ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কচুরিপানার নিচে শিশুর মরদেহ জয়পুরহাটে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু সারাদেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২১ জন সিলেট-সুনামগঞ্জ সীমান্ত ৫৫ বাংলাদেশিকে পুশ-ইন করলো বিএসএফ গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে: অন্তর্বর্তী সরকার ট্রাম্প প্রশাসন পুড়িয়ে ফেলছে ৫০০ টন জরুরি খাদ্য গোপালগঞ্জ যেন মুজিববাদীদের ঘাঁটি না হয়ে ওঠে: ঘোষণা নাহিদ ইসলামের গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মশাল মিছিল ও দেশব্যাপী ব্লকেড কর্মসূচির ডাক এনসিপির উত্তেজনায় রণক্ষেত্রে পরিণত গোপালগঞ্জ, ১৪৪ ধারা জারি মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা রাজনৈতিক নয়, ব্যক্তিগত ও ব্যবসায়িক দ্বন্দ্বে: ডিএমপি

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ায় মাল্টিপল এন্ট্রি ভিসা চালু: আইন উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / 7

ছবি সংগৃহীত

 

বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে মালয়েশিয়া সরকার। মঙ্গলবার (১৬ জুলাই) এই তথ্য জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি জানান, গত মে মাসে মালয়েশিয়া সফর করেন তিনি ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশি কর্মীদের সিঙ্গেল এন্ট্রি ভিসা সংক্রান্ত সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার প্রেক্ষিতে মালয়েশিয়া সরকার গত ১০ জুলাই একটি পরিপত্র জারি করে মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর সিদ্ধান্ত জানায়।

ড. আসিফ নজরুল বলেন, “বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছিলেন। এরপর থেকেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও মালয়েশিয়ায় বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা নিয়মিত যোগাযোগ রাখেন। অবশেষে মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালকের স্বাক্ষরে পরিপত্রটি জারি হয়।”

নতুন নিয়ম অনুযায়ী, যেসব বাংলাদেশি কর্মীরা পরিপত্র জারির আগেই সিঙ্গেল এন্ট্রি ভিসা এবং টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস (PLKS) পেয়েছেন, তাদের নতুন করে মাল্টিপল ভিসার জন্য আবেদন করতে হবে না। PLKS নবায়নের সময় মাল্টিপল ভিসা স্বয়ংক্রিয়ভাবে ইস্যু হবে।

এছাড়া, যেসব কর্মীদের PLKS এখনো বৈধ এবং তাদের কাছে সিঙ্গেল এন্ট্রি ভিসা রয়েছে, তারা নতুন মাল্টিপল ভিসা ছাড়া মালয়েশিয়া থেকে দেশে আসা-যাওয়া করতে পারবেন। এই বিষয়ে দেশটির সব আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

ড. আসিফ নজরুল আরও জানান, “মালয়েশিয়া ১৫টি দেশ থেকে শ্রমিক নেয়। কিন্তু শুধুমাত্র বাংলাদেশিদেরই এতদিন সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছিল, যা কর্মীদের জন্য বড় ভোগান্তির কারণ ছিল। মাল্টিপল এন্ট্রি ভিসা চালু হওয়ায় তারা এখন থেকে সহজে ও নিরাপদে দেশে যাওয়া-আসা করতে পারবেন, যা একটি বড় স্বস্তির বিষয়।”

 

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ায় মাল্টিপল এন্ট্রি ভিসা চালু: আইন উপদেষ্টা

আপডেট সময় ১১:০৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

 

বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে মালয়েশিয়া সরকার। মঙ্গলবার (১৬ জুলাই) এই তথ্য জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি জানান, গত মে মাসে মালয়েশিয়া সফর করেন তিনি ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশি কর্মীদের সিঙ্গেল এন্ট্রি ভিসা সংক্রান্ত সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার প্রেক্ষিতে মালয়েশিয়া সরকার গত ১০ জুলাই একটি পরিপত্র জারি করে মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর সিদ্ধান্ত জানায়।

ড. আসিফ নজরুল বলেন, “বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছিলেন। এরপর থেকেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও মালয়েশিয়ায় বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা নিয়মিত যোগাযোগ রাখেন। অবশেষে মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালকের স্বাক্ষরে পরিপত্রটি জারি হয়।”

নতুন নিয়ম অনুযায়ী, যেসব বাংলাদেশি কর্মীরা পরিপত্র জারির আগেই সিঙ্গেল এন্ট্রি ভিসা এবং টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস (PLKS) পেয়েছেন, তাদের নতুন করে মাল্টিপল ভিসার জন্য আবেদন করতে হবে না। PLKS নবায়নের সময় মাল্টিপল ভিসা স্বয়ংক্রিয়ভাবে ইস্যু হবে।

এছাড়া, যেসব কর্মীদের PLKS এখনো বৈধ এবং তাদের কাছে সিঙ্গেল এন্ট্রি ভিসা রয়েছে, তারা নতুন মাল্টিপল ভিসা ছাড়া মালয়েশিয়া থেকে দেশে আসা-যাওয়া করতে পারবেন। এই বিষয়ে দেশটির সব আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

ড. আসিফ নজরুল আরও জানান, “মালয়েশিয়া ১৫টি দেশ থেকে শ্রমিক নেয়। কিন্তু শুধুমাত্র বাংলাদেশিদেরই এতদিন সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছিল, যা কর্মীদের জন্য বড় ভোগান্তির কারণ ছিল। মাল্টিপল এন্ট্রি ভিসা চালু হওয়ায় তারা এখন থেকে সহজে ও নিরাপদে দেশে যাওয়া-আসা করতে পারবেন, যা একটি বড় স্বস্তির বিষয়।”