০২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
শিরোনাম :
বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনা হবে: আমীর খসরু শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ পারমাণবিক চালিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার ঘোষণা পুতিনের নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি

সিলেটে ব্যাটিং বিপর্যয়, ১৯১ রানে গুটিয়ে গেল টাইগাররা, দাপুটে শুরু জিম্বাবুয়ের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • / 44

ছবি সংগৃহীত

 

 

সবশেষ ২০০১ সালে এমন এক দিন দেখেছিল বাংলাদেশ ক্রিকেট। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ঢাকায় সেদিন বাংলাদেশ অলআউট হয়েছিল স্রেফ ১০৭ রানে। এরপর আর কখনোই দেশের মাটিতে রোডেশিয়ানদের বিপক্ষে প্রথম ইনিংসে অন্তত ২০০ এর নিচে অলআউট হয়নি টাইগাররা। দুই যুগ পর এসে সেই অতীতে ফিরে গেল শান্ত মিরাজরা। সিলেটে খামখেয়ালি ব্যাটিংয়ের চূড়ান্ত রূপ দেখিয়ে ৬১ ওভারে মাত্র ১৯১ রানেই গুটিয়ে গিয়েছে বাংলাদেশ। এক মুমিনুল হকের ফিফটি ছাড়া কেউই নিজেদের মেলে ধরতে পারেননি।

বিজ্ঞাপন

রোববার (২০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। তবে টাইগারদের ইনিংসের শুরুটা অবশ্য ছিল হতাশাজনক। প্রথম ঘণ্টাতেই সাজঘরে ফেরেন দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। মাত্র ৩২ রানেই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে এরপর ধৈর্য আর দায়িত্বশীল ব্যাটিংয়ে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক অবিচ্ছিন্ন ৫২ রানের জুটিতে প্রথম সেশন আর বিপদ হতে দেননি।

তবে মধ্যাহ্নভোজের পর দলীয় ৯৮ রানে শান্তর উইকেট হারায় বাংলাদেশ। মুমিনুলের সঙ্গে শান্তর ৬৬ রানের জুটি ভাঙেন জিম্বাবুয়ের পেসার মুজারাবানি। নাজমুল হোসেন শান্ত ৪০ করে মুজারাবানির বলে ক্যাচ দিয়ে ফিরে যান। তবে ফিফটি তুলেই থামেন মুমিনুল। বাঁহাতি এই ব‍্যাটসম‍্যান আক্রমণাত্নক হতে গিয়ে মাসাকাদজাকে মেরে খেলতে গিয়ে মাধেভেরের ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন। সাজঘরে ফেরার আগে ১০৫ বলে ৮ বাউন্ডারি ও এক ছক্কার সৌজন্যে ৫৬ রান করেন মুমিনুল।

অবশ্য মুমিনুলের বিদায়ের আগে আউট হয়ে যান মুশফিকুর রহিমও (৪)। ওয়েলিংটন মাসাকাদজার সহজ বলে বাজে শটে আউট হলেন বাংলাদেশের সফলতম টেস্ট ব‍্যাটসম‍্যান। এরপর ১ রানে ফেরেন মেহেদি হাসান মিরাজ। দলীয় ১৪৬ রানে আস্থার প্রতীক হয়ে ওঠা তাইজুল ফিরে গেলে বড় স্কোরের সম্ভাবনাও মিলিয়ে যায় বাংলাদেশের জন্য। স্কোরবোর্ড ভদ্রস্থ করার কাজটা এরপর করেছেন হাসান মাহমুদ এবং জাকের আলী অনিক। ৮ম উইকেটে দুজনের জুটি ৪১ রানের।

কিন্তু ব্লেসিং মুজারাবানির কাছে হার মানতে হয় তাকে। সরাসরি বোল্ড হয়ে ফেরেন ব্যক্তিগত ১৯ রান করে। দলের স্কোর ১৮৭। বাংলাদেশ ইনিংসের শেষটা করেন ওয়েসলি মাধেভেরে। দলীয় ১৯১ রানে জাকের আলী অনিক এবং নাহিদ রানা ফেরেন চার বলের ব্যবধানে। মুজারাবানি ও মাসাকাদজা পেয়েছেন ৩টি করে উইকেট। ২টি করে উইকেটে নিয়াগুচি এবং মাধেভেরের।

জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে সংগ্রহ দিনশেষে ১৪.১ওভারে ৬৭ রান। ব্রায়ান বেনেট এবং বেন কারান পার্টনারশিপে ভালো সূচনা পেয়েছে জিম্বাবুয়ে। ওপেনিং পার্টনারশিপে তারা দিন শেষে ৬৭ রান সংগ্রহ করেন। ব্রায়ান বেনেট ৪০ এবং বেন কারণ ১৭ রানে অপরাজিত রয়েছেন। আগামীকাল দ্বিতীয় দিনের জন্য ব্যাট করতে নামবে জিম্বাবুয়ে।

