ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সারাদেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২১ জন সিলেট-সুনামগঞ্জ সীমান্ত ৫৫ বাংলাদেশিকে পুশ-ইন করলো বিএসএফ গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে: অন্তর্বর্তী সরকার ট্রাম্প প্রশাসন পুড়িয়ে ফেলছে ৫০০ টন জরুরি খাদ্য গোপালগঞ্জ যেন মুজিববাদীদের ঘাঁটি না হয়ে ওঠে: ঘোষণা নাহিদ ইসলামের গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মশাল মিছিল ও দেশব্যাপী ব্লকেড কর্মসূচির ডাক এনসিপির উত্তেজনায় রণক্ষেত্রে পরিণত গোপালগঞ্জ, ১৪৪ ধারা জারি মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা রাজনৈতিক নয়, ব্যক্তিগত ও ব্যবসায়িক দ্বন্দ্বে: ডিএমপি গল্প দিয়ে ইতিহাস লেখা যায় না: জাতীয় প্রেসক্লাবে ড. মঈন খানের হুঁশিয়ারি চুয়াডাঙ্গায় জমি বিরোধ নিয়ে পৃথক দুই হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত ও একীভূত শিক্ষাব্যবস্থা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / 6

ছবি সংগৃহীত

 

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও একীভূত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে প্রস্তাবিত বিভিন্ন সুপারিশ গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরার।

মঙ্গলবার (১৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে একটি যৌথ প্রতিনিধি দল উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়। প্রতিনিধি দলে ছিলেন কৃষ্টি, বাংলাদেশ সোসাইটি ফর দ্যা চেইঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান), সাইটসেভার্স এবং ভিজ্যুয়াল ইমপেয়ার্ড পিপলস সোসাইটি (ভিপস)-এর নেতৃস্থানীয় ব্যক্তিরা।

সাক্ষাতে প্রতিনিধি দল প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য একীভূত, সমন্বিত ও বিশেষায়িত শিক্ষাব্যবস্থা আরো কার্যকর ও সময়োপযোগী করতে একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের প্রস্তাব উত্থাপন করেন। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনের দাবি জানানো হয়, যা প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে নীতিগত ও কাঠামোগত উদ্যোগ গ্রহণে সহায়ক হবে।

প্রতিনিধিরা আরো বলেন, শ্রুতিলেখক ব্যবস্থাকে কেন্দ্রীয়ভাবে পরিচালনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি অভিন্ন নীতিমালা থাকা জরুরি। পাশাপাশি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) ব্রেইল শাখা চালু করা এবং বিভিন্ন ধরনের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য পরিচালিত শিক্ষা কার্যক্রমে যুগোপযোগী নীতিমালা প্রণয়নের ওপরও গুরুত্বারোপ করেন তারা।

এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত প্রতিবন্ধী শিক্ষাব্যবস্থাকে শিক্ষা মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে নিয়ে আসার আহ্বান জানানো হয়।

সাক্ষাৎ শেষে শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার প্রতিনিধি দলের প্রস্তাবনাগুলো মনোযোগসহকারে শোনেন এবং তাদের বক্তব্যের প্রশংসা করে এসব সুপারিশ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে বলে জানান।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কৃষ্টির সভাপতি সাবরিনা সুলতানা, সহসভাপতি ইফতেখার মাহমুদ, বি-স্ক্যান এর সাধারণ সম্পাদক সালমা মাহবুব, সাইটসেভার্স-এর অ্যাডভোকেসি ও কমিউনিকেশন কো-অর্ডিনেটর খন্দকার সোহেল রানা এবং ভিপস এর নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম। সাক্ষাৎকালে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত ও একীভূত শিক্ষাব্যবস্থা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস

আপডেট সময় ১০:৩৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

 

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও একীভূত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে প্রস্তাবিত বিভিন্ন সুপারিশ গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরার।

মঙ্গলবার (১৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে একটি যৌথ প্রতিনিধি দল উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়। প্রতিনিধি দলে ছিলেন কৃষ্টি, বাংলাদেশ সোসাইটি ফর দ্যা চেইঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান), সাইটসেভার্স এবং ভিজ্যুয়াল ইমপেয়ার্ড পিপলস সোসাইটি (ভিপস)-এর নেতৃস্থানীয় ব্যক্তিরা।

সাক্ষাতে প্রতিনিধি দল প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য একীভূত, সমন্বিত ও বিশেষায়িত শিক্ষাব্যবস্থা আরো কার্যকর ও সময়োপযোগী করতে একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের প্রস্তাব উত্থাপন করেন। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনের দাবি জানানো হয়, যা প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে নীতিগত ও কাঠামোগত উদ্যোগ গ্রহণে সহায়ক হবে।

প্রতিনিধিরা আরো বলেন, শ্রুতিলেখক ব্যবস্থাকে কেন্দ্রীয়ভাবে পরিচালনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি অভিন্ন নীতিমালা থাকা জরুরি। পাশাপাশি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) ব্রেইল শাখা চালু করা এবং বিভিন্ন ধরনের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য পরিচালিত শিক্ষা কার্যক্রমে যুগোপযোগী নীতিমালা প্রণয়নের ওপরও গুরুত্বারোপ করেন তারা।

এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত প্রতিবন্ধী শিক্ষাব্যবস্থাকে শিক্ষা মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে নিয়ে আসার আহ্বান জানানো হয়।

সাক্ষাৎ শেষে শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার প্রতিনিধি দলের প্রস্তাবনাগুলো মনোযোগসহকারে শোনেন এবং তাদের বক্তব্যের প্রশংসা করে এসব সুপারিশ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে বলে জানান।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কৃষ্টির সভাপতি সাবরিনা সুলতানা, সহসভাপতি ইফতেখার মাহমুদ, বি-স্ক্যান এর সাধারণ সম্পাদক সালমা মাহবুব, সাইটসেভার্স-এর অ্যাডভোকেসি ও কমিউনিকেশন কো-অর্ডিনেটর খন্দকার সোহেল রানা এবং ভিপস এর নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম। সাক্ষাৎকালে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।