ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বৈঠকে অসমাপ্ত আলোচনা: ট্রাম্প ও পুতিনের কূটনৈতিক দ্বন্দ্ব এআই চ্যাটবট নিয়ে গুরুতর তথ্য ফাঁস স্বীকার করল মেটা নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক সংগ্রাম-শ্রদ্ধা-ভালোবাসায় ৮১ বছরে খালেদা জিয়া রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র খুলছে লিথুয়ানিয়া এআই–ভিত্তিক হার্ডওয়্যারে বড় উদ্যোগ নিচ্ছে অ্যাপল জেরুজালেমকে চিরতরে ছিনিয়ে নিতে ই-ওয়ান বসতি প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ সিরিয়ার পুনর্গঠনে ইদলিব হবে কেন্দ্রবিন্দু: প্রেসিডেন্ট শারআ নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ

মিয়ানমারে সহায়তার সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: ফারুক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২০:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 23

ছবি: সংগৃহীত

 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, মিয়ানমারে মানবিক সহায়তা পাঠাতে করিডরের দরকার নেই। বাংলাদেশের নিজস্ব সক্ষমতা রয়েছে, যা দিয়েই এই সহায়তা দেওয়া সম্ভব। তিনি বলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যা দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রে পরিণত হতে পারে।

বুধবার (৭ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

জয়নুল ফারুক বলেন, “ড. মুহাম্মদ ইউনূস এদেশের জন্য সম্মান এনেছেন। অথচ তাকে বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। এটি দেশের জন্য কল্যাণকর নয়।”

তিনি অভিযোগ করে বলেন, দেশে সংস্কারের নামে শুধু সময়ক্ষেপণ করা হচ্ছে। এর আড়ালে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে, যাতে সুষ্ঠু নির্বাচন ও জনগণের মতপ্রকাশ বাধাগ্রস্ত হয়। নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। অথচ কিছু মহল দাবা খেলার মতো করে রাজনীতি চালিয়ে যাচ্ছে।

ফারুক আরও বলেন, “জনগণ আর শেখ হাসিনাকে চায় না। বিচার না হওয়া পর্যন্ত দেশের মানুষ তাকে ফিরতে দেবে না। দেশের ৭১ ভাগ মানুষ নির্বাচন চায় এটা স্পষ্ট। তাই এমন কোনো সংস্কার গ্রহণ করা যাবে না, যার ফলে ষড়যন্ত্রকারীরা সুযোগ পেয়ে যায়।”

তিনি আরও বলেন, জনগণের ইচ্ছাই দেশের মূল চালিকা শক্তি। তাই নির্বাচিত সরকারকেই দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিষয়গুলোতে সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকতে হবে। কোনো অনির্বাচিত শক্তি কিংবা অগণতান্ত্রিক পন্থায় এসব সিদ্ধান্ত নেওয়া হলে দেশ চরম বিপদের মুখে পড়তে পারে।

সমাবেশে অন্যান্য নেতারাও বর্তমান পরিস্থিতিতে সরকারকে দায়ী করে বলেন, জনগণের দাবি অনুযায়ী নির্বাচনই এখন একমাত্র সমাধান। অগণতান্ত্রিক পথ পরিহার করে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এই সমাবেশের মাধ্যমে নেতারা জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যে কোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কারণ দেশ এখন এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে।

নিউজটি শেয়ার করুন

মিয়ানমারে সহায়তার সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: ফারুক

আপডেট সময় ০২:২০:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, মিয়ানমারে মানবিক সহায়তা পাঠাতে করিডরের দরকার নেই। বাংলাদেশের নিজস্ব সক্ষমতা রয়েছে, যা দিয়েই এই সহায়তা দেওয়া সম্ভব। তিনি বলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যা দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রে পরিণত হতে পারে।

বুধবার (৭ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

জয়নুল ফারুক বলেন, “ড. মুহাম্মদ ইউনূস এদেশের জন্য সম্মান এনেছেন। অথচ তাকে বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। এটি দেশের জন্য কল্যাণকর নয়।”

তিনি অভিযোগ করে বলেন, দেশে সংস্কারের নামে শুধু সময়ক্ষেপণ করা হচ্ছে। এর আড়ালে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে, যাতে সুষ্ঠু নির্বাচন ও জনগণের মতপ্রকাশ বাধাগ্রস্ত হয়। নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। অথচ কিছু মহল দাবা খেলার মতো করে রাজনীতি চালিয়ে যাচ্ছে।

ফারুক আরও বলেন, “জনগণ আর শেখ হাসিনাকে চায় না। বিচার না হওয়া পর্যন্ত দেশের মানুষ তাকে ফিরতে দেবে না। দেশের ৭১ ভাগ মানুষ নির্বাচন চায় এটা স্পষ্ট। তাই এমন কোনো সংস্কার গ্রহণ করা যাবে না, যার ফলে ষড়যন্ত্রকারীরা সুযোগ পেয়ে যায়।”

তিনি আরও বলেন, জনগণের ইচ্ছাই দেশের মূল চালিকা শক্তি। তাই নির্বাচিত সরকারকেই দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিষয়গুলোতে সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকতে হবে। কোনো অনির্বাচিত শক্তি কিংবা অগণতান্ত্রিক পন্থায় এসব সিদ্ধান্ত নেওয়া হলে দেশ চরম বিপদের মুখে পড়তে পারে।

সমাবেশে অন্যান্য নেতারাও বর্তমান পরিস্থিতিতে সরকারকে দায়ী করে বলেন, জনগণের দাবি অনুযায়ী নির্বাচনই এখন একমাত্র সমাধান। অগণতান্ত্রিক পথ পরিহার করে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এই সমাবেশের মাধ্যমে নেতারা জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যে কোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কারণ দেশ এখন এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে।