ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অবসরপ্রাপ্ত বিমানসেনাদের জন্য ‘পেনশনার সল্যুশন’ ওয়েব পোর্টালের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ড-পুলিশের যৌথ অভিযানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার এনবিআরের কলমবিরতিতে বাড়ছে রাজস্ব ঘাটতি, অর্থনীতিতে শঙ্কার ছায়া শাহরিয়ার সাম্য হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের শাহবাগ অবরোধ মহাকাশে চীনের এআই কম্পিউটার: ১২টি উপগ্রহ উৎক্ষেপণ, মোট পাঠানো হবে এরকম ২৮০০ টি স্যাটেলাইট সারা দেশে পুলিশের সাঁড়াশি অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১,৬০৫ আসামি এবার চীনে আম রপ্তানির লক্ষ্য ১ লাখ ২০ হাজার মেট্রিক টন দারিদ্র্যের মূল কারণ ভূমি দখল ও আইনি ত্রুটি: পরিকল্পনা উপদেষ্টা সরকারি চাকরিতে শৃঙ্খলা ভঙ্গের শাস্তিতে নতুন বিধান, ২৫ দিন বরখাস্তের নির্দেশনা ইশরাক ইস্যু বিচারাধীন, এই বিষয় নিয়ে আমাকে দোষারোপ করা সমীচীন নয়: সজীব ভূইয়া

মঞ্চ বেঁধে নগর ভবনের সামনে ইশরাক সমর্থকদের বিক্ষোভ, যানজটে নাকাল নগরবাসী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • / 9

ছবি: সংগৃহীত

 

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ নেওয়ার দাবিতে নগর ভবনের সামনে গতকাল মঙ্গলবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সকাল ১০টা থেকে নগর ভবনের প্রধান ফটকে তালা দিয়ে তাঁর সমর্থকরা সেখানে অবস্থান কর্মসূচি শুরু করেন। তৈরি করা হয় মঞ্চ, স্থাপন করা হয় মাইক। ফলে বঙ্গবাজার থেকে গোলাপশাহ মাজার মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

ডিএসসিসির নাগরিক সেবা জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স ও নির্মাণ অনুমোদনের মতো কার্যক্রম বন্ধ হয়ে যায়। পুরান ঢাকার বাসিন্দা নুরজাহান বেগম বলেন, “তিনদিন ধরে আসছি, অফিস বন্ধ, কাউকে পাওয়া যাচ্ছে না।” আরেক সেবাপ্রত্যাশী শাহ আলম বলেন, “ট্রেড লাইসেন্স নবায়নের সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু ভিতরে ঢুকতেই দিচ্ছে না।”

ইশরাকের সমর্থকেরা দাবি করছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পরিকল্পিতভাবে শপথগ্রহণে বাধা সৃষ্টি করছেন। তাঁরা অভিযোগ করেন, আইনগত জটিলতা ও নানা অজুহাত দেখিয়ে প্রক্রিয়া দীর্ঘায়িত করা হচ্ছে।

এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি ডিএসসিসির কিছু কর্মকর্তা-কর্মচারীরাও সংহতি প্রকাশ করেছেন। ‘ঢাকাবাসী’ ব্যানারে গত বুধবার থেকে আন্দোলন চলছে। বৈদ্যুতিক খুঁটিতে লাগানো মাইকে চলছে স্লোগান: “শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই।”

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি থেকে মেয়র প্রার্থী ছিলেন ইশরাক হোসেন। ওই নির্বাচনে কারচুপির অভিযোগ ওঠে। এরপর ২০২৪ সালের ২৭ মার্চ ট্রাইব্যুনালের রায়ে ইশরাককে বিজয়ী ঘোষণা করা হয় এবং নির্বাচন কমিশন ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে।

এই প্রেক্ষাপটে ফেসবুক পোস্টে ইশরাক লেখেন, “ঢাকায় বিএনপির মেয়রকে ঠেকানোর চেষ্টা থেকেই বোঝা যায়, আগামী জাতীয় নির্বাচনে কার কী ভূমিকা থাকবে।” তিনি নিরপেক্ষতা বিসর্জন দিয়ে একটি দলের পক্ষে কাজ করা ব্যক্তিদের পদত্যাগ দাবি করেন।

