নৌপথে চোরাচালান ও পাচার রোধে কোস্ট গার্ড ঢাকা জোনের কঠোর নজরদারি

- আপডেট সময় ০৮:৩২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- / 31
দেশের আইনশৃঙ্খলা রক্ষা, চোরাচালান, মাদক ও মানবপাচার প্রতিরোধসহ নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।
বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাহিনীর ঢাকা জোনের জোনাল কমান্ডার মো. ইমতিয়াজ হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, ঢাকা জোন বর্তমানে দুটি জাহাজ এবং উচ্চগতিসম্পন্ন ২৩টি বোটের মাধ্যমে ঢাকা, নারায়ণগঞ্জ, পাটুরিয়া, দৌলতদিয়া ও চাঁদপুর অঞ্চলে টহল কার্যক্রম পরিচালনা করছে। জরুরি পরিস্থিতিতে কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) এবং ডাইভিং টিম মোতায়েনসহ নিয়মিত নৌপেট্রলিংয়ের মাধ্যমে নৌপথে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত গত চার মাসে চালানো বিভিন্ন অভিযানে ঢাকা জোনের অধীন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ২৬টি দেশীয় অস্ত্র, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি, ২৫ পিস ইয়াবা এবং ৬ কেজি ৫০ গ্রাম গাঁজা। এছাড়াও আটক করা হয়েছে ১২ জন কিশোর গ্যাং সদস্য, ৪ জন চাঁদাবাজ, ৩ জন ছিনতাইকারী এবং একজন দুষ্কৃতিকারী।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দুর্গম চরাঞ্চলের ১ হাজার ৬৪৭ জন হতদরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে বলেও জানান কমান্ডার ইমতিয়াজ।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, চাঁদপুর ও আশপাশের এলাকায় একক ও যৌথ উদ্ধার অভিযানে ১০টি মরদেহ উদ্ধার এবং দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রতিদিন যাত্রী ও নৌযানের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে টহল ও তল্লাশি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাহিনী।
আকস্মিক দুর্ঘটনায় দ্রুত সাড়া দিতে বিসিজি স্টেশন পাগলা ও চাঁদপুরে সার্বক্ষণিক ডুবুরি দল প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও প্রত্যেকটি চেকপয়েন্টে নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি বলেন, দেশের সমুদ্র, উপকূল ও নদী তীরবর্তী অঞ্চলে সার্বক্ষণিক নজর রাখার মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখার লক্ষ্যে কাজ করছে কোস্ট গার্ড ঢাকা জোন। যে কোনো দুর্যোগ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সাড়া দিতে বাহিনী সদা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।