চলতি বছরে এশিয়া-আফ্রিকা সফরে যাচ্ছে আর্জেন্টিনা, থাকছেন লিওনেল মেসিও

- আপডেট সময় ১১:৩৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- / 12
এ বছরই এশিয়া ও আফ্রিকার তিনটি দেশে সফরে আসছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফিফা উইন্ডোর সুযোগে অক্টোবরে চীন এবং নভেম্বরে অ্যাঙ্গোলা ও কাতারে খেলবে তারা। চারটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। এই সফরে দলের সঙ্গে থাকবেন লিওনেল মেসিও।
২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। জুন ও সেপ্টেম্বরে বাছাইয়ের শেষ চারটি ম্যাচে মুখোমুখি হবে চিলি, কলম্বিয়া, ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে। বাছাইপর্বের পরও প্রস্তুতি থামাতে নারাজ আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার লক্ষ্য সামনে রেখে যত বেশি সম্ভব ম্যাচ খেলতে চায় দলটি।
এ লক্ষ্যে ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে আগেভাগেই প্রীতি ম্যাচের সূচি নির্ধারণ করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এই ধারাবাহিকতায় অক্টোবরে চীন সফরে যাবে তারা। সেখানে আয়োজক চীন ছাড়াও আরেকটি দলের বিপক্ষে ম্যাচ খেলার কথা রয়েছে, যদিও সেই প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।
নভেম্বরে আর্জেন্টিনার গন্তব্য আফ্রিকা। ১১ নভেম্বর অ্যাঙ্গোলার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এ উপলক্ষে সম্প্রতি একটি বৈঠকে বসেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া এবং অ্যাঙ্গোলা ফুটবল ফেডারেশনের সভাপতি ফার্নান্দো আলভেস সিমোয়েস। সেখানেই ম্যাচের বিষয়টি চূড়ান্ত হয়। দুই পক্ষের বিবৃতিতে জানানো হয়, আলোচনাটি অত্যন্ত ইতিবাচক ছিল এবং আর্জেন্টিনা সম্মতি দিয়েছে ম্যাচটি খেলার জন্য। জানা গেছে, মেসিও ওই সময় তাপিয়ার সঙ্গে ফোনে যুক্ত হয়ে ২০০৬ সালে অ্যাঙ্গোলার বিপক্ষে নিজের খেলার স্মৃতিচারণ করেন।
অ্যাঙ্গোলার ম্যাচ শেষে দলটি যাবে কাতারে। ২০২২ বিশ্বকাপে যেখানেই মেসির নেতৃত্বে বহু প্রতীক্ষিত বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়েছিল আর্জেন্টিনার। এবারও কাতারে একটি ম্যাচ খেলবে তারা, তবে প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি।
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে প্রতিটি ম্যাচকেই প্রস্তুতির অংশ হিসেবে নিচ্ছে আর্জেন্টিনা। বিশ্বের নানা প্রান্তে খেলে দলকে পরিণত করে তুলতে চায় তারা। আর সেই অভিযানে পাশে থাকছেন লিওনেল মেসিও।