অন্যদিকে, আসিফ মাহমুদ তাঁর ফেসবুক পোস্টে উল্লেখ করেন, “মেয়র হিসেবে শপথ নিতে হলে ১০টি জটিলতা আছে, যা নিরসন না হওয়া পর্যন্ত শপথগ্রহণ সম্ভব নয়।” তিনি দাবি করেন, যথাযথ প্রক্রিয়া না মেনে জোরপূর্বক নগর ভবন বন্ধ করে আন্দোলন চালানোয় জনদুর্ভোগ তৈরি হয়েছে এবং সিটি করপোরেশনের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

মঞ্চ বেঁধে নগর ভবনের সামনে ইশরাক সমর্থকদের বিক্ষোভ, যানজটে নাকাল নগরবাসী

আপডেট সময় ০১:৩০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

 

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ নেওয়ার দাবিতে নগর ভবনের সামনে গতকাল মঙ্গলবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সকাল ১০টা থেকে নগর ভবনের প্রধান ফটকে তালা দিয়ে তাঁর সমর্থকরা সেখানে অবস্থান কর্মসূচি শুরু করেন। তৈরি করা হয় মঞ্চ, স্থাপন করা হয় মাইক। ফলে বঙ্গবাজার থেকে গোলাপশাহ মাজার মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

ডিএসসিসির নাগরিক সেবা জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স ও নির্মাণ অনুমোদনের মতো কার্যক্রম বন্ধ হয়ে যায়। পুরান ঢাকার বাসিন্দা নুরজাহান বেগম বলেন, “তিনদিন ধরে আসছি, অফিস বন্ধ, কাউকে পাওয়া যাচ্ছে না।” আরেক সেবাপ্রত্যাশী শাহ আলম বলেন, “ট্রেড লাইসেন্স নবায়নের সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু ভিতরে ঢুকতেই দিচ্ছে না।”

ইশরাকের সমর্থকেরা দাবি করছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পরিকল্পিতভাবে শপথগ্রহণে বাধা সৃষ্টি করছেন। তাঁরা অভিযোগ করেন, আইনগত জটিলতা ও নানা অজুহাত দেখিয়ে প্রক্রিয়া দীর্ঘায়িত করা হচ্ছে।

এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি ডিএসসিসির কিছু কর্মকর্তা-কর্মচারীরাও সংহতি প্রকাশ করেছেন। ‘ঢাকাবাসী’ ব্যানারে গত বুধবার থেকে আন্দোলন চলছে। বৈদ্যুতিক খুঁটিতে লাগানো মাইকে চলছে স্লোগান: “শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই।”

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি থেকে মেয়র প্রার্থী ছিলেন ইশরাক হোসেন। ওই নির্বাচনে কারচুপির অভিযোগ ওঠে। এরপর ২০২৪ সালের ২৭ মার্চ ট্রাইব্যুনালের রায়ে ইশরাককে বিজয়ী ঘোষণা করা হয় এবং নির্বাচন কমিশন ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে।

এই প্রেক্ষাপটে ফেসবুক পোস্টে ইশরাক লেখেন, “ঢাকায় বিএনপির মেয়রকে ঠেকানোর চেষ্টা থেকেই বোঝা যায়, আগামী জাতীয় নির্বাচনে কার কী ভূমিকা থাকবে।” তিনি নিরপেক্ষতা বিসর্জন দিয়ে একটি দলের পক্ষে কাজ করা ব্যক্তিদের পদত্যাগ দাবি করেন।

অন্যদিকে, আসিফ মাহমুদ তাঁর ফেসবুক পোস্টে উল্লেখ করেন, “মেয়র হিসেবে শপথ নিতে হলে ১০টি জটিলতা আছে, যা নিরসন না হওয়া পর্যন্ত শপথগ্রহণ সম্ভব নয়।” তিনি দাবি করেন, যথাযথ প্রক্রিয়া না মেনে জোরপূর্বক নগর ভবন বন্ধ করে আন্দোলন চালানোয় জনদুর্ভোগ তৈরি হয়েছে এবং সিটি করপোরেশনের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে।