০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
জাতির উদ্দেশ্যে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জনসমাগমের মধ্যে দক্ষিণখানে যুবলীগ নেতা খুন জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির শ্রদ্ধা গাজায় যুদ্ধবিরতি মানতে ইসরায়েলকে হোয়াইট হাউসের সতর্কবার্তা, নেতানিয়াহুকে সরাসরি বার্তা শিশু সাজিদের মৃত্যু: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ মানুষকে ভয় দেখাতেই এসব হামলা: রিজওয়ানা আটকের পর যা বললেন গুলিতে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হান্নান মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

ইবতেদায়ি শিক্ষকদের জন্য সুখবর আনলো শিক্ষা মন্ত্রণালয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / 97

ছবি সংগৃহীত

 

ইবতেদায়ি মাদরাসাগুলো পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এরই মধ্যে নিবন্ধনভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোর শিক্ষকরা জাতীয়করণের একদফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছেন। সকাল থেকেই সেখানে উপস্থিত হয়ে দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। শিক্ষকদের দাবি, প্রাথমিক বিদ্যালয়ের মতো একই পাঠ্যক্রমে শিক্ষাদান করেও তারা ন্যায্য বেতন-ভাতা থেকে বঞ্চিত।

বিজ্ঞাপন

আন্দোলনকারীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন দেশের প্রায় ১০ হাজার ইবতেদায়ি মাদরাসার ৫০ হাজার শিক্ষক। প্রাথমিক শিক্ষকদের সমপরিমাণ সুবিধা না পেয়ে তাদের জীবন চরম দুর্বিষহ হয়ে উঠেছে।

জাতীয়করণের দাবিতে এবার তারা চূড়ান্ত আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। শিক্ষকরা জানান, আজ বেলা ২টার মধ্যে দাবি পূরণের বিষয়ে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট ঘোষণা না এলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে গত ১৯ জানুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষকরা। ২৬ জানুয়ারি তারা প্রেস ক্লাব থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে পদযাত্রা করলে পুলিশের বাধার মুখে পড়েন। সেসময় জলকামান ও লাঠিচার্জের শিকার হন আন্দোলনরত শিক্ষকরা।

 

নিউজটি শেয়ার করুন

ইবতেদায়ি শিক্ষকদের জন্য সুখবর আনলো শিক্ষা মন্ত্রণালয়

আপডেট সময় ০৫:৫৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

 

ইবতেদায়ি মাদরাসাগুলো পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এরই মধ্যে নিবন্ধনভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোর শিক্ষকরা জাতীয়করণের একদফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছেন। সকাল থেকেই সেখানে উপস্থিত হয়ে দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। শিক্ষকদের দাবি, প্রাথমিক বিদ্যালয়ের মতো একই পাঠ্যক্রমে শিক্ষাদান করেও তারা ন্যায্য বেতন-ভাতা থেকে বঞ্চিত।

বিজ্ঞাপন

আন্দোলনকারীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন দেশের প্রায় ১০ হাজার ইবতেদায়ি মাদরাসার ৫০ হাজার শিক্ষক। প্রাথমিক শিক্ষকদের সমপরিমাণ সুবিধা না পেয়ে তাদের জীবন চরম দুর্বিষহ হয়ে উঠেছে।

জাতীয়করণের দাবিতে এবার তারা চূড়ান্ত আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। শিক্ষকরা জানান, আজ বেলা ২টার মধ্যে দাবি পূরণের বিষয়ে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট ঘোষণা না এলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে গত ১৯ জানুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষকরা। ২৬ জানুয়ারি তারা প্রেস ক্লাব থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে পদযাত্রা করলে পুলিশের বাধার মুখে পড়েন। সেসময় জলকামান ও লাঠিচার্জের শিকার হন আন্দোলনরত শিক্ষকরা।