০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প ব্রাজিলে অবতরণের পর আগুনে পুড়ল এয়ারবাস এ-৩২০, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, উত্তেজনা চরমে

ঈদুল আজহা উপলক্ষে ওমানে ৬৪৫ কারাবন্দিকে ক্ষমা দিলেন সুলতান হাইথাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • / 179

ছবি: সংগৃহীত

 

ঈদুল আজহা উপলক্ষে বিশেষ মানবিক উদ্যোগ হিসেবে ৬৪৫ জন কারাবন্দিকে ক্ষমা করেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। মুক্তিপ্রাপ্তদের মধ্যে দেশটির নাগরিক ছাড়াও রয়েছেন একাধিক বিদেশি নাগরিক, যাদের শিগগিরই নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

বৃহস্পতিবার (৫ জুন) এক রাজকীয় বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে সুলতানের দপ্তর। তবে, ঠিক কতজন বিদেশি নাগরিক এই ক্ষমার আওতায় এসেছেন, তা স্পষ্ট করেনি বিবৃতিটি।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, “মাননীয় সুলতান মানবিক মূল্যবোধে দৃঢ় প্রতিজ্ঞ। ঈদুল আজহার মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় উপলক্ষে শত শত বন্দিকে মুক্তি দিয়ে তিনি তাঁর সেই অঙ্গীকারেরই প্রতিফলন ঘটিয়েছেন।”

ওমান সরকার জানিয়েছে, বিদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর যাবতীয় ব্যয় বহন করবে রাষ্ট্র। এই পদক্ষেপকে দেশটির “দয়া, ঐক্য এবং সামাজিক সংহতির প্রতীক” হিসেবে দেখছে বিশ্লেষকরা।

ওমানের বর্তমান শাসক হাইথাম বিন তারিক ২০২০ সালে সিংহাসনে আরোহণ করেন। এর আগে তিনি দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৫৫ সালে জন্মগ্রহণকারী হাইথাম বর্তমানে ওমানের সুলতান ও প্রধানমন্ত্রীর দায়িত্ব একযোগে পালন করছেন।

ঈদের প্রাক্কালে মুক্তিপ্রাপ্ত বন্দিদের প্রতি শুভেচ্ছা জানিয়ে সুলতান হাইথাম বলেন, “ওমান সবসময়ই মানুষের কল্যাণ, পারস্পরিক সহমর্মিতা এবং ন্যায়বিচারের পক্ষে। এই সিদ্ধান্ত তারই একটি প্রমাণ।”

নিউজটি শেয়ার করুন

ঈদুল আজহা উপলক্ষে ওমানে ৬৪৫ কারাবন্দিকে ক্ষমা দিলেন সুলতান হাইথাম

আপডেট সময় ১১:২৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫

 

ঈদুল আজহা উপলক্ষে বিশেষ মানবিক উদ্যোগ হিসেবে ৬৪৫ জন কারাবন্দিকে ক্ষমা করেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। মুক্তিপ্রাপ্তদের মধ্যে দেশটির নাগরিক ছাড়াও রয়েছেন একাধিক বিদেশি নাগরিক, যাদের শিগগিরই নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

বৃহস্পতিবার (৫ জুন) এক রাজকীয় বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে সুলতানের দপ্তর। তবে, ঠিক কতজন বিদেশি নাগরিক এই ক্ষমার আওতায় এসেছেন, তা স্পষ্ট করেনি বিবৃতিটি।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, “মাননীয় সুলতান মানবিক মূল্যবোধে দৃঢ় প্রতিজ্ঞ। ঈদুল আজহার মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় উপলক্ষে শত শত বন্দিকে মুক্তি দিয়ে তিনি তাঁর সেই অঙ্গীকারেরই প্রতিফলন ঘটিয়েছেন।”

ওমান সরকার জানিয়েছে, বিদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর যাবতীয় ব্যয় বহন করবে রাষ্ট্র। এই পদক্ষেপকে দেশটির “দয়া, ঐক্য এবং সামাজিক সংহতির প্রতীক” হিসেবে দেখছে বিশ্লেষকরা।

ওমানের বর্তমান শাসক হাইথাম বিন তারিক ২০২০ সালে সিংহাসনে আরোহণ করেন। এর আগে তিনি দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৫৫ সালে জন্মগ্রহণকারী হাইথাম বর্তমানে ওমানের সুলতান ও প্রধানমন্ত্রীর দায়িত্ব একযোগে পালন করছেন।

ঈদের প্রাক্কালে মুক্তিপ্রাপ্ত বন্দিদের প্রতি শুভেচ্ছা জানিয়ে সুলতান হাইথাম বলেন, “ওমান সবসময়ই মানুষের কল্যাণ, পারস্পরিক সহমর্মিতা এবং ন্যায়বিচারের পক্ষে। এই সিদ্ধান্ত তারই একটি প্রমাণ।”