ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কচুরিপানার নিচে শিশুর মরদেহ জয়পুরহাটে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু সারাদেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২১ জন সিলেট-সুনামগঞ্জ সীমান্ত ৫৫ বাংলাদেশিকে পুশ-ইন করলো বিএসএফ গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে: অন্তর্বর্তী সরকার ট্রাম্প প্রশাসন পুড়িয়ে ফেলছে ৫০০ টন জরুরি খাদ্য গোপালগঞ্জ যেন মুজিববাদীদের ঘাঁটি না হয়ে ওঠে: ঘোষণা নাহিদ ইসলামের গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মশাল মিছিল ও দেশব্যাপী ব্লকেড কর্মসূচির ডাক এনসিপির উত্তেজনায় রণক্ষেত্রে পরিণত গোপালগঞ্জ, ১৪৪ ধারা জারি মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা রাজনৈতিক নয়, ব্যক্তিগত ও ব্যবসায়িক দ্বন্দ্বে: ডিএমপি

শুক্রবার (৬ জুন) ঈদুল আজহার সম্ভাবনা, বলছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 55

ছবি সংগৃহীত

 

আসন্ন ঈদুল আজহা আগামী শুক্রবার, ৬ জুন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র।

রবিবার (২৫ মে) এমিরেটস নিউজ এজেন্সির (ডব্লিউএএম) বরাতে জানানো হয়, ১৪৪৬ হিজরির জিলহজ মাসের চাঁদ আগামী মঙ্গলবার (২৭ মে) টেলিস্কোপের মাধ্যমে দেখার প্রবল সম্ভাবনা রয়েছে।

আবুধাবি-ভিত্তিক এই জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ জানান, এশিয়ার মধ্য ও পশ্চিমাঞ্চল, আফ্রিকার বেশিরভাগ অংশ এবং ইউরোপের কিছু এলাকায় ২৭ মে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা সম্ভব হবে। এমনকি, যুক্তরাষ্ট্রের কিছু অংশে খালি চোখেও চাঁদ দেখা যেতে পারে বলে জানিয়েছেন তিনি।

এই হিসাব অনুযায়ী, ২৮ মে থেকে জিলহজ মাস শুরু হবে এবং তার ১০ম দিনে, অর্থাৎ ৬ জুন শুক্রবার পবিত্র ঈদুল আজহা পালিত হবে মুসলিম বিশ্বে।

এদিকে, সৌদি আরবের সুপ্রিম কোর্ট মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় চাঁদ দেখার জন্য দেশটির সব মুসলমান নাগরিকদের আহ্বান জানিয়েছে। চাঁদ দেখা সাপেক্ষেই জিলহজ মাসের শুরুর দিন নির্ধারিত হবে, যার মধ্যে রয়েছে হজ ও ঈদুল আজহার মতো গুরুত্বপূর্ণ ইবাদত।

সৌদি সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে জানিয়েছে, যারা খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে চাঁদের দেখা পাবেন, তাদের নিকটবর্তী আদালতে গিয়ে সাক্ষ্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, ঈদুল আজহা মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখে এই ঈদ উদযাপিত হয়। হজ পালন শেষে এই দিনে পশু কোরবানির মাধ্যমে ঈদুল আজহার মূল আনুষ্ঠানিকতা পালিত হয়।

জ্যোতির্বিদদের এই পূর্বাভাস অনুযায়ী, বেশিরভাগ মুসলিম দেশেই একই দিনে ঈদ পালনের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে চাঁদ দেখার ওপর, যা আগামী ২৭ মে সন্ধ্যায় নির্ধারিত হবে।

নিউজটি শেয়ার করুন

শুক্রবার (৬ জুন) ঈদুল আজহার সম্ভাবনা, বলছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র

আপডেট সময় ০৪:১৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

 

আসন্ন ঈদুল আজহা আগামী শুক্রবার, ৬ জুন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র।

রবিবার (২৫ মে) এমিরেটস নিউজ এজেন্সির (ডব্লিউএএম) বরাতে জানানো হয়, ১৪৪৬ হিজরির জিলহজ মাসের চাঁদ আগামী মঙ্গলবার (২৭ মে) টেলিস্কোপের মাধ্যমে দেখার প্রবল সম্ভাবনা রয়েছে।

আবুধাবি-ভিত্তিক এই জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ জানান, এশিয়ার মধ্য ও পশ্চিমাঞ্চল, আফ্রিকার বেশিরভাগ অংশ এবং ইউরোপের কিছু এলাকায় ২৭ মে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা সম্ভব হবে। এমনকি, যুক্তরাষ্ট্রের কিছু অংশে খালি চোখেও চাঁদ দেখা যেতে পারে বলে জানিয়েছেন তিনি।

এই হিসাব অনুযায়ী, ২৮ মে থেকে জিলহজ মাস শুরু হবে এবং তার ১০ম দিনে, অর্থাৎ ৬ জুন শুক্রবার পবিত্র ঈদুল আজহা পালিত হবে মুসলিম বিশ্বে।

এদিকে, সৌদি আরবের সুপ্রিম কোর্ট মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় চাঁদ দেখার জন্য দেশটির সব মুসলমান নাগরিকদের আহ্বান জানিয়েছে। চাঁদ দেখা সাপেক্ষেই জিলহজ মাসের শুরুর দিন নির্ধারিত হবে, যার মধ্যে রয়েছে হজ ও ঈদুল আজহার মতো গুরুত্বপূর্ণ ইবাদত।

সৌদি সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে জানিয়েছে, যারা খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে চাঁদের দেখা পাবেন, তাদের নিকটবর্তী আদালতে গিয়ে সাক্ষ্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, ঈদুল আজহা মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখে এই ঈদ উদযাপিত হয়। হজ পালন শেষে এই দিনে পশু কোরবানির মাধ্যমে ঈদুল আজহার মূল আনুষ্ঠানিকতা পালিত হয়।

জ্যোতির্বিদদের এই পূর্বাভাস অনুযায়ী, বেশিরভাগ মুসলিম দেশেই একই দিনে ঈদ পালনের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে চাঁদ দেখার ওপর, যা আগামী ২৭ মে সন্ধ্যায় নির্ধারিত হবে।