ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষাখাত সংকটমুক্ত করতে সংস্কার ও সুশাসন নিশ্চিতের প্রতিশ্রুতি নতুন শিক্ষা উপদেষ্টার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / ২৯ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

 

নতুন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার জানিয়েছেন, শিক্ষাখাতের ভয়াবহ সংকট কাটিয়ে উঠতে অন্তর্বর্তী সরকার সুশাসন প্রতিষ্ঠা ও সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করবে। বিগত সরকারের অব্যবস্থাপনা এবং দুর্নীতির কারণে শিক্ষাব্যবস্থা ধ্বংসের মুখে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (১৯ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘মাদরাসা শিক্ষার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বিগত আওয়ামী লীগ সরকার হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। নানাভাবে শিক্ষাখাতকে ধ্বংস করা হয়েছে। এখন শিক্ষাব্যবস্থা চরম সংকটের মুখে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে সুশাসন প্রতিষ্ঠা ও কাঠামোগত সংস্কার অত্যন্ত জরুরি। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করবে।”

শিক্ষাখাতে উন্নয়ন নিশ্চিত করতে মাদরাসা শিক্ষার আধুনিকীকরণ ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা বাধ্যতামূলক করা হবে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, “মাদরাসা শিক্ষার্থীদের আধুনিক সমাজের উপযোগী করে গড়ে তুলতে হবে। তাদের জন্য বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে তারা প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে যেতে পারে।”

তিনি আরও বলেন, অতীতে শুধুমাত্র পোশাকের ভিত্তিতে অনেক নিরীহ মানুষকে জঙ্গি সাজানো হয়েছিল। যারা এ ধরনের অন্যায় কর্মকাণ্ডে জড়িত ছিল, তাদের বিচারের আওতায় আনতে হবে। কোনো প্রতিষ্ঠানের কিছু ব্যক্তি অপরাধ করলে তা তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে, কিন্তু পুরো প্রতিষ্ঠান বা শ্রেণিকে দোষারোপ করা উচিত নয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মাদরাসার অধ্যক্ষ, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

শিক্ষাখাত সংকটমুক্ত করতে সংস্কার ও সুশাসন নিশ্চিতের প্রতিশ্রুতি নতুন শিক্ষা উপদেষ্টার

আপডেট সময় ০৩:৫১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

 

নতুন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার জানিয়েছেন, শিক্ষাখাতের ভয়াবহ সংকট কাটিয়ে উঠতে অন্তর্বর্তী সরকার সুশাসন প্রতিষ্ঠা ও সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করবে। বিগত সরকারের অব্যবস্থাপনা এবং দুর্নীতির কারণে শিক্ষাব্যবস্থা ধ্বংসের মুখে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (১৯ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘মাদরাসা শিক্ষার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বিগত আওয়ামী লীগ সরকার হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। নানাভাবে শিক্ষাখাতকে ধ্বংস করা হয়েছে। এখন শিক্ষাব্যবস্থা চরম সংকটের মুখে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে সুশাসন প্রতিষ্ঠা ও কাঠামোগত সংস্কার অত্যন্ত জরুরি। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করবে।”

শিক্ষাখাতে উন্নয়ন নিশ্চিত করতে মাদরাসা শিক্ষার আধুনিকীকরণ ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা বাধ্যতামূলক করা হবে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, “মাদরাসা শিক্ষার্থীদের আধুনিক সমাজের উপযোগী করে গড়ে তুলতে হবে। তাদের জন্য বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে তারা প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে যেতে পারে।”

তিনি আরও বলেন, অতীতে শুধুমাত্র পোশাকের ভিত্তিতে অনেক নিরীহ মানুষকে জঙ্গি সাজানো হয়েছিল। যারা এ ধরনের অন্যায় কর্মকাণ্ডে জড়িত ছিল, তাদের বিচারের আওতায় আনতে হবে। কোনো প্রতিষ্ঠানের কিছু ব্যক্তি অপরাধ করলে তা তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে, কিন্তু পুরো প্রতিষ্ঠান বা শ্রেণিকে দোষারোপ করা উচিত নয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মাদরাসার অধ্যক্ষ, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।