ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পাকিস্তানে ভারতের হামলায় শতাধিক জঙ্গি নিহত হয়েছে: সর্বদলীয় বৈঠকে দাবি রাজনাথের লোহাগড়ায় তুচ্ছ ঘটনায় ভাইয়ের হাতে ভাই খুন চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি, হাঁসফাঁস জনজীবন ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ২৩২২ মামলা দিল ডিএমপি যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের কাঠামোগত বাণিজ্য চুক্তির ঘোষণা আজ এনবিআর বিলুপ্তির খসড়া বাতিলের দাবি কর আইনজীবী সংগঠনের শস্যভিত্তিক কৃষিজমি রক্ষায় নতুন আইন আসছে: কৃষি উপদেষ্টা মুন্সীগঞ্জে সালিসে ত্রৈমূর্ত হত্যাকাণ্ড: তিনজনের মৃত্যুদণ্ড, পাঁচজনের যাবজ্জীবন রমনা বটমূলে বোমা হামলা: ডেথ রেফারেন্স ও আপিলের রায় আংশিক ঘোষণা, পূর্ণাঙ্গ রায় ১৩ মে পরকীয়ার অভিযোগে পেট্রল ঢেলে স্ত্রীসহ নিজের শরীরে দেন আগুন

ঢাবি ও সাত কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ২০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / 50

ছবি সংগৃহীত

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৬ জানুয়ারি) রাতের এই ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রাথমিক সূত্রে জানা যায়, পাঁচ দফা দাবি নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা প্রো-ভিসি ড. মামুন আহমেদের সঙ্গে আলোচনা করতে গেলে তিনি ‘দুর্ব্যবহার’ করেন বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে সন্ধ্যা ৬টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সড়ক অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। এরপর প্রো-ভিসির ক্ষমা চাওয়ার সময়সীমা বেঁধে দেন তারা।

সময়মতো সাড়া না পেয়ে রাত ১১টার দিকে সাত কলেজের শিক্ষার্থীরা প্রো-ভিসির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল নিয়ে গেলে উত্তেজনা ছড়ায়। ঢাবি শিক্ষার্থীরা নীলক্ষেত সংলগ্ন ‘মুক্তি ও গণতন্ত্র তোরণ’-এ অবস্থান নেন।

দীর্ঘক্ষণ মুখোমুখি অবস্থানের পর ঢাবি শিক্ষার্থীদের ধাওয়ায় সাত কলেজের শিক্ষার্থীরা পিছু হটেন। পরে পুলিশের ধাওয়া এবং সাউন্ড গ্রেনেডের মুখে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের সামনে এসে জড়ো হন। সেখান থেকে পুনরায় সংগঠিত হয়ে তারা ঢাবি শিক্ষার্থীদের পাল্টা ধাওয়া দেন।

এ সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে শামীম, রিপন, ইমতিয়াজ, মনিরুল, ইসমাইল, সাগর ও মাহিনের নাম জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ঢাবি ও সাত কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ২০

আপডেট সময় ১১:৩২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৬ জানুয়ারি) রাতের এই ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রাথমিক সূত্রে জানা যায়, পাঁচ দফা দাবি নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা প্রো-ভিসি ড. মামুন আহমেদের সঙ্গে আলোচনা করতে গেলে তিনি ‘দুর্ব্যবহার’ করেন বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে সন্ধ্যা ৬টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সড়ক অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। এরপর প্রো-ভিসির ক্ষমা চাওয়ার সময়সীমা বেঁধে দেন তারা।

সময়মতো সাড়া না পেয়ে রাত ১১টার দিকে সাত কলেজের শিক্ষার্থীরা প্রো-ভিসির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল নিয়ে গেলে উত্তেজনা ছড়ায়। ঢাবি শিক্ষার্থীরা নীলক্ষেত সংলগ্ন ‘মুক্তি ও গণতন্ত্র তোরণ’-এ অবস্থান নেন।

দীর্ঘক্ষণ মুখোমুখি অবস্থানের পর ঢাবি শিক্ষার্থীদের ধাওয়ায় সাত কলেজের শিক্ষার্থীরা পিছু হটেন। পরে পুলিশের ধাওয়া এবং সাউন্ড গ্রেনেডের মুখে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের সামনে এসে জড়ো হন। সেখান থেকে পুনরায় সংগঠিত হয়ে তারা ঢাবি শিক্ষার্থীদের পাল্টা ধাওয়া দেন।

এ সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে শামীম, রিপন, ইমতিয়াজ, মনিরুল, ইসমাইল, সাগর ও মাহিনের নাম জানা গেছে।