০৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
শিরোনাম :
হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল ১৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের কড়া পদক্ষেপ, পাঠানো হলো কারাগারে অগ্নি দুর্ঘটনা রোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কতা নির্দেশনা দিল মাউশি ইয়েমেনে জাতিসংঘ কার্যালয়ে হুথি বাহিনীর অভিযান, আটক ২০ কর্মী হংকং বিমানবন্দরে বড় দুর্ঘটনা: সাগরে পড়ল কার্গো প্লেন, নিহত ২ কর্মী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা: পরিবেশ উপদেষ্টা

ঈদুল আজহা উপলক্ষে ওমানে ৬৪৫ কারাবন্দিকে ক্ষমা দিলেন সুলতান হাইথাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • / 132

ছবি: সংগৃহীত

 

ঈদুল আজহা উপলক্ষে বিশেষ মানবিক উদ্যোগ হিসেবে ৬৪৫ জন কারাবন্দিকে ক্ষমা করেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। মুক্তিপ্রাপ্তদের মধ্যে দেশটির নাগরিক ছাড়াও রয়েছেন একাধিক বিদেশি নাগরিক, যাদের শিগগিরই নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

বৃহস্পতিবার (৫ জুন) এক রাজকীয় বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে সুলতানের দপ্তর। তবে, ঠিক কতজন বিদেশি নাগরিক এই ক্ষমার আওতায় এসেছেন, তা স্পষ্ট করেনি বিবৃতিটি।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, “মাননীয় সুলতান মানবিক মূল্যবোধে দৃঢ় প্রতিজ্ঞ। ঈদুল আজহার মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় উপলক্ষে শত শত বন্দিকে মুক্তি দিয়ে তিনি তাঁর সেই অঙ্গীকারেরই প্রতিফলন ঘটিয়েছেন।”

ওমান সরকার জানিয়েছে, বিদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর যাবতীয় ব্যয় বহন করবে রাষ্ট্র। এই পদক্ষেপকে দেশটির “দয়া, ঐক্য এবং সামাজিক সংহতির প্রতীক” হিসেবে দেখছে বিশ্লেষকরা।

ওমানের বর্তমান শাসক হাইথাম বিন তারিক ২০২০ সালে সিংহাসনে আরোহণ করেন। এর আগে তিনি দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৫৫ সালে জন্মগ্রহণকারী হাইথাম বর্তমানে ওমানের সুলতান ও প্রধানমন্ত্রীর দায়িত্ব একযোগে পালন করছেন।

ঈদের প্রাক্কালে মুক্তিপ্রাপ্ত বন্দিদের প্রতি শুভেচ্ছা জানিয়ে সুলতান হাইথাম বলেন, “ওমান সবসময়ই মানুষের কল্যাণ, পারস্পরিক সহমর্মিতা এবং ন্যায়বিচারের পক্ষে। এই সিদ্ধান্ত তারই একটি প্রমাণ।”

নিউজটি শেয়ার করুন

ঈদুল আজহা উপলক্ষে ওমানে ৬৪৫ কারাবন্দিকে ক্ষমা দিলেন সুলতান হাইথাম

আপডেট সময় ১১:২৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫

 

ঈদুল আজহা উপলক্ষে বিশেষ মানবিক উদ্যোগ হিসেবে ৬৪৫ জন কারাবন্দিকে ক্ষমা করেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। মুক্তিপ্রাপ্তদের মধ্যে দেশটির নাগরিক ছাড়াও রয়েছেন একাধিক বিদেশি নাগরিক, যাদের শিগগিরই নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

বৃহস্পতিবার (৫ জুন) এক রাজকীয় বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে সুলতানের দপ্তর। তবে, ঠিক কতজন বিদেশি নাগরিক এই ক্ষমার আওতায় এসেছেন, তা স্পষ্ট করেনি বিবৃতিটি।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, “মাননীয় সুলতান মানবিক মূল্যবোধে দৃঢ় প্রতিজ্ঞ। ঈদুল আজহার মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় উপলক্ষে শত শত বন্দিকে মুক্তি দিয়ে তিনি তাঁর সেই অঙ্গীকারেরই প্রতিফলন ঘটিয়েছেন।”

ওমান সরকার জানিয়েছে, বিদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর যাবতীয় ব্যয় বহন করবে রাষ্ট্র। এই পদক্ষেপকে দেশটির “দয়া, ঐক্য এবং সামাজিক সংহতির প্রতীক” হিসেবে দেখছে বিশ্লেষকরা।

ওমানের বর্তমান শাসক হাইথাম বিন তারিক ২০২০ সালে সিংহাসনে আরোহণ করেন। এর আগে তিনি দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৫৫ সালে জন্মগ্রহণকারী হাইথাম বর্তমানে ওমানের সুলতান ও প্রধানমন্ত্রীর দায়িত্ব একযোগে পালন করছেন।

ঈদের প্রাক্কালে মুক্তিপ্রাপ্ত বন্দিদের প্রতি শুভেচ্ছা জানিয়ে সুলতান হাইথাম বলেন, “ওমান সবসময়ই মানুষের কল্যাণ, পারস্পরিক সহমর্মিতা এবং ন্যায়বিচারের পক্ষে। এই সিদ্ধান্ত তারই একটি প্রমাণ।”