নিজেরটাকে এস্টাবলিশ করার চেষ্টা করায় রাজনীতি : মীর্জ ফখরুল

- আপডেট সময় ০৬:৩৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / 11
প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করে নিজেরটাকে এস্টাবলিশ করার চেষ্টা করায় হচেছ রাজনীতি। এটা থাকবেই এটা নিয়ে আমরা চিন্তিত নয়। রাজনীতির এমন ধারাটাই চাই। এটা থাকলেই রাজনীতি এগোবে। রাজনীতি থাকলেই দেশের জন্য মঙ্গল। এই কথাবার্তার মধ্য দিয়ে গণতন্ত্র শাণিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে কথার ছড়াছড়ি, কখনো পক্ষে কথা বিপক্ষে বকাবকি এগুলো থাকবে। এটাই রাজনীতি।
আজ বুধবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদের নেতৃত্বে ২০ সদস্য প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।
মির্জা ফখরুল বলেন, ৩১ দফার আলোকে আমরা বাংলাদেশে একটা রেইনবো স্টেট নির্মাণ করর যে প্রতিশ্রুতি দিয়েছি, সেই কমিটমেন্টে সকল ধর্ম জাতি গোষ্ঠী ক্ষুদ্র গোষ্ঠী সবাইকে নিয়ে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করব।
তিনি বলেন, জুলাই এবং আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তন নিয়ে আসা হয়েছে। ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করা হয়েছে। এই জুলাই আগস্ট মাসেই ওই (ফ্যাসিস্ট) শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখার মতো অবস্থা তৈরি হয়েছে। সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার কথা বলেছি এবং একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত তরান্বিত করা এবং প্রতিশ্রুত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া সেটা ব্যবস্থা গ্রহণ করা উচিত।