
খুলনা টাইগার্স: ২০ ওভারে ১৭৪/৯
উইলিয়াম বোসিস্টো ৪৩(৪০), মোহাম্মদ নওয়াজ ৩৩(১৮)
রুয়েল মিয়া ২/২৮, তানজিম হাসান সাকিব ২/ ৪৫
ফলাফলঃ সিলেট স্ট্রাইকার ৮ রানে জয়ী