ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই চ্যাটবট নিয়ে গুরুতর তথ্য ফাঁস স্বীকার করল মেটা নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক সংগ্রাম-শ্রদ্ধা-ভালোবাসায় ৮১ বছরে খালেদা জিয়া রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র খুলছে লিথুয়ানিয়া এআই–ভিত্তিক হার্ডওয়্যারে বড় উদ্যোগ নিচ্ছে অ্যাপল জেরুজালেমকে চিরতরে ছিনিয়ে নিতে ই-ওয়ান বসতি প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ সিরিয়ার পুনর্গঠনে ইদলিব হবে কেন্দ্রবিন্দু: প্রেসিডেন্ট শারআ নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন

রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জামায়াতের প্রতিবাদ মিছিল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 44

ছবি: সংগৃহীত

 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। সমাবেশ থেকে অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানানো হয়।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে রংপুর সিটি বাজারের সামনে থেকে মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তাঁরা।

সমাবেশে বক্তব্য রাখেন রংপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ এটিএম আযম খান, সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, আল-আমিন হাসান এবং রংপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের কষাঘাতে দেশের নিম্ন ও মধ্যবিত্ত পরিবার বিপর্যস্ত। দুবেলা খাবার জোগাড় করতেই তারা দিশেহারা হয়ে পড়ছে। এর মধ্যেই পবিত্র রমজান সামনে রেখে দ্রব্যমূল্য আবারও বৃদ্ধি পাচ্ছে। বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার সুযোগ নিয়ে সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে।

জামায়াতে ইসলামীর নেতারা আরও বলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে সেহরি ও ইফতার করতে পারে, সেজন্য সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে হলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। খেজুরের ওপর অতিরিক্ত শুল্কের কারণে খেজুরের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। সিন্ডিকেট ভেঙে দিতে নিয়মিত বাজার মনিটরিং প্রয়োজন।

এ সময় মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, অশ্লীলতা-বেহায়াপনা বন্ধ এবং রংপুরে মেলার নামে জুয়া খেলা বন্ধ রাখার আহ্বান জানান জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে মহানগর জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সংগঠকরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জামায়াতের প্রতিবাদ মিছিল

আপডেট সময় ০৭:২৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫

 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। সমাবেশ থেকে অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানানো হয়।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে রংপুর সিটি বাজারের সামনে থেকে মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তাঁরা।

সমাবেশে বক্তব্য রাখেন রংপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ এটিএম আযম খান, সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, আল-আমিন হাসান এবং রংপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের কষাঘাতে দেশের নিম্ন ও মধ্যবিত্ত পরিবার বিপর্যস্ত। দুবেলা খাবার জোগাড় করতেই তারা দিশেহারা হয়ে পড়ছে। এর মধ্যেই পবিত্র রমজান সামনে রেখে দ্রব্যমূল্য আবারও বৃদ্ধি পাচ্ছে। বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার সুযোগ নিয়ে সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে।

জামায়াতে ইসলামীর নেতারা আরও বলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে সেহরি ও ইফতার করতে পারে, সেজন্য সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে হলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। খেজুরের ওপর অতিরিক্ত শুল্কের কারণে খেজুরের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। সিন্ডিকেট ভেঙে দিতে নিয়মিত বাজার মনিটরিং প্রয়োজন।

এ সময় মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, অশ্লীলতা-বেহায়াপনা বন্ধ এবং রংপুরে মেলার নামে জুয়া খেলা বন্ধ রাখার আহ্বান জানান জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে মহানগর জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সংগঠকরা অংশ নেন।