ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
চরমোনাই মাহফিলে ইসলামী ঐক্যের আহ্বান, আগামী নির্বাচন নিয়ে কৌশল নির্ধারণ শের-ই-বাংলা মেডিকেল শাটডাউনের চতুর্থ দিন: সড়ক অবরোধে শিক্ষার্থীদের অনড় অবস্থান আমরা এখন আগের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী: ড. ইউনূস একুশে পদক ২০২৫: ১৮ গুণীজন ও এক দলকে সম্মাননা দিলেন প্রধান উপদেষ্টা রমজানে পণ্যের সংকট নেই, মজুদকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: অর্থ উপদেষ্টা শেয়ারবাজারে উত্থান: ডিএসই ও সিএসইতে সূচকের ইতিবাচক ধারা তীব্র গরম থেকে বাঁচতে কাজে দেবে যে ১০টি উপায় অ্যারিজোনায় মাঝ আকাশে আবারও উড়োজাহাজের সংঘর্ষ, নিহত ২ রোজা শুরুর আগেই ছোলার সরবরাহে স্বস্তি, দাম কমার আশা গরমে বিদ্যুৎ সংকট বাড়তে পারে, রোজার মাসে বাড়বে লোডশেডিং

সারাদেশ

বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, স্বৈরাচারবিরোধী শ্লোগানে মুখরিত রাজপথ

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আওয়ামী লীগের স্বৈরাচারী নীতি ও হরতালের নামে নৈরাজ্যের প্রতিবাদে বরিশাল জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। আজ মঙ্গলবার দুপুরে দলটির নেতাকর্মীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। 

বিক্ষোভ মিছিলটি নগরীর সদর রোড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন এবং আওয়ামী লীগের একদলীয় শাসন, রাজনৈতিক দমনপীড়ন ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে এবং বিরোধী দল ও সাধারণ মানুষের কণ্ঠরোধ করতে নানা ষড়যন্ত্র করছে। তারা বলেন, গায়ের জোরে ক্ষমতা ধরে রাখা যায় না, জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে ছাত্রদল রাস্তায় থাকবে।

ছাত্রদলের নেতারা আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতা টিকিয়ে রাখতে হরতালের নামে রাজনৈতিক সহিংসতা ছড়াচ্ছে, যা জনজীবনকে বিপর্যস্ত করছে। তারা স্পষ্ট করে দেন, সরকারের যেকোনো দমন-পীড়ন ও ষড়যন্ত্রমূলক মামলা ছাত্রদল রাজপথে থেকেই মোকাবিলা করবে।

বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন। তারা জনগণকে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
৫০৮ বার পড়া হয়েছে

সারাদেশ

বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, স্বৈরাচারবিরোধী শ্লোগানে মুখরিত রাজপথ

আপডেট সময় ০৫:৪৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আওয়ামী লীগের স্বৈরাচারী নীতি ও হরতালের নামে নৈরাজ্যের প্রতিবাদে বরিশাল জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। আজ মঙ্গলবার দুপুরে দলটির নেতাকর্মীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। 

বিক্ষোভ মিছিলটি নগরীর সদর রোড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন এবং আওয়ামী লীগের একদলীয় শাসন, রাজনৈতিক দমনপীড়ন ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে এবং বিরোধী দল ও সাধারণ মানুষের কণ্ঠরোধ করতে নানা ষড়যন্ত্র করছে। তারা বলেন, গায়ের জোরে ক্ষমতা ধরে রাখা যায় না, জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে ছাত্রদল রাস্তায় থাকবে।

ছাত্রদলের নেতারা আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতা টিকিয়ে রাখতে হরতালের নামে রাজনৈতিক সহিংসতা ছড়াচ্ছে, যা জনজীবনকে বিপর্যস্ত করছে। তারা স্পষ্ট করে দেন, সরকারের যেকোনো দমন-পীড়ন ও ষড়যন্ত্রমূলক মামলা ছাত্রদল রাজপথে থেকেই মোকাবিলা করবে।

বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন। তারা জনগণকে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।