১১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
বিষাক্ত মদ্যপানে মুন্সিগঞ্জে ৪ জনের মৃত্যু, হাসপাতালে আরও ৩ লেবাননে সব অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা অনুমোদন বৈশ্বিক ড্রোন বিক্রি বাড়াতে ১৯৮৭ সালের ব্যাখ্যা পরিবর্তন করছে যুক্তরাষ্ট্র নথি ফাঁস: ২০১৯ সালে মার্কিন বাহিনী উত্তর কোরিয়ার বেসামরিক নাগরিকদের হত্যা করে যুক্তরাজ্য–নরওয়ের মধ্যে ১০ বিলিয়ন পাউন্ডের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সিরিয়া থেকে বেআইনিভাবে তেল উত্তোলন করছে SDF/YPG, AANES চীন সফর শেষে দেশে ফিরেছেন কিম জং উন প্রথমবারের মতো আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে দামেস্ক বিশ্ববিদ্যালয় নুরাল পাগলা’র দরবারে হামলার ঘটনায় মামলা মাজার ভাঙা ও লাশ পুড়িয়ে দেওয়া রাসুলের শিক্ষা নয় : রিজভী

ঈদুল আজহা উপলক্ষে ওমানে ৬৪৫ কারাবন্দিকে ক্ষমা দিলেন সুলতান হাইথাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • / 79

ছবি: সংগৃহীত

 

ঈদুল আজহা উপলক্ষে বিশেষ মানবিক উদ্যোগ হিসেবে ৬৪৫ জন কারাবন্দিকে ক্ষমা করেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। মুক্তিপ্রাপ্তদের মধ্যে দেশটির নাগরিক ছাড়াও রয়েছেন একাধিক বিদেশি নাগরিক, যাদের শিগগিরই নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

বৃহস্পতিবার (৫ জুন) এক রাজকীয় বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে সুলতানের দপ্তর। তবে, ঠিক কতজন বিদেশি নাগরিক এই ক্ষমার আওতায় এসেছেন, তা স্পষ্ট করেনি বিবৃতিটি।

বিবৃতিতে আরও বলা হয়, “মাননীয় সুলতান মানবিক মূল্যবোধে দৃঢ় প্রতিজ্ঞ। ঈদুল আজহার মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় উপলক্ষে শত শত বন্দিকে মুক্তি দিয়ে তিনি তাঁর সেই অঙ্গীকারেরই প্রতিফলন ঘটিয়েছেন।”

ওমান সরকার জানিয়েছে, বিদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর যাবতীয় ব্যয় বহন করবে রাষ্ট্র। এই পদক্ষেপকে দেশটির “দয়া, ঐক্য এবং সামাজিক সংহতির প্রতীক” হিসেবে দেখছে বিশ্লেষকরা।

ওমানের বর্তমান শাসক হাইথাম বিন তারিক ২০২০ সালে সিংহাসনে আরোহণ করেন। এর আগে তিনি দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৫৫ সালে জন্মগ্রহণকারী হাইথাম বর্তমানে ওমানের সুলতান ও প্রধানমন্ত্রীর দায়িত্ব একযোগে পালন করছেন।

ঈদের প্রাক্কালে মুক্তিপ্রাপ্ত বন্দিদের প্রতি শুভেচ্ছা জানিয়ে সুলতান হাইথাম বলেন, “ওমান সবসময়ই মানুষের কল্যাণ, পারস্পরিক সহমর্মিতা এবং ন্যায়বিচারের পক্ষে। এই সিদ্ধান্ত তারই একটি প্রমাণ।”

নিউজটি শেয়ার করুন

ঈদুল আজহা উপলক্ষে ওমানে ৬৪৫ কারাবন্দিকে ক্ষমা দিলেন সুলতান হাইথাম

আপডেট সময় ১১:২৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫

 

ঈদুল আজহা উপলক্ষে বিশেষ মানবিক উদ্যোগ হিসেবে ৬৪৫ জন কারাবন্দিকে ক্ষমা করেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। মুক্তিপ্রাপ্তদের মধ্যে দেশটির নাগরিক ছাড়াও রয়েছেন একাধিক বিদেশি নাগরিক, যাদের শিগগিরই নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

বৃহস্পতিবার (৫ জুন) এক রাজকীয় বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে সুলতানের দপ্তর। তবে, ঠিক কতজন বিদেশি নাগরিক এই ক্ষমার আওতায় এসেছেন, তা স্পষ্ট করেনি বিবৃতিটি।

বিবৃতিতে আরও বলা হয়, “মাননীয় সুলতান মানবিক মূল্যবোধে দৃঢ় প্রতিজ্ঞ। ঈদুল আজহার মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় উপলক্ষে শত শত বন্দিকে মুক্তি দিয়ে তিনি তাঁর সেই অঙ্গীকারেরই প্রতিফলন ঘটিয়েছেন।”

ওমান সরকার জানিয়েছে, বিদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর যাবতীয় ব্যয় বহন করবে রাষ্ট্র। এই পদক্ষেপকে দেশটির “দয়া, ঐক্য এবং সামাজিক সংহতির প্রতীক” হিসেবে দেখছে বিশ্লেষকরা।

ওমানের বর্তমান শাসক হাইথাম বিন তারিক ২০২০ সালে সিংহাসনে আরোহণ করেন। এর আগে তিনি দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৫৫ সালে জন্মগ্রহণকারী হাইথাম বর্তমানে ওমানের সুলতান ও প্রধানমন্ত্রীর দায়িত্ব একযোগে পালন করছেন।

ঈদের প্রাক্কালে মুক্তিপ্রাপ্ত বন্দিদের প্রতি শুভেচ্ছা জানিয়ে সুলতান হাইথাম বলেন, “ওমান সবসময়ই মানুষের কল্যাণ, পারস্পরিক সহমর্মিতা এবং ন্যায়বিচারের পক্ষে। এই সিদ্ধান্ত তারই একটি প্রমাণ।”