০২:১৯ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রাজধানীতে জশনে জুলুস শোভাযাত্রা কুষ্টিয়ায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে লাশ উদ্ধার তুরাগ নদীর ১৭ কিলোমিটার ড্রেজিংয়ে অর্থ দেবে বিশ্বব্যাংক যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছে, তারাই এখন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত: আসিফ মাহমুদ বিষাক্ত মদ্যপানে মুন্সিগঞ্জে ৪ জনের মৃত্যু, হাসপাতালে আরও ৩ লেবাননে সব অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা অনুমোদন বৈশ্বিক ড্রোন বিক্রি বাড়াতে ১৯৮৭ সালের ব্যাখ্যা পরিবর্তন করছে যুক্তরাষ্ট্র নথি ফাঁস: ২০১৯ সালে মার্কিন বাহিনী উত্তর কোরিয়ার বেসামরিক নাগরিকদের হত্যা করে যুক্তরাজ্য–নরওয়ের মধ্যে ১০ বিলিয়ন পাউন্ডের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সিরিয়া থেকে বেআইনিভাবে তেল উত্তোলন করছে SDF/YPG, AANES

সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষাঙ্গনকে দুর্বৃত্তায়নমুক্ত করতে হবে: ধর্ম উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / 25

ছবি সংগৃহীত

 

শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে রাজনৈতিক দুর্বৃত্তায়ন রোধের ওপর গুরুত্বারোপ করেছেন বিশিষ্ট ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, “পৃথিবীর কোনো উন্নত দেশে শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতি নেই। কিন্তু আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এ চর্চা দীর্ঘদিন ধরে চলমান। শিক্ষার পরিবেশ ও মান রক্ষা করতে হলে বিশ্ববিদ্যালয়গুলোকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে মুক্ত করতে হবে।”

সোমবার (১৪ জুলাই) রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রজত জয়ন্তী, মোড়ক উন্মোচন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে ড. খালিদ হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার আজও আত্মিক সম্পর্ক রয়েছে। সময় পেলে এখনো শাহজালাল হলে গিয়ে পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে মন চায়। ঝুপড়িতে বসে এক কাপ চায়ের চুমুক যেন পুরনো দিনগুলো ফিরিয়ে আনে।”

গবেষণার মান নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট থিসিসে ২৫ শতাংশ পর্যন্ত রেফারেন্স গ্রহণযোগ্য। কিন্তু আমাদের দেশে এই হার অনিয়ন্ত্রিতভাবে অনেক বেশি, যার ফলে মৌলিক গবেষণার জায়গা ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি’র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সভাপতি মুহাম্মদ শওকত আলী নূর।

বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামীম উদ্দিন খান এবং প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগের সাবেক অধ্যাপক ড. শাহ মোহাম্মদ শফিক উল্লাহ।

অনুষ্ঠানে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থী ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষাঙ্গনকে দুর্বৃত্তায়নমুক্ত করতে হবে: ধর্ম উপদেষ্টা

আপডেট সময় ০৪:০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

 

শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে রাজনৈতিক দুর্বৃত্তায়ন রোধের ওপর গুরুত্বারোপ করেছেন বিশিষ্ট ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, “পৃথিবীর কোনো উন্নত দেশে শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতি নেই। কিন্তু আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এ চর্চা দীর্ঘদিন ধরে চলমান। শিক্ষার পরিবেশ ও মান রক্ষা করতে হলে বিশ্ববিদ্যালয়গুলোকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে মুক্ত করতে হবে।”

সোমবার (১৪ জুলাই) রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রজত জয়ন্তী, মোড়ক উন্মোচন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে ড. খালিদ হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার আজও আত্মিক সম্পর্ক রয়েছে। সময় পেলে এখনো শাহজালাল হলে গিয়ে পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে মন চায়। ঝুপড়িতে বসে এক কাপ চায়ের চুমুক যেন পুরনো দিনগুলো ফিরিয়ে আনে।”

গবেষণার মান নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট থিসিসে ২৫ শতাংশ পর্যন্ত রেফারেন্স গ্রহণযোগ্য। কিন্তু আমাদের দেশে এই হার অনিয়ন্ত্রিতভাবে অনেক বেশি, যার ফলে মৌলিক গবেষণার জায়গা ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি’র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সভাপতি মুহাম্মদ শওকত আলী নূর।

বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামীম উদ্দিন খান এবং প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগের সাবেক অধ্যাপক ড. শাহ মোহাম্মদ শফিক উল্লাহ।

অনুষ্ঠানে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থী ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।