গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদে জাবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত, অফিসে কর্মবিরতি

- আপডেট সময় ১১:০২:১০ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / ২৫ বার পড়া হয়েছে
গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে একাত্মতা প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। মানবতার এই ভয়াবহ বিপর্যয়ের প্রতি সম্মান জানিয়ে সোমবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে প্রশাসন। একইসঙ্গে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসে কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা” শীর্ষক আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জনের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গাজায় চলমান দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যা ও এর ফলে সৃষ্ট চরম মানবিক সংকট এখন বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। এই নিষ্ঠুরতা প্রতিরোধে আন্তর্জাতিক শিক্ষার্থী সমাজের সঙ্গে একাত্মতা প্রকাশ করতেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই কর্মসূচি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, গাজায় শিশু, নারী ও সাধারণ মানুষ নির্বিচারে নিহত হচ্ছেন। এমন পরিস্থিতিতে মানবতা ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানো জরুরি হয়ে পড়েছে। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় মানবিক মূল্যবোধ ও বিশ্বসংহতির বার্তা দিয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকলেও ওইদিন পরে সংশ্লিষ্ট বিভাগ থেকে নতুন সময়সূচি জানিয়ে দেওয়া হবে। অন্যদিকে, অফিস বন্ধ থাকলেও জরুরি প্রশাসনিক কাজ প্রয়োজন হলে সীমিত পরিসরে তা বিবেচনা করা হবে।
দেশের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপ শিক্ষার্থীদের মানবিক চেতনা ও বৈশ্বিক বিষয়ে সক্রিয় অংশগ্রহণের দৃষ্টান্ত হিসেবে প্রশংসা পাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একে “মানবতার পক্ষে একটি সাহসী বার্তা” হিসেবে আখ্যায়িত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের এই সংহতির বার্তা বিশ্বব্যাপী চলমান প্রতিবাদের অংশ হয়ে উঠুক এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের।