চেয়ারম্যান অপসারণসহ ৪ দফা দাবি, এনবিআরের বিরুদ্ধে অসহযোগের ঘোষণা

- আপডেট সময় ০৪:৪৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- / 15
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে জারি করা প্রজ্ঞাপন বাতিলের দাবিতে কর্মসূচি আরও জোরদার করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। একইসঙ্গে চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণসহ চার দফা দাবিতে অসহযোগ কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।
বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, নিয়মতান্ত্রিকভাবে চলমান আন্দোলনের যৌক্তিকতা সম্পর্কে সরকারের নীতিনির্ধারকদের কাছে প্রকৃত তথ্য উপস্থাপন না করে, বরং তথ্য গোপন করেছেন এনবিআরের চেয়ারম্যান। এতে পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই প্রেক্ষাপটে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবিগুলো হলো বিতর্কিত অধ্যাদেশ অবিলম্বে বাতিল, চেয়ারম্যানের অপসারণ, রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ ওয়েবসাইটে প্রকাশ এবং সকল অংশীজনের মতামত নিয়ে একটি টেকসই ও উপযুক্ত রাজস্ব সংস্কার প্রক্রিয়া নিশ্চিত করা।
সংগঠনটি জানায়, আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) দুপুরে প্রধান উপদেষ্টার কাছে দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হবে। পাশাপাশি ঢাকা ও ঢাকার বাইরে নিজ নিজ দফতরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। তবে রফতানি এবং আন্তর্জাতিক যাত্রীসেবা এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।
আরও জানানো হয়, ২৪ ও ২৫ মে কাস্টমস হাউস এবং এলসি স্টেশন ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দফতরে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালিত হবে। উল্লিখিত দুইদিন কাস্টমস হাউস ও এলসি স্টেশনগুলোতেও সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি কার্যকর থাকবে।
২৬ মে থেকে শুরু হবে বৃহত্তর কর্মবিরতি। ওই দিন থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া বাকি সকল দফতরে কর্মবিরতি চলবে বলে ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
এই আন্দোলনের মধ্য দিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ রাজস্ব ব্যবস্থার স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক সংস্কার প্রক্রিয়ার উপর জোর দিচ্ছে। তাদের দাবি কোনো রকম রাজনৈতিক প্রভাব বা তথ্য গোপন না রেখে জনগণের অংশগ্রহণ ও মতামতকে গুরুত্ব দিয়েই রাজস্ব কাঠামোর সংস্কার করতে হবে।