দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বাংলাদেশি বাইক রাইডার ইমরান মাহমুদ
- আপডেট সময় ০৫:৪৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / 178
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশী যুবক বাইক রাইডার ইমরান মাহমুদ।
গত শুক্রবার (২ জানুয়ারি ২৬) দুপুর ১২:১৫ মি এ আল নাহদায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।
বাংলাদেশের চাঁদপুর জেলার কচুয়া থানার চাংপুর গ্রামের বাসিন্দা তিনি।
গত বছরের সেপ্টেম্বর মাসে তিনি জীবন জীবিকার তাগিদে দুবাইতে আসেন।
ইমরান দুবাইয়ে ডেলিভারো কোম্পানির ফুড ডেলিভারি বাইক রাইডার হিসেবে কাজ করেন। তিনি বর্তমানে আল-খাওয়ানিজ কোম্পানি একুমোডেশনে থাকেন। তার এমন দুর্ঘটনায় সহকর্মী ও পরিবারের সদস্যরা মানুষিক ভাবে ভেঙ্গে পড়েছেন।
দুর্ঘটনা ঘটা মাত্রই তাকে দুবাই পুলিশ উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়েছিন । তার ডান পায়ের হাড় ভেঙ্গে গিয়েছে । তবে এই চিকিৎসা তার সব সমস্যার সমাধান না। তার পায়ের অপারেশন সহ প্রয়োজনীয় চিকিৎসা শুরু করতে হবে । এখন দেখার বিষয় চিকিৎসক কি বলে সেটার জন্য অপেক্ষায় রয়েছে তার রুমমেট ও সহকর্মীরা।
এ বিষয়ে ভুক্তভোগী ইমরান জানান আমি একটি অর্ডার নিয়ে ডেলিভারি দিয়ে নামাজের উদ্দেশ্যে যাচ্ছিলাম হঠাৎ একটি গাড়ি এসে আমাকে ধাক্কা দেয় আমি রাস্তায় পড়ে যায় সেই সময় ঘটে আমার এই ভয়াবহ দুর্ঘটনা। আমি হাঁটতে চলতে পারছি না আমার ডান পায়ের হাড় ভেঙে গিয়েছে খুবই কষ্ট পাচ্ছি। এই মুহূর্তে আমার চিকিৎসার খুব প্রয়োজন আমার ইন্সুরেন্স এখনো একটিভ হয়নি এ বিষয়ে আমি খুবই হতাশ। আমার সকল সহকর্মী ও রুমমেটরা আমার দেখাশুনা করছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। সহকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চাই সকলে আমরা জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন।
এ ঘটনায় একাধিক প্রবাসীরা বলেছেন শারীরিক ভাবে অসুস্থ হলে একজন প্রবাসীর মনবোল অনেকটা দুর্বল হয়ে পড়ে। যেহেতু প্রবাস জীবনে পরিবার কাছে থাকে না আমরায় তার পরিবারের অংশ।
শারীরিকভাবেও তার সেবা যত্নের খুবই প্রয়োজন। সব মিলিয়ে তার দুই একটি মাস সমস্যা হতে পারে। তবে আমরা প্রবাসীরা আমাদের সাধ্যমত ইমরান ভাইয়ের পাশে যে কোন ধরনের সহযোগিতায় আছি।