নিউজটি শেয়ার করুন

সিলেটে ব্যাটিং বিপর্যয়, ১৯১ রানে গুটিয়ে গেল টাইগাররা, দাপুটে শুরু জিম্বাবুয়ের

আপডেট সময় ০৬:০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

 

 

সবশেষ ২০০১ সালে এমন এক দিন দেখেছিল বাংলাদেশ ক্রিকেট। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ঢাকায় সেদিন বাংলাদেশ অলআউট হয়েছিল স্রেফ ১০৭ রানে। এরপর আর কখনোই দেশের মাটিতে রোডেশিয়ানদের বিপক্ষে প্রথম ইনিংসে অন্তত ২০০ এর নিচে অলআউট হয়নি টাইগাররা। দুই যুগ পর এসে সেই অতীতে ফিরে গেল শান্ত মিরাজরা। সিলেটে খামখেয়ালি ব্যাটিংয়ের চূড়ান্ত রূপ দেখিয়ে ৬১ ওভারে মাত্র ১৯১ রানেই গুটিয়ে গিয়েছে বাংলাদেশ। এক মুমিনুল হকের ফিফটি ছাড়া কেউই নিজেদের মেলে ধরতে পারেননি।

বিজ্ঞাপন

রোববার (২০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। তবে টাইগারদের ইনিংসের শুরুটা অবশ্য ছিল হতাশাজনক। প্রথম ঘণ্টাতেই সাজঘরে ফেরেন দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। মাত্র ৩২ রানেই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে এরপর ধৈর্য আর দায়িত্বশীল ব্যাটিংয়ে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক অবিচ্ছিন্ন ৫২ রানের জুটিতে প্রথম সেশন আর বিপদ হতে দেননি।

তবে মধ্যাহ্নভোজের পর দলীয় ৯৮ রানে শান্তর উইকেট হারায় বাংলাদেশ। মুমিনুলের সঙ্গে শান্তর ৬৬ রানের জুটি ভাঙেন জিম্বাবুয়ের পেসার মুজারাবানি। নাজমুল হোসেন শান্ত ৪০ করে মুজারাবানির বলে ক্যাচ দিয়ে ফিরে যান। তবে ফিফটি তুলেই থামেন মুমিনুল। বাঁহাতি এই ব‍্যাটসম‍্যান আক্রমণাত্নক হতে গিয়ে মাসাকাদজাকে মেরে খেলতে গিয়ে মাধেভেরের ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন। সাজঘরে ফেরার আগে ১০৫ বলে ৮ বাউন্ডারি ও এক ছক্কার সৌজন্যে ৫৬ রান করেন মুমিনুল।

অবশ্য মুমিনুলের বিদায়ের আগে আউট হয়ে যান মুশফিকুর রহিমও (৪)। ওয়েলিংটন মাসাকাদজার সহজ বলে বাজে শটে আউট হলেন বাংলাদেশের সফলতম টেস্ট ব‍্যাটসম‍্যান। এরপর ১ রানে ফেরেন মেহেদি হাসান মিরাজ। দলীয় ১৪৬ রানে আস্থার প্রতীক হয়ে ওঠা তাইজুল ফিরে গেলে বড় স্কোরের সম্ভাবনাও মিলিয়ে যায় বাংলাদেশের জন্য। স্কোরবোর্ড ভদ্রস্থ করার কাজটা এরপর করেছেন হাসান মাহমুদ এবং জাকের আলী অনিক। ৮ম উইকেটে দুজনের জুটি ৪১ রানের।

কিন্তু ব্লেসিং মুজারাবানির কাছে হার মানতে হয় তাকে। সরাসরি বোল্ড হয়ে ফেরেন ব্যক্তিগত ১৯ রান করে। দলের স্কোর ১৮৭। বাংলাদেশ ইনিংসের শেষটা করেন ওয়েসলি মাধেভেরে। দলীয় ১৯১ রানে জাকের আলী অনিক এবং নাহিদ রানা ফেরেন চার বলের ব্যবধানে। মুজারাবানি ও মাসাকাদজা পেয়েছেন ৩টি করে উইকেট। ২টি করে উইকেটে নিয়াগুচি এবং মাধেভেরের।

জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে সংগ্রহ দিনশেষে ১৪.১ওভারে ৬৭ রান। ব্রায়ান বেনেট এবং বেন কারান পার্টনারশিপে ভালো সূচনা পেয়েছে জিম্বাবুয়ে। ওপেনিং পার্টনারশিপে তারা দিন শেষে ৬৭ রান সংগ্রহ করেন। ব্রায়ান বেনেট ৪০ এবং বেন কারণ ১৭ রানে অপরাজিত রয়েছেন। আগামীকাল দ্বিতীয় দিনের জন্য ব্যাট করতে নামবে জিম্বাবুয়ে।