০২:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন

মিয়ানমারে সহায়তার সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: ফারুক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২০:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 118

ছবি: সংগৃহীত

 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, মিয়ানমারে মানবিক সহায়তা পাঠাতে করিডরের দরকার নেই। বাংলাদেশের নিজস্ব সক্ষমতা রয়েছে, যা দিয়েই এই সহায়তা দেওয়া সম্ভব। তিনি বলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যা দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রে পরিণত হতে পারে।

বুধবার (৭ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জয়নুল ফারুক বলেন, “ড. মুহাম্মদ ইউনূস এদেশের জন্য সম্মান এনেছেন। অথচ তাকে বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। এটি দেশের জন্য কল্যাণকর নয়।”

তিনি অভিযোগ করে বলেন, দেশে সংস্কারের নামে শুধু সময়ক্ষেপণ করা হচ্ছে। এর আড়ালে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে, যাতে সুষ্ঠু নির্বাচন ও জনগণের মতপ্রকাশ বাধাগ্রস্ত হয়। নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। অথচ কিছু মহল দাবা খেলার মতো করে রাজনীতি চালিয়ে যাচ্ছে।

ফারুক আরও বলেন, “জনগণ আর শেখ হাসিনাকে চায় না। বিচার না হওয়া পর্যন্ত দেশের মানুষ তাকে ফিরতে দেবে না। দেশের ৭১ ভাগ মানুষ নির্বাচন চায় এটা স্পষ্ট। তাই এমন কোনো সংস্কার গ্রহণ করা যাবে না, যার ফলে ষড়যন্ত্রকারীরা সুযোগ পেয়ে যায়।”

তিনি আরও বলেন, জনগণের ইচ্ছাই দেশের মূল চালিকা শক্তি। তাই নির্বাচিত সরকারকেই দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিষয়গুলোতে সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকতে হবে। কোনো অনির্বাচিত শক্তি কিংবা অগণতান্ত্রিক পন্থায় এসব সিদ্ধান্ত নেওয়া হলে দেশ চরম বিপদের মুখে পড়তে পারে।

সমাবেশে অন্যান্য নেতারাও বর্তমান পরিস্থিতিতে সরকারকে দায়ী করে বলেন, জনগণের দাবি অনুযায়ী নির্বাচনই এখন একমাত্র সমাধান। অগণতান্ত্রিক পথ পরিহার করে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এই সমাবেশের মাধ্যমে নেতারা জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যে কোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কারণ দেশ এখন এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে।

নিউজটি শেয়ার করুন

মিয়ানমারে সহায়তার সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: ফারুক

আপডেট সময় ০২:২০:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, মিয়ানমারে মানবিক সহায়তা পাঠাতে করিডরের দরকার নেই। বাংলাদেশের নিজস্ব সক্ষমতা রয়েছে, যা দিয়েই এই সহায়তা দেওয়া সম্ভব। তিনি বলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যা দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রে পরিণত হতে পারে।

বুধবার (৭ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জয়নুল ফারুক বলেন, “ড. মুহাম্মদ ইউনূস এদেশের জন্য সম্মান এনেছেন। অথচ তাকে বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। এটি দেশের জন্য কল্যাণকর নয়।”

তিনি অভিযোগ করে বলেন, দেশে সংস্কারের নামে শুধু সময়ক্ষেপণ করা হচ্ছে। এর আড়ালে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে, যাতে সুষ্ঠু নির্বাচন ও জনগণের মতপ্রকাশ বাধাগ্রস্ত হয়। নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। অথচ কিছু মহল দাবা খেলার মতো করে রাজনীতি চালিয়ে যাচ্ছে।

ফারুক আরও বলেন, “জনগণ আর শেখ হাসিনাকে চায় না। বিচার না হওয়া পর্যন্ত দেশের মানুষ তাকে ফিরতে দেবে না। দেশের ৭১ ভাগ মানুষ নির্বাচন চায় এটা স্পষ্ট। তাই এমন কোনো সংস্কার গ্রহণ করা যাবে না, যার ফলে ষড়যন্ত্রকারীরা সুযোগ পেয়ে যায়।”

তিনি আরও বলেন, জনগণের ইচ্ছাই দেশের মূল চালিকা শক্তি। তাই নির্বাচিত সরকারকেই দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিষয়গুলোতে সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকতে হবে। কোনো অনির্বাচিত শক্তি কিংবা অগণতান্ত্রিক পন্থায় এসব সিদ্ধান্ত নেওয়া হলে দেশ চরম বিপদের মুখে পড়তে পারে।

সমাবেশে অন্যান্য নেতারাও বর্তমান পরিস্থিতিতে সরকারকে দায়ী করে বলেন, জনগণের দাবি অনুযায়ী নির্বাচনই এখন একমাত্র সমাধান। অগণতান্ত্রিক পথ পরিহার করে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এই সমাবেশের মাধ্যমে নেতারা জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যে কোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কারণ দেশ এখন এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে।