ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
শান্তিরক্ষা মিশন এলাকা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক পরিদর্শনে গেলেন সেনাবাহিনী প্রধান তুরস্ক বিশ্ব রাজনীতিতে ‘পাকা খেলোয়াড়’ : এরদোয়ান মির্জা ফখরুলের সুস্থতা কামনা করলেন জামায়াত আমির বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন: নতুন নাম বাংলাদেশ স্যাটেলাইট-১ মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টির দুই কর্মসূচি শাহজাদপুরে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড: তালাবদ্ধ সিঁড়ির ফাঁদে চারজনের মৃত্যু রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন: নীতিমালার প্রয়োজনীয়তা নিয়ে হাইকোর্টের রুল ইউক্রেনকে রক্ষা করতে যুক্তরাজ্যের ‘কোয়ালিশন অব উইলিং’ জোট গড়ার আহ্বান ইউক্রেনের পাশে ইউরোপ, স্টারমারের চার দফা কর্মসূচি: নতুন জোট গঠনের পরিকল্পনা লা লিগার শীর্ষে বার্সা, প্রিমিয়ার লিগের মুকুটের খুব কাছে লিভারপুল

শিক্ষক আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ

খবরের কথা ডেস্ক

ছবি: সংগৃহীত

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৬ হাজার ৫৩১ জনের নিয়োগের দাবিতে উত্তাল শাহবাগ। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টা থেকে শিক্ষকরা শাহবাগ মোড় অবরোধ করলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

দফায় দফায় লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেও আন্দোলন দমানো সম্ভব হয়নি। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশের টিয়ারশেল নিক্ষেপেও টলেনি আন্দোলনরত শিক্ষকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ প্রথমে আন্দোলনকারীদের সরে যেতে অনুরোধ করলেও তারা অনড় থাকেন। বেলা দুইটার দিকে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ শুরু করলে শিক্ষকদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। বেশ কয়েকজনকে আটক করেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি পুলিশ। বিশেষ করে নারী শিক্ষকদের একটি বড় অংশ এখনও শাহবাগ মোড়েই অবস্থান করছেন।

আন্দোলনরতদের স্লোগানে বারবার উঠে আসে ‘আমরা ন্যায্যতা চাই, আমরা বিচার চাই’, ‘পুলিশি হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘দাবি আদায় না হলে রাজপথ ছাড়বো না’ ইত্যাদি প্রতিবাদী কণ্ঠস্বর।

সরেজমিনে দেখা যায়, টিয়ারশেলের ধোঁয়া উপেক্ষা করেই আন্দোলনকারীরা রাস্তায় বসে আছেন। পুলিশের লাঠিচার্জেও পিছু হটতে নারাজ তারা। শিক্ষকরা বলছেন, নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে অবরোধের কারণে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
৫২২ বার পড়া হয়েছে

শিক্ষক আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ

আপডেট সময় ০৫:৫৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৬ হাজার ৫৩১ জনের নিয়োগের দাবিতে উত্তাল শাহবাগ। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টা থেকে শিক্ষকরা শাহবাগ মোড় অবরোধ করলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

দফায় দফায় লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেও আন্দোলন দমানো সম্ভব হয়নি। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশের টিয়ারশেল নিক্ষেপেও টলেনি আন্দোলনরত শিক্ষকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ প্রথমে আন্দোলনকারীদের সরে যেতে অনুরোধ করলেও তারা অনড় থাকেন। বেলা দুইটার দিকে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ শুরু করলে শিক্ষকদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। বেশ কয়েকজনকে আটক করেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি পুলিশ। বিশেষ করে নারী শিক্ষকদের একটি বড় অংশ এখনও শাহবাগ মোড়েই অবস্থান করছেন।

আন্দোলনরতদের স্লোগানে বারবার উঠে আসে ‘আমরা ন্যায্যতা চাই, আমরা বিচার চাই’, ‘পুলিশি হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘দাবি আদায় না হলে রাজপথ ছাড়বো না’ ইত্যাদি প্রতিবাদী কণ্ঠস্বর।

সরেজমিনে দেখা যায়, টিয়ারশেলের ধোঁয়া উপেক্ষা করেই আন্দোলনকারীরা রাস্তায় বসে আছেন। পুলিশের লাঠিচার্জেও পিছু হটতে নারাজ তারা। শিক্ষকরা বলছেন, নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে অবরোধের কারণে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।