০৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল ১৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের কড়া পদক্ষেপ, পাঠানো হলো কারাগারে অগ্নি দুর্ঘটনা রোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কতা নির্দেশনা দিল মাউশি

নয়াপল্টনে বিএনপির যুবসমাবেশ আজ, প্রধান অতিথি তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 76

ছবি: সংগৃহীত

 

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ বুধবার দুপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’। বিএনপির তিনটি অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজন করেছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আয়োজক সংগঠনগুলোর দাবি, ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগ থেকে প্রায় ১৫ লাখ তরুণ এ সমাবেশে অংশ নেবেন বলে তাদের প্রত্যাশা।

বিজ্ঞাপন

তরুণদের রাজনৈতিক অধিকার এবং আন্দোলনে সম্পৃক্ত করতে চলতি মে মাসজুড়ে কর্মসূচি পরিচালনা করে আসছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এরই ধারাবাহিকতায় দেশের চারটি বড় বিভাগীয় শহরে দুই দিন করে সেমিনার ও সমাবেশ আয়োজনের পরিকল্পনা নেয় সংগঠনগুলো।

এ পর্যন্ত চট্টগ্রাম, খুলনা এবং বগুড়ায় সফলভাবে সেমিনার ও সমাবেশ সম্পন্ন হয়েছে। ঢাকায় আজকের আয়োজনের মধ্য দিয়ে শেষ হচ্ছে মে মাসব্যাপী এই প্রচার ও গণসংযোগ কর্মসূচি।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে গণতন্ত্র, ভোটাধিকার ও রাজনৈতিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরাই এই সমাবেশের মূল উদ্দেশ্য। একই সঙ্গে বর্তমান সরকারবিরোধী আন্দোলনে তরুণদের সক্রিয় সম্পৃক্ততার আহ্বান জানানো হবে।

নয়াপল্টনের আশপাশের এলাকায় ইতোমধ্যেই ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের আনাগোনা শুরু হয়েছে। দুপুর নাগাদ পুরো এলাকাজুড়ে ব্যাপক জনসমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাবেশকে কেন্দ্র করে সংগঠন তিনটির কেন্দ্রীয় নেতারা সার্বিক প্রস্তুতি শেষ করেছেন। নিরাপত্তা ও শৃঙ্খলার দিকটিও যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান তারা।

এই সমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে। তরুণদের বিপুল উপস্থিতি বিএনপির ভবিষ্যৎ আন্দোলনের জন্য কতটা গতি তৈরি করে, সেটাই এখন দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন

নয়াপল্টনে বিএনপির যুবসমাবেশ আজ, প্রধান অতিথি তারেক রহমান

আপডেট সময় ১১:৫৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

 

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ বুধবার দুপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’। বিএনপির তিনটি অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজন করেছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আয়োজক সংগঠনগুলোর দাবি, ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগ থেকে প্রায় ১৫ লাখ তরুণ এ সমাবেশে অংশ নেবেন বলে তাদের প্রত্যাশা।

বিজ্ঞাপন

তরুণদের রাজনৈতিক অধিকার এবং আন্দোলনে সম্পৃক্ত করতে চলতি মে মাসজুড়ে কর্মসূচি পরিচালনা করে আসছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এরই ধারাবাহিকতায় দেশের চারটি বড় বিভাগীয় শহরে দুই দিন করে সেমিনার ও সমাবেশ আয়োজনের পরিকল্পনা নেয় সংগঠনগুলো।

এ পর্যন্ত চট্টগ্রাম, খুলনা এবং বগুড়ায় সফলভাবে সেমিনার ও সমাবেশ সম্পন্ন হয়েছে। ঢাকায় আজকের আয়োজনের মধ্য দিয়ে শেষ হচ্ছে মে মাসব্যাপী এই প্রচার ও গণসংযোগ কর্মসূচি।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে গণতন্ত্র, ভোটাধিকার ও রাজনৈতিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরাই এই সমাবেশের মূল উদ্দেশ্য। একই সঙ্গে বর্তমান সরকারবিরোধী আন্দোলনে তরুণদের সক্রিয় সম্পৃক্ততার আহ্বান জানানো হবে।

নয়াপল্টনের আশপাশের এলাকায় ইতোমধ্যেই ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের আনাগোনা শুরু হয়েছে। দুপুর নাগাদ পুরো এলাকাজুড়ে ব্যাপক জনসমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাবেশকে কেন্দ্র করে সংগঠন তিনটির কেন্দ্রীয় নেতারা সার্বিক প্রস্তুতি শেষ করেছেন। নিরাপত্তা ও শৃঙ্খলার দিকটিও যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান তারা।

এই সমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে। তরুণদের বিপুল উপস্থিতি বিএনপির ভবিষ্যৎ আন্দোলনের জন্য কতটা গতি তৈরি করে, সেটাই এখন দেখার বিষয়।