০৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
শিরোনাম :
‘পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব’ — যুক্তরাষ্ট্রকে কটাক্ষ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান, তুরস্ক-কাতারের মধ্যস্থতায় সমঝোতা প্রথম উড্ডয়ন সম্পন্ন করল নাসার নীরব সুপারসনিক জেট X-59 ‘হ্যাঁ’–‘না’ পোস্টে তোলপাড় সোশ্যাল মিডিয়া ইবতেদায়ী শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দিলো পুলিশ জুলাই সনদে সাইন করে ভুল করেছেন, এখন কাফফারা দিন: বিএনপিকে নাসীরুদ্দীন ব্রাজিলে মাদকবিরোধী অভিযানে নিহত কমপক্ষে ৬০ জন বিপিএলে দলের নাম ঠিক করে দেবে বিসিবি, করা যাবে না পরিবর্তন যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১৮ কেউ এককভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না: নাহিদ ইসলাম
সারাদেশ

বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, স্বৈরাচারবিরোধী শ্লোগানে মুখরিত রাজপথ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 101

ছবি সংগৃহীত

দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আওয়ামী লীগের স্বৈরাচারী নীতি ও হরতালের নামে নৈরাজ্যের প্রতিবাদে বরিশাল জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। আজ মঙ্গলবার দুপুরে দলটির নেতাকর্মীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। 

বিক্ষোভ মিছিলটি নগরীর সদর রোড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন এবং আওয়ামী লীগের একদলীয় শাসন, রাজনৈতিক দমনপীড়ন ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে এবং বিরোধী দল ও সাধারণ মানুষের কণ্ঠরোধ করতে নানা ষড়যন্ত্র করছে। তারা বলেন, গায়ের জোরে ক্ষমতা ধরে রাখা যায় না, জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে ছাত্রদল রাস্তায় থাকবে।

বিজ্ঞাপন

ছাত্রদলের নেতারা আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতা টিকিয়ে রাখতে হরতালের নামে রাজনৈতিক সহিংসতা ছড়াচ্ছে, যা জনজীবনকে বিপর্যস্ত করছে। তারা স্পষ্ট করে দেন, সরকারের যেকোনো দমন-পীড়ন ও ষড়যন্ত্রমূলক মামলা ছাত্রদল রাজপথে থেকেই মোকাবিলা করবে।

বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন। তারা জনগণকে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

সারাদেশ

বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, স্বৈরাচারবিরোধী শ্লোগানে মুখরিত রাজপথ

আপডেট সময় ০৫:৪৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আওয়ামী লীগের স্বৈরাচারী নীতি ও হরতালের নামে নৈরাজ্যের প্রতিবাদে বরিশাল জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। আজ মঙ্গলবার দুপুরে দলটির নেতাকর্মীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। 

বিক্ষোভ মিছিলটি নগরীর সদর রোড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন এবং আওয়ামী লীগের একদলীয় শাসন, রাজনৈতিক দমনপীড়ন ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে এবং বিরোধী দল ও সাধারণ মানুষের কণ্ঠরোধ করতে নানা ষড়যন্ত্র করছে। তারা বলেন, গায়ের জোরে ক্ষমতা ধরে রাখা যায় না, জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে ছাত্রদল রাস্তায় থাকবে।

বিজ্ঞাপন

ছাত্রদলের নেতারা আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতা টিকিয়ে রাখতে হরতালের নামে রাজনৈতিক সহিংসতা ছড়াচ্ছে, যা জনজীবনকে বিপর্যস্ত করছে। তারা স্পষ্ট করে দেন, সরকারের যেকোনো দমন-পীড়ন ও ষড়যন্ত্রমূলক মামলা ছাত্রদল রাজপথে থেকেই মোকাবিলা করবে।

বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন। তারা জনগণকে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।