প্রার্থিতা ফিরে পেলেন ২০৪ জন ও বাতিল ৬৪, চতুর্থ দিন পর্যন্ত আপিল শুনানির
- আপডেট সময় ১১:৩৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / 74
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই নিয়ে করা আপিল শুনানির চার দিনে ২০৪ জন প্রার্থী তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। একই সময়ে নির্বাচন কমিশন ৬৪টি আবেদন নামঞ্জুর করেছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, আজ (১৪ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকাল ১০টা থেকে আপিল শুনানির পঞ্চম দিনের কার্যক্রম শুরু হয়। এর আগের দিন সোমবার পর্যন্ত চার দিনে মোট আপিল শুনানি শেষে এই ফলাফল পাওয়া গেছে।
চতুর্থ দিনের শুনানিতে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৭০টি আপিল নিষ্পত্তি করা হয়। এর মধ্যে ৫৩টি আপিল মঞ্জুর এবং ১৭টি নামঞ্জুর করা হয়েছে। এতে চার দিনের মোট হিসাবে মঞ্জুর হওয়া আপিলের সংখ্যা দাঁড়ায় ২০৪টিতে।
এর আগে তৃতীয় দিনে সোমবার (১২ জানুয়ারি) ৭১টি আপিল শুনানি হয়। সেদিন ৪১টি আপিল গ্রহণ করা হয় এবং ২৫টি আবেদন নামঞ্জুর করা হয়। বাকি চারটি আপিল সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ রাখা হয়।
রোববার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত দ্বিতীয় দিনের শুনানিতে নির্বাচন কমিশন ৫৮টি আপিল মঞ্জুর করে। ওই দিন ৭টি আবেদন নামঞ্জুর এবং ৬টি আপিল অপেক্ষমাণ রাখা হয়। আর প্রথম দিন শনিবার (১০ জানুয়ারি) ৭০টি আপিলের মধ্যে ৫২টি মঞ্জুর ও ১৫টি নামঞ্জুর করা হয়। এ ছাড়া একজন প্রার্থীর প্রার্থিতা গ্রহণের বিরুদ্ধে করা আপিলও সেদিন মঞ্জুর হয়।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে দেশের ৩০০ আসনে দাখিল হওয়া মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ এবং ৭২৩টি বাতিল ঘোষণা করেন রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে।
নির্বাচন তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।




















