ঢাকা ০২:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
আকাশে বিরল বিস্ফোরণের দৃশ্য: আজ দেখা যেতে পারে ‘নোভা’র চমক গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক: ট্রাম্পের ঘোষণা ঘিরে বৈশ্বিক উদ্বেগ কৃত্রিম বুদ্ধিমত্তায় সজ্জিত সুইসাইড’ বা আত্মঘাতী ড্রোনের সফল পরীক্ষা তদারকি করেলন কিম জং উন: নতুন সামরিক রূপে উত্তর কোরিয়া ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার সুপারিশে ক্ষুব্ধ দিল্লি ঈদ উৎসবে ঐতিহ্যের ছোঁয়া: উত্তরে প্রস্তুতি চলছে বর্ণিল ঈদ মিছিলের- জানালেন আসিফ মাহমুদ দুর্নীতির মামলায় জি কে শামীমের সাড়ে পাঁচ বছরের কারাদণ্ড, খালাস পেয়েছেন মা, বাজেয়াপ্ত ২৯৭ কোটি টাকা ঐতিহ্য আর ভক্তির মিলনমেলা—তিতাস নদীতে গঙ্গাস্নান ও লোকজ উৎসব ভারত থেকে আসল আরও ৯ হাজার ৫০০ মেট্রিক টন চাল, মোট আমদানির পরিমাণ ছাড়াল প্রায় ৩ লাখ টন এশিয়ার অভিন্ন ভবিষ্যৎ গঠনে যৌথ রোডম্যাপের আহ্বান ড. ইউনূসের ঈদের ৯ দিনের ছুটি, তবুও স্থবির হবে না অর্থনীতি: ড. সালেহউদ্দিন

স্বাধীনতা দিবসে বাংলাদেশের পাশে যুক্তরাষ্ট্র: শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গতকাল (২৫ মার্চ) ওয়াশিংটন ডিসি থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে মার্কো রুবিও বলেন, “২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে আমি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এই দিনটি শুধু বাংলাদেশের জন্যই নয়, বিশ্ব গণতন্ত্রের জন্যও এক তাৎপর্যপূর্ণ মুহূর্ত।”

তিনি বলেন, “এমন একটি সময়ে এই দিবস উদযাপিত হচ্ছে, যখন অন্তর্বর্তীকালীন সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই নির্বাচন বাংলাদেশের জনগণকে তাদের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ করে দেবে।”

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব ও অংশীদারিত্বকে অত্যন্ত মূল্য দিই। একটি উজ্জ্বল, গণতান্ত্রিক এবং সমৃদ্ধ ভবিষ্যতের পথে বাংলাদেশের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র।”

তিনি ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক অগ্রগতি ও নিরাপত্তা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, “আমরা এই অঞ্চলে টেকসই উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় একযোগে কাজ করে যাচ্ছি।”

রুবিও তার বিবৃতির শেষাংশে বলেন, “বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের এই বিশেষ মুহূর্তে আমি বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাচ্ছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের দুই দেশের বন্ধনকে আরও শক্তিশালী, নিরাপদ ও সমৃদ্ধ করতে যুক্তরাষ্ট্র সদা প্রস্তুত।”

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই বার্তা বাংলাদেশের জন্য এক প্রকার কূটনৈতিক আশ্বাসও বটে, যেখানে ভবিষ্যতের পথচলায় গণতন্ত্র, উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতার বার্তা স্পষ্টভাবে উঠে এসেছে।

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
৫০৯ বার পড়া হয়েছে

স্বাধীনতা দিবসে বাংলাদেশের পাশে যুক্তরাষ্ট্র: শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১২:০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

 

স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গতকাল (২৫ মার্চ) ওয়াশিংটন ডিসি থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে মার্কো রুবিও বলেন, “২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে আমি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এই দিনটি শুধু বাংলাদেশের জন্যই নয়, বিশ্ব গণতন্ত্রের জন্যও এক তাৎপর্যপূর্ণ মুহূর্ত।”

তিনি বলেন, “এমন একটি সময়ে এই দিবস উদযাপিত হচ্ছে, যখন অন্তর্বর্তীকালীন সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই নির্বাচন বাংলাদেশের জনগণকে তাদের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ করে দেবে।”

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব ও অংশীদারিত্বকে অত্যন্ত মূল্য দিই। একটি উজ্জ্বল, গণতান্ত্রিক এবং সমৃদ্ধ ভবিষ্যতের পথে বাংলাদেশের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র।”

তিনি ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক অগ্রগতি ও নিরাপত্তা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, “আমরা এই অঞ্চলে টেকসই উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় একযোগে কাজ করে যাচ্ছি।”

রুবিও তার বিবৃতির শেষাংশে বলেন, “বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের এই বিশেষ মুহূর্তে আমি বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাচ্ছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের দুই দেশের বন্ধনকে আরও শক্তিশালী, নিরাপদ ও সমৃদ্ধ করতে যুক্তরাষ্ট্র সদা প্রস্তুত।”

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই বার্তা বাংলাদেশের জন্য এক প্রকার কূটনৈতিক আশ্বাসও বটে, যেখানে ভবিষ্যতের পথচলায় গণতন্ত্র, উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতার বার্তা স্পষ্টভাবে উঠে এসেছে।