ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মোহাম্মদপুরে ডাকাতির প্রস্তুতিকালে ভাইরাল আলভিসহ ৪ জন গ্রেফতার পুরনো খেলায় নতুন প্লেয়ার না, নিয়মই বদলাতে এসেছি”: নাহিদ ইসলাম গাজায় নিজেদের ছোড়া ভূল গুলিতে নিহত ৩১ ইসরাইলি সেনা পবিত্র আশুরা মুসলিমদের জন্য গভীর শোক, শ্রদ্ধা ও আত্মত্যাগের দিন: তারেক রহমান ৩৭টি সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিদ্যুৎকেন্দ্র মালিকদের বোরো ধানের উৎপাদন বৃদ্ধি, শিগগিরই চালের বাজার স্বাভাবিক হবে: খাদ্য উপদেষ্টা সিরিয়ার নতুন জাতীয় প্রতীক ‘সোনালি ঈগল’ উন্মোচন সিলেটে ৫ দফা দাবিতে পরিবহন ধর্মঘট, কর্মসূচি জারি রাখতে ৪৮ ঘণ্টার হুঁশিয়ারি মুসলিম দেশগুলোকে লক্ষ্য অর্জনে একযোগে কাজের আহ্বান পরিবেশ উপদেষ্টার সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৫৪২

শস্যভিত্তিক কৃষিজমি রক্ষায় নতুন আইন আসছে: কৃষি উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / 18

ছবি সংগৃহীত

 

দেশের কৃষিজমি রক্ষায় নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, “আমরা নতুন আইনের বিষয়ে চিন্তাভাবনা করছি। যাতে করে কৃষিজমি ধ্বংস করে আর কোনো নতুন ইটভাটা গড়ে না ওঠে।”

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার মোকলেসপুর ইউনিয়নের ঢেলপির ব্লকে বোরো ধান কর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

তিনি বলেন, “আমরা পরিকল্পনা করছি, আম, লিচু, টমেটোর মতো মৌসুমি ফসল সংরক্ষণের জন্য গ্রামাঞ্চলে মিনি কোল্ডস্টোরেজ স্থাপন করা হবে। যাতে কৃষকরা ন্যায্যমূল্যে তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারেন। ইতোমধ্যে আম, লিচু ও কাঁঠাল বিদেশে রপ্তানির ব্যবস্থাও নেওয়া হয়েছে।”

কৃষি উপদেষ্টা জানান, “আমের মতোই লিচু পরিবহনের জন্যও শীতাতপ নিয়ন্ত্রিত রেলের বগি বরাদ্দ দেওয়া হবে। এতে করে কৃষকরা স্বল্পমূল্যে দেশের বিভিন্ন জায়গায় লিচু পাঠাতে পারবেন।”

তিনি আরও বলেন, “কোনোভাবেই ধানচাষের জমিতে আম-লিচু চাষ করা যাবে না। ধান উৎপাদন বাড়াতে হবে, কারণ সরকার ধান ও চাল ক্রয়ে আগ্রহী। এ বছর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তার চেয়েও বেশি ধান কীভাবে কেনা যায় সে বিষয়েও ভাবছে সরকার।”

সেচ ব্যবস্থার খরচ কমানোর বিষয়ে তিনি বলেন, “বরেন্দ্র অঞ্চলে বোরো ধানের উৎপাদন টিকিয়ে রাখতে হলে পানির সেচে খরচ আরও কমাতে হবে। এতে উৎপাদন খরচ কমবে, কৃষক উপকৃত হবেন। পাশাপাশি, ফুড বিভাগের দুর্নীতিও কমাতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. মো. আসাদ উজ জামান, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।

সরকারি পর্যায়ের এ ধরনের কার্যকর উদ্যোগ কৃষি খাতকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করছেন স্থানীয় কৃষকরা।

নিউজটি শেয়ার করুন

শস্যভিত্তিক কৃষিজমি রক্ষায় নতুন আইন আসছে: কৃষি উপদেষ্টা

আপডেট সময় ০৫:০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

 

দেশের কৃষিজমি রক্ষায় নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, “আমরা নতুন আইনের বিষয়ে চিন্তাভাবনা করছি। যাতে করে কৃষিজমি ধ্বংস করে আর কোনো নতুন ইটভাটা গড়ে না ওঠে।”

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার মোকলেসপুর ইউনিয়নের ঢেলপির ব্লকে বোরো ধান কর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

তিনি বলেন, “আমরা পরিকল্পনা করছি, আম, লিচু, টমেটোর মতো মৌসুমি ফসল সংরক্ষণের জন্য গ্রামাঞ্চলে মিনি কোল্ডস্টোরেজ স্থাপন করা হবে। যাতে কৃষকরা ন্যায্যমূল্যে তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারেন। ইতোমধ্যে আম, লিচু ও কাঁঠাল বিদেশে রপ্তানির ব্যবস্থাও নেওয়া হয়েছে।”

কৃষি উপদেষ্টা জানান, “আমের মতোই লিচু পরিবহনের জন্যও শীতাতপ নিয়ন্ত্রিত রেলের বগি বরাদ্দ দেওয়া হবে। এতে করে কৃষকরা স্বল্পমূল্যে দেশের বিভিন্ন জায়গায় লিচু পাঠাতে পারবেন।”

তিনি আরও বলেন, “কোনোভাবেই ধানচাষের জমিতে আম-লিচু চাষ করা যাবে না। ধান উৎপাদন বাড়াতে হবে, কারণ সরকার ধান ও চাল ক্রয়ে আগ্রহী। এ বছর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তার চেয়েও বেশি ধান কীভাবে কেনা যায় সে বিষয়েও ভাবছে সরকার।”

সেচ ব্যবস্থার খরচ কমানোর বিষয়ে তিনি বলেন, “বরেন্দ্র অঞ্চলে বোরো ধানের উৎপাদন টিকিয়ে রাখতে হলে পানির সেচে খরচ আরও কমাতে হবে। এতে উৎপাদন খরচ কমবে, কৃষক উপকৃত হবেন। পাশাপাশি, ফুড বিভাগের দুর্নীতিও কমাতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. মো. আসাদ উজ জামান, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।

সরকারি পর্যায়ের এ ধরনের কার্যকর উদ্যোগ কৃষি খাতকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করছেন স্থানীয় কৃষকরা